প্রকৃত বীজ (Actual Seed):
যে সব গাছ সাধারনত গাছের অংশ বিশেষ দ্বারা বংশ বিস্তার করা যায় না, সে সব গাছের বংশ বিস্তারের একমাত্র উপায় হলো প্রকৃত বীজ। যেমন- ধান, গম, সরিষা, তাল, নারিকেল ইত্যাদি। প্রকৃত বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনে সহজ ও সুবিধা জনক।
কৃষি বীজ (Agricultural Seed):
গাছের যে অংশ, যা উপযুক্ত পরিবেশে সে গাছের সমতুল্য গাছ উৎপন্ন করতে পারে, তা কৃষি বীজ। কিছু গাছ যেমন- কলা, আনারস, মিষ্টি আলু ইত্যাদি প্রকৃত বীজ উৎপন্ন করতে পারে না। তাই এসব গাছের বংশ টিকিয়ে রাখার জন্য অঙ্গজ কৃষি বীজ দ্বারা বংশ বিস্তার করা হয়।
প্রকৃত বীজ ও কৃষি বীজের মধ্যে পার্থক্যঃ