ব্যাংক (Bank):
ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেটি এক পক্ষের কাছ থেকে আমানত হিসাবে অর্থ জমা রাখে এবং অন্য পক্ষকে আমানতি অর্থ থেকে ঋণ দেয়। অর্থাৎ ব্যাংক হলো এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা সাধারণ মানুষের সঞ্চয় এবং প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে পুঁজি গড়ে তোলে এবং সেই পুঁজি ব্যবসায়ীদের ঋণ হিসেবে প্রদান করে। এই কর্মপ্রক্রিয়ায় ব্যাংক আমানত সরবরাহকারীকে সুদ প্রদান করে এবং ঋণ গ্রহণকারীর নিকট থেকে সুদ আদায় করে। কোন কোন ক্ষেত্রে ব্যাংক নিজেই ব্যাবসায়ে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে।
ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ সেবার বাইরেও বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদান করে যার মধ্যে প্রধান হলো দুই পক্ষের মধ্যে লেন-দেন সম্পন্ন করা। যেমন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক ক্রেতা কর্তৃক বিক্রেতাকে পণ্যের মূল্য পরিশোধ নিশ্চিত করে। এছাড়া ব্যাংক রাষ্টীয় সঞ্চয়েরও হেফাযতকারীর ভূমিকা পালন করে থাকে।
ব্যাংকিং (Banking):
ব্যাংকিং (Banking) শব্দের আভিধানিক অর্থ হলো ব্যাংকের কারবার বা ব্যাংকের কার্যাবলী। অর্থাৎ ব্যাংকের টাকা জমা গ্রহণ ও ঋণ দেওয়ার কাজকেই ইংরেজিতে ব্যাংকিং (Banking) বলা হয়। চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাবে অর্থ গ্রহণ করা, গ্রাহকদের চেক গ্রহণ করা, দাবি পরিশোধ করা, ঋণ দেওয়া, বিলবাট্টা করা, গ্রাহকদের অর্থ একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরে সাহায্য করা ইত্যাদি ব্যাংকের কাজ। এ সকল কাজই সমষ্টিগতভাবে ব্যাংকিং নামে পরিচিত।
জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করা এবং চাহিবামাত্র বা অন্য কোন অবস্থায় তা উত্তোলনের সুযোগ প্রদান করাই হলো ব্যাংকিং (Banking means the accepting, for the purpose of lending or investment of deposits or money from the public, re-payable on demand or otherwise, and withdrawable by cheque, draft, order or otherwise)|
ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্যঃ
অনেকেই ব্যাংক ও ব্যাংকিং কে এক মনে করে গুলিয়ে ফেলে। ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে অনেক বিষয়ে কার্যাদির ক্ষেত্রে পার্থক্য রয়েছে। ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেটি এক পক্ষের কাছ থেকে আমানত হিসাবে অর্থ জমা রাখে এবং অন্য পক্ষকে আমানতি অর্থ থেকে ঋণ দেয়। অন্যদিকে, ব্যাংকিং হলো ব্যাংকের কারবার বা ব্যাংকের কার্যাবলী। অর্থাৎ ব্যাংকের টাকা জমা গ্রহণ ও ঋণ দেওয়ার কাজকেই ইংরেজিতে ব্যাংকিং (Banking) বলা হয়।
২। ব্যাংক একটি প্রতিষ্টান হিসেবে তার আলাদা সত্তা রয়েছে। অন্যদিকে, ব্যাংকিং এর কোন আইনগত সত্তা নেই।
৩। ব্যাংকের কাজের জন্য ব্যাংকাররা দায়ী হয়। অন্যদিকে, ব্যাংকিং এর যাবতীয় দায় ব্যাংকের।
৪। ব্যাংকের সাফল্যে নির্ভর করে দক্ষ ব্যাংকিং- এর উপর। অন্যদিকে, ব্যাংকিং- সাফল্যে নির্ভর করে দক্ষ প্রসাশনের উপর।
৫। ব্যাংক দেশের ব্যাংকিং আইন অনুযায়ী পরিচালিত হয়। অন্যদিকে, ব্যাংক সৃষ্ট আইনের অধীনে ব্যাংকিং কার্যাবলী পরিচালিত হয়।
৬। ব্যাংকের অভিধানিক অর্থ হলো অধিকোষ বা ধনভান্ডার। অন্যদিকে, ব্যাংকিং অভিধানিক অর্থ হলো ব্যাংকের কার্যাবলী।
৭। আর্থিক সফলতাই ব্যাংকের মুল উদ্দেশ্য। অন্যদিকে, সুষ্টুভাবে কার্যসম্পাদনই ব্যাংকি-এর মুল উদ্দেশ্য