Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

অল্টারনেটর ও ডি সি জেনারেটরের মধ্যে পার্থক্য

অল্টারনেটর ও ডি সি জেনারেটর

অল্টারনেটর (Alternator):

অল্টারনেটরকে এসি জেনারেটর এবং সিনক্রোনাস জেনারেটরও বলা হয়। অল্টারনেটর এমন একটি জেনারেটর যা পরিবর্তনশীল ভোল্টেজ(AC) উৎপন্ন করে এবং জেনারেটর মেকানিক্যাল এনার্জী কে ইলেকট্রিক্যাল এনার্জীতে পরিবর্তন করে যা AC or DC উভয়ই হতে পারে। যে কোন জেনারেটরের আর্মেচার ওয়াইন্ডিংয়ে প্রথমত পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন হয়।

কোন চৌম্বকক্ষেত্রে আর্মেচার অর্থাৎ কন্ডাক্টরকে ঘুরিয়ে বা স্থির আর্মেচারের চতুর্দিকে চৌম্বকক্ষেত্রকে ঘুরিয়ে পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন করা হয়। কিন্তু উচ্চ চাপ ও ক্ষমতার অল্টারনেটরে আর্মেচারকে ঘুরালে অনেক অসুবিধার সৃষ্টি হওয়ার কারণে সাধারণত চৌম্বকক্ষেত্রকে ঘুরিয়ে ভোল্টেজ উৎপন্ন করা হয়।

ডি সি জেনারেটর (DC Generator):

ডি সি জেনারেটরের বেলায় পরিবর্তনশীল ভোল্টেজকে কম্যুটেটরের মাধ্যমে ডি সি তে রুপান্তরিত করে লোডে সরবরাহ করা হয়। উচ্চ চাপ ও ক্ষমতার অল্টারনেটরে সাধারণত চৌম্বকক্ষেত্রকে ঘুরিয়ে ভোল্টেজ উৎপন্ন করা হয়। অর্থাৎ ডিসি জেনারেটর হচ্ছে ডাইরেক্ট কারেন্ট জেনারেটর যা হচ্ছে একপ্রকারের ইলেক্ট্রিক্যাল মেশিনের মত কাজ করে যা মেকানিক্যাল এনার্জিকে ডাইরেক্ট কারেন্টে রুপান্তর করে। এই রুপান্তরন প্রকিয়াটি Induced EMF এর নিতী অনুসরন করে।

ডিসি জেনারেটরকে ডিসি মোটর হিসেবে ব্যাবহার করা যায় কোনরকম পরিবর্তন ছাড়াই। তাই ডিসি মোটর বা জেনারেটরকে ডিসি মেশিন হিসেবে বলা যেতে পারে। ডিসি মেশিন স্ট্যটর এবং রোটর সাধারনত এই দুইটি অংশ দ্বারা গঠিত।

অল্টারনেটর ও ডি সি জেনারেটরের মধ্যে পার্থক্যঃ

অল্টারনেটর ও ডি সি জেনারেটরের মধ্যে অধিকাংশ বিষয়ে মিল থাকলেও । কিছ কিছু বৈশিষ্ট্যগত অমিল রয়েছে তা নিচে আলোকপাত করা হয়েছে-

১। অল্টারনেটর পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন হয় এবং স্লিপ রিং এর মাধ্যমে লোডে সরবরাহ করা হয়। অন্যদিকে, ডি সি জেনারেটর প্রাথমিক অবস্থায় পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন হলেও পরে কম্যুটেটরের সাহায্যে ডি সি তে রুপান্তরিত করে লোডে সরবরাহ করা হয়।

২। অল্টারনেটরে স্লিপ রিং থাকে। অন্যদিকে, ডি সি জেনারেটরে কম্যুটেটর থাকে।

৩। অল্টারনেটরে চৌম্বক ক্ষেত্র ও আর্মেচার যেকোন একটি ঘুরন্ত এবং অপরটি স্থির থাকতে হবে । অন্যদিকে, ডি সি জেনারেটরে চৌম্বক ক্ষেত্র স্থির থাকবে ও আর্মেচার ঘুরবে।

৪। অল্টারনেটরে আর্মেচার ওয়াইন্ডিং খোলা থাকে। অন্যদিকে, ডি সি জেনারেটরে আর্মেচার ওয়াইন্ডিং বন্ধ থাকে।

৫। অল্টারনেটর ফিল্ডে ডি সি সাপ্লাই দিতে হয়। অন্যদিকে, ডি সি জেনারেটরে আলাদা ডি সি সাপ্লাই দিতে হয়না।

৬। অল্টারনেটর ফিল্ড কোর লেমিনেটেড শিট দ্বারা তৈরি। অন্যদিকে, ডি সি জেনারেটর ফিল্ড কোর ঢালাই লোহার তৈরি।

৭। অল্টারনেটরে হারমোনিক্সের প্রভাবে উৎপন্ন ভোল্টেজে বিকৃতি ঘটে থাকে। অন্যদিকে, ডি সি জেনারেটর হারমোনিক্সের প্রভাবমুক্ত।

৮। সব অল্টারনেটরই জেনারেটর কিন্ত সব জেনারেটর অল্টারনেটর নয়।

Exit mobile version