Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য

অ্যাক্সন ও ডেনড্রনের

অ্যাক্সন (Axon):

কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন (axon) বলে। একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন(axon)থাকে। এরা কোষদেহ থেকে স্নায়ু তাড়না অন্য নিউরনে পাঠায়। অ্যাক্সন বা স্নায়ু ফাইবার বা স্নায়ুতন্তু হলো স্নায়ুকোষের একটি দীর্ঘ পাতলা প্রক্ষেপণ, যা মেরুদন্ডী প্রাণীদের মাঝে দেখা যায়। এটি নিউরন থেকে বৈদ্যুতিক উদ্দীপনা এবং ক্রিয়া বিভব দূরবর্তী কোনো স্থানে প্রেরণ করে। কিছু সংবেদনশীল নিউরন স্পর্শ এবং উষ্ণতার জন্য দায়ী থাকায় এদের অ্যাক্সনকে অভিজাত স্নায়ু তন্তু বলা হয়।

এক্ষেত্রে বৈদ্যুতিক উদ্দীপনা প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে কোষদেহ এবং কোষদেহ থেকে অন্য শাখার সাথে মেরুদণ্ডের কোথাও ভ্রমণ করে। অ্যাক্সনের কর্মহীনতা সাধারণত বংশ অধিকার সূত্রে প্রাপ্ত যা পেরিফেরিয়াল এবং সেন্ট্রাল নিউরন উভয়কেই প্রভাবিত করে।

ডেনড্রন (Dendron):

নিউরিলেমা আবরণবিহীন, নিউরনের ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাযুক্ত প্রবর্ধক, যা স্নায়ুকোষ বা নিউরনের কোষদেহ থেকে নির্গত হয়, তাদের ডেনড্রন বলে। ডেনড্রনের মধ্যে নিউপ্লাজম অবস্থিত। অথাৎ কোষদেহের চারদিকে অনেকগুলো ছোট ছোট শাখা-প্রশাখা বের হয়। এ শাখাগুলোকে ডেনড্রন বলে। প্রতিটি ডেনড্রন আবার আরও সুক্ষ সুক্ষ প্রশাখায় বিভক্ত।

এইগুলিকে ডেনড্রাইটস বলে। ডেনড্রনের মধ্যে নিজল দানা ও নিউরোফাইব্রিল সমৃদ্ধ নিউরোপ্লাজম থাকে। ডেনড্রনের কাজ হলো পেশি বা অন্য কোনও নিউরোন থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহন করে, তা কোষ দেহে প্রেরণ করে।

অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য:

কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন (axon) বলে। একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন(axon)থাকে। অ্যাক্সন ও ডেনড্রন এর পার্থক্য নিম্নরূপ-

১। অ্যাক্সন স্নায়ুকোষের চেস্টিয় বা আজ্ঞাবহ অংশ। অন্যদিকে ৭ ডেনড্রন স্নায়ুকোষের সংজ্ঞাবহ অংশ।

২। অ্যাক্সন সাধারণত শাখাহীন, কখনও কখনও স্বল্প শাখাযুক্ত হয়। অন্যদিকে ডেনড্রন শাখাপ্রশাখা যুক্ত।

৩।অ্যাক্সনে নিউরোলেম্মা ও মায়োলিনের আবরণ থাকে। অন্যদিকে ডেনড্রনে নিউরোলেম্মা ও মায়োলিনের আবরণ থাকে না।

৪।অ্যাক্সনে স্বোয়ান কোষ থাকে। অন্যদিকে ডেনড্রনের মধ্যে স্বোয়ান কোষ থাকে না।

৫। অ্যাক্সনে নিজল দানা থাকে না।অন্যদিকে ডেনড্রনে নিজল দানা থাকে।

৬। অ্যাক্সনে রানভিয়ারের পর্ব থাকে। অন্যদিকে ডেনড্রনে রানভিয়ারের পর্ব থাকে না।

৭। স্নায়ুস্পন্দন বহন করা হল অ্যাক্সনের প্রধান কাজ। অন্যদিকে স্নায়ুস্পন্দন গ্রহন করা হল ডেনড্রনের প্রধান কাজ ।

Exit mobile version