Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য

শৈবাল ও ছত্রাকের

শৈবাল:

শৈবাল জলজ সুকেন্দ্রিক এককোষী বা বহুকোষী জীব, যারা সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে। এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। এরা বাতাসের নাইট্রোজেন গ্যাস সংবন্ধন করতে সক্ষম। পৃথিবীতে বহু প্রকার শৈবাল জন্মে থাকে। এদের কতক এককোষী ও কতক বহুকোষী।

এরা মিঠা জলে এবং লোনা জলে জন্মাতে পারে। শৈবালের হাজার হাজার প্রজাতির মধ্যে আকার, আকৃতি, গঠনস্বভাবে প্রচুর পার্থক্য রয়েছে। আকার, আকৃতি ও গঠনে প্রচুর পার্থক্য থাকলেও এরা সবাই কতিপয় মৌলিক বৈশিষ্ট্য একই রকম। আর তাই, এরা শৈবাল ও শেওলা নামে পরিচিত।

ছত্রাক:

ছত্রাক হল এককোষী বা বহুকোষী সুকেন্দ্রিক জীব, যারা সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে না এবং যাদের দৃঢ় কোষ প্রাচীর আছে। ছত্রাক ক্লোরোফিলবিহীন এমন একটি জীবগোষ্ঠী যারা বিভিন্ন পরিবেশে মৃতজীবী অথবা পরজীবী হিসেবে বসবাস করে এবং খাদ্যকে শোষণ করে দেহের অভ্যন্তরে নেয়। বর্ষাকালে স্যাঁতসেঁতে জায়গায়, বাসি পাউরুটির গায়ে, জুতার ওপর ছাতা পড়তে থাকবে, এরা সব ছত্রাক।

খুব সহজ-সরল পরগাছা হলো ছত্রাক এবং শ্রেণিগতভাবে উদ্ভিত। এদের পরগাছা বলার কারণ হলো যে এদের দেহে অন্য উদ্ভিদের মতো শিকড়, কাণ্ড ও পাতা বলতে কিছুই থাকে না, নিজেদের খাবারও নিজেরা জোগাড় করতে পারে না। মাইক্রোস্কোপের তলায় ছত্রাককে দেখায় যেন বুনট করা কাপড়। এই আঁশগুলোর রং কালো হতে পারে, আবার হলুদ বা নীলও হতে পারে।

শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য:

ছত্রাক হল এককোষী বা বহুকোষী সুকেন্দ্রিক জীব, যারা সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে না। শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য নিম্নরুপ-

১। শৈবাল সবুজ উদ্ভিদ। অন্যদিকে ছত্রাক অসবুজ উদ্ভিদ।

২। শৈবাল স্বভোজী উদ্ভিদ। অন্যদিকে ছাত্রাক পরভোজী উদ্ভিব।

৩। শৈবাল অযৌন ও যৌন জনন উপায়ে বংশবৃদ্ধি করে। অন্যদিকে ছত্রাক দ্বিবিভাজন, বাডিং ইত্যাদি প্রক্রিয়ায় বংশবিস্তার করে।

৪। শৈবালের দেহে ক্লোরোফিল আছে। অন্যদিকে ছত্রাকের দেহে ক্লোরোফিল নেই।

৫। শৈবালকে উদাহরণ স্বরূপ চেনার উপায় হলোঃ স্পাইরোগাইরা। অন্যদিকে ছত্রাকে উদাহরণ স্বরূপ চেনার উপায় হলো ঈস্ট, এগারিকাস ইত্যাদি।


বিজ্ঞান সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Science

আরোও পার্থক্য পড়ুনঃ  সংকীর্ণ মুদ্রা ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্যমোট, গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্যস্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্যদামের স্থিতিস্থাপকতা এবং চাহিদার আয়ের স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য

Exit mobile version