অনপেক্ষ বিস্তার পরিমাপঃ
বিস্তৃতির যে পরিমাপ মূল সংজ্ঞা হতে উদ্ভুত এবং তথ্যসারি যে এককের ভিত্তিতে সংগৃহীত হয় সেই এককে প্রকাশিত হয় অর্থাৎ তথ্যসারির মধ্যক মান বা সারির অন্তর্ভুক্ত সংখ্যাগুলোর বিস্তৃতির পরিমাপই পরম বিস্তার পরিমাপ। পরম বিস্তার পরিমাপসমূহ চলকের এককে পরিমাপ করা হয়।
আপেক্ষিক বিস্তার পরিমাপঃ
কোন একটি বিস্তৃতির পরিমাপ এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের অনুপাত একক বিহীন সংখ্যা। যেপরিমাপ কোন একটি বিস্তৃতির পরিমাপ ও কেন্দ্রীয় পরিমাপের সাথে তুলনা করে নির্ণয় করা হয় তাকে আপেক্ষিক বিস্তার পরিমাপ বলে আপেক্ষিক বিস্তার পরিমাপসমূহ সহগ, শতকরা বা অনুপাত আকারে পরিমাপ করা হয়।
অনপেক্ষ এবং আপেক্ষিক বিস্তার পরিমাপের মধ্যে পার্থক্যঃ
অনপেক্ষ বিস্তার পরিমাপের ক্ষেত্রে তথ্যমান ও বিস্তারের একক একই থাকবে। অনপেক্ষ এবং আপেক্ষিক বিস্তার পরিমাপের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে-
১। অনপেক্ষ বিস্তার পরিমাপ মুল সংজ্ঞা হতে নির্ণীত। অন্যদিকে, আপেক্ষিক বিস্তার পরিমাপ পরম পরিমাপ এবং সম্পর্কিত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের অনুপাত হতে নির্ণীত।
২। অনপেক্ষ বিস্তার পরিমাপের একক থাকে। অন্যদিকে, আপেক্ষিক বিস্তার পরিমাপের একক থাকে না।
৩। অনপেক্ষ বিস্তার পরিমাপ শতকরায় প্রকাশ করা হয় না। অন্যদিকে, আপেক্ষিক বিস্তার পরিমাপ শতকরায় প্রকাশ করা হয়।
৪। অনপেক্ষ বিস্তার পরিমাপ মুল বিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল। অন্যদিকে, আপেক্ষিক বিস্তার পরিমাপ মুল বিন্দু ও মাপনীর উপর নির্ভরশীল।
৫। অনপেক্ষ বিস্তার পরিমাপ দুই বা ততোধিক নিবেশনের তথ্যগুলোর একক একই হলে এই পরিমাপের সাহায্যে তুলনা করা যায়। অন্যদিকে, আপেক্ষিক বিস্তার পরিমাপ দুই বা ততোধিক নিবেশনের তথ্যগুলোর একক ভিন্ন হলেও এই পরিমাপের সাহায্যে তুলনা করা যায়।
৬। অনপেক্ষ বিস্তার পরিমাপ সমূহ হলো- (i)পরিসর (ii)গড় ব্যবধান (iii)পরিমিতি ব্যবধান (iv) চতুর্থক ব্যবধান। অন্যদিকে, আপেক্ষিক বিস্তার পরিমাপ সমূহ হলো- (i) পরিসরাংক (ii) গড় ব্যবধানাংক (iii) ব্যবধানাংক (iv) চতুর্থক ব্যবধানাংক।
৭। অনপেক্ষ বিস্তার পরিমাপের ক্ষেত্রে পরিমিতির ব্যবধান সবচেয়ে উপযোগী। অন্যদিকে, আপেক্ষিক বিস্তার পরিমাপের ক্ষেত্রে ব্যবধানাংক বেশি উপযোগী।