AM এবং PM এর মধ্যে পার্থক্য

এএম (AM):

AM এর ইংরেজি হলো Ante meridiem। AM অর্থ পূর্বে বা আগে আর meridiem অর্থ মধ্যাহ্ন বা দ্রাঘিমা বুঝায়। এক্ষেত্রে Ante meridiem দ্বারা মধ্য কোন বিষয় কে বুঝানো হয়। অর্থাৎ Ante meridiem দ্বারা মধ্যাহ্ন দুপুর ১২ টার পূর্ব থেকে মধ্যরাত বা ১২ টা হতে সময়কে বুঝায়।

পিএম (PM):

PM এর পুরো ইংরেজি হলো post meridiem। PM অর্থ পরে আর post meridiem অর্থ মধ্যাহ্ন বা দ্রাঘিমা বুঝায়। এক্ষেত্রে meridiem দ্বারা মধ্য কোন বিষয় কে বুঝানো হয়। অর্থাৎ post meridiem দ্বারা মধ্যাহ্ন দুপুর ১২ টার পর থেকে মধ্যরাত বা ১২ টা পর্যন্ত সময়কে বুঝায়।

AM এবং PM এর মধ্যে পার্থক্যঃ

AM এর ইংরেজি হলো Ante meridiem। AM অর্থ পূর্বে বা আগে আর meridiem অর্থ মধ্যাহ্ন বা দ্রাঘিমা বুঝায়। AM এবং PM এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। AM এর পূর্নরূপ হলো Ante Meridiem. অন্যদিকে, PM এর পূর্নরূপ হলো Post Meridiem.

২। এ.এম (am) বলতে বোঝায় পূর্ব-মধ্যাহ্ন (ante-meridian)। অন্যদিকে, অপরাহ্ন বোঝাতে উত্তর-মধ্যাহ্ন (post-meridian) লেখা হয়।

৩। দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সময় বোঝাতে আমরা সংক্ষেপে পি.এম (pm) । অন্যদিকে, রাত ১২টার পর থেকে দুপুর ১২টার আগ পর্যন্ত সময় নির্দেশে সংক্ষেপে এ.এম (am) ব্যবহার করি।

৪। AM মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সময় নির্দেশ করে(12:00 AM to 11:59 AM)। অন্যদিকে, PM দুপুর থেকে মধ্যরাতের ঠিক আগ পর্যন্ত নির্দেশ করে(12 Pm to 11:59 PM)।

৫। অ্যান্টি মেরিডিয়েম হল মধ্যাহ্নের আগে। অন্যদিকে, পোস্ট মেরিডিয়েম হল মধ্যাহ্নের পরে।

৬। AM এবং PM উভয়ই বিশেষণ হিসাবে ব্যবহার করা হয়, যেহেতু তারা দিন বা রাতের ক্ষেত্রে বর্ণনা করে থাকে।