Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

স্বয়ম্ভূত ও প্ররোচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য

স্বয়ম্ভূত ও প্ররোচিত বিনিয়োগ

স্বয়ম্ভূত বিনিয়োগ (Autonomous Investment) :
আয়-এর হ্রাস-বৃদ্ধি বা অন্য যেকোনো বিষয় দ্বারা যদি বিনিয়োগ প্রভাবিত না হয় বা আয়ের সর্বস্তরে যে বিনিয়োগ স্থির থাকে, তাকে স্বয়ম্ভূত বিনিয়োগ বলে। অর্থাৎ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না, তাকে বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগ। এ জন্য স্বয়ম্ভূত বিনিয়োগ রেখা আয় অক্ষ বা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এরূপ রেখায় বিনিয়োগ স্থিতিস্থাপকতা এবং ঢাল শূন্য (০)।

প্ররোচিত বিনিয়োগ (Induced Investment) :
যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল কিংবা আয়ের হ্রাস-বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়, তাকে বলা হয় প্ররোচিত বিনিয়োগ। জাতীয় আয়, সুদের হার, অর্থের যোগান, প্রযুক্তিগত উদ্ভাবন, উন্নত অবকাঠামো, রাষ্ট্রীয় নীতি, মূলধনের প্রান্তিক দক্ষতা, দক্ষ উদ্যোক্তা, বিনিয়োগবান্ধব পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, মুনাফার অভিপ্রায় ও জনগণের চাহিদার পরিবর্তন দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয়, তা-ই প্ররোচিত বিনিয়োগ।

প্রধানত, আয়ের সাথে এ বিনিয়োগের সম্পর্ক সরাসরি বা স্থিতিস্থাপক, তাই প্ররোচিত বিনিয়োগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। মুনাফার অভিপ্রায়, জনগণের চাহিদা এবং ভোগ দ্বারাও বিনিয়োগ প্রভাবিত হয় বা বিনিয়োগ বৃদ্ধি পায়। যেমন অধিক মুনাফার প্রত্যাশায় অতিরিক্ত চাহিদা পূরণের লক্ষ্যে বিনিয়োগকারীগণ অধিক বিনিয়োগে উৎসাহী হয়।

স্বয়ম্ভূত ও প্ররোচিত বিনিয়োগের মধ্যে পার্থক্যঃ
আয়ের পরিপ্রেক্ষিতে প্ররোচিত বিনিয়োগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী এবং সুদের হারের পরিপ্রেক্ষিতে প্ররোচিত বিনিয়োগ রেখা ডান দিকে নিম্নগামী হয়। স্বয়ম্ভূত ও প্ররোচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না, তাকে বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগ। অন্যদিকে, যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল কিংবা আয়ের হ্রাস-বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়,তাকে বলা হয় প্ররোচিত বিনিয়োগ।

২। স্বয়ম্ভূত বিনিয়োগ আয়ের ওপর নির্ভরশীল নয়-স্থির। অন্যদিকে, প্ররোচিত বিনিয়োগ আয়ের ওপর নির্ভরশীল এবং তা ধনাত্মক সম্পর্কে আবদ্ধ থাকে।

৩। স্বয়ম্ভূত বিনিয়োগ রেখার ঢাল শূন্য (০), তাই আয় স্থিতিস্থাপকতাও শূন্য। অন্যদিকে, প্ররোচিত বিনিয়োগ রেখার ঢাল এবং আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক মানের হয়।

৪। স্বয়ম্ভূত বিনিয়োগ রেখা আয় অক্ষ বা ভূমি অক্ষের সমান্তরাল হয়। আয়ের পরিপ্রেক্ষিতে প্ররোচিত বিনিয়োগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী এবং সুদের হারের পরিপ্রেক্ষিতে প্ররোচিত বিনিয়োগ রেখা ডান দিকে নিম্নগামী হয়।

৫। স্বয়ম্ভূত বিনিয়োগ একটি দীর্ঘকালীন ধারণা। অন্যদিকে, প্ররোচিত বিনিয়োগ সাধারণত স্বল্পকালীন ধারণা।

৬। জাতীয় আয়ের হিসাবে স্বয়ম্ভূত বিনিয়োগ (Ia)) একটি বহিঃস্থ। অন্যদিকে, প্ররোচিত বিনিয়োগ (Ii) একটি অভ্যন্তরীণ চলক হিসেবে বিবেচ্য।

Exit mobile version