কৌণিক বেগঃ
কোন মুহূর্তকে ঘিরে অতি ক্ষুদ্র সময় ব্যবধানে, সময়ের সাথে বস্তুর কৌণিক সরণের পরিবর্তনের হারকে ঐ মুহূর্তের কৌণিক বেগ বলে।কোন একটি বস্তু ঘুরলে এর প্রতিটি কণা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকারে পথ অতিক্রম করে এবং কণার দ্বারা বস্তুটি বিভিন্ন সময়ে কেন্দ্রে বিভিন্ন কোণ উৎপন্ন করে থাকে। বস্তুর এই গতিকে কৌণিক বেগ বলা হয়
উদাহরণস্বরুপ, একটি ভূ-স্থির উপগ্রহ ২৪ ঘন্টায় পৃথিবীকে এক বার ঘুরে আসে তথা ঘুর্ণন সম্পন্ন করে। তাহলে এর কৌণিকবেগ হবে বা একে যদি রেডিয়ানে লিখতে চাই তবে লিখব,
প্রধানত দুই ধরণের কৌণিক বেগ রয়েছে, যথা (ক) অরবিটাল কৌণিক বেগ ও (খ) স্পিন কৌণিক বেগ। অরবিটাল কৌণিক বেগ দ্বারা বুঝায় একটি বস্তু একটি স্থির বিন্দুর সাপেক্ষে কত দ্রুত ঘুরছে। অন্যদিকে স্পিন কৌণিক বেগ দ্বারা বুঝায় একটি বস্তু তার ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কত দ্রুত ঘুরছে।
রৈখিক বেগঃ
কোন নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে রৈখিক বেগ বলে।রৈখিক গতির ফলে গতিশীল বস্তুর মধ্যকার যে কোন দুটি বিন্দুর সংযোজক সরলরেখা সর্বদাই বস্তুটির গতিপথের সমান্তরালে অগ্রসর হবে। রৈখিক গতিকে চলন গতিও (translation motuon) বলা হয়। মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি রৈখিক গতি।
কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে পার্থক্যঃ
কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে কিছু বিষয় মিল থাকলেও এদের মধ্যে অনেক অনেক বিষয়ের মধ্যে অমিল রয়েছে। তাই কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে পার্থক্য নিম্নে দেখানো হলো-
১। কৌণিক বেগের একক Rad/sec. deg/sec. Grad/sec. । অন্যদিকে রৈখিক বেগের একক ms^-1, mcs^-1, fts^-1
২। কৌণিক বেগের মাত্রা [T^-1] । অন্যদিকে রৈখিক বেগের {LT^1}
৩। কৌণিক বেগের প্রতীক ω দিয়ে প্রকাশ করা হয়। অন্যদিকে রৈখিক বেগের মাত্রা [LT^-1]
৪। কৌণিক বেগ ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে রৈখিক বেগ সরল গতির ক্ষেত্রে প্রযোজ্য।
৫। রৈখিক বেগকে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা ভাগ করলে কৌণিক বেগ পাওয়া যায়। অন্যদিকে কৌণিক বেগকে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা গুণ করলে রৈখিক বেগ পাওয়া যায়।
৬। কৌণিক বেগের সমীকরণ ω= θ/t । অন্যদিকে রৈখিক বেগের সমীকরণ v=s/t ।
Physics সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Physics
আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্য, কার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্য, সম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্য, তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য, গণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য, অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য, ভর এবং ওজনের মধ্যে পার্থক্য