Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

বিজয় ও অভ্র সফটওয়্যারের মধ্যে পার্থক্য

বিজয় ও অভ্র সফটওয়্যার

বিজয় সফটওয়্যার (Bijoy software) :
বিজয় কিবোর্ড হল মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্সের জন্য একটি গ্রাফিক্যাল লেআউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার সফটওয়্যার। ‘সব ধরনের কম্পিউটার যন্ত্রে, সব অপারেটিং সিস্টেমে বিজয় দিয়ে বাংলা লেখা যাবে, এ বিষয়টা নিশ্চিত করা এখন মূল লক্ষ্য। এ জন্যই আমরা কাজ করে যাচ্ছি।’ বাংলা লেখার সফটওয়্যার বিজয়ের নির্মাতা মোস্তাফা জব্বার এমনভাবেই বললেন তাঁর স্বপ্নের কথা। তাঁর এই স্বপ্নের শুরু গত শতকের আশির দশকের গোড়ার দিকে।

১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর কম্পিউটারে বাংলা লেখালেখির জন্য প্রথমবারের মতো বিজয় ব্যবহার করা হয়। কারিগরি দিক থেকে বিজয় একটা ইন্টারফেস। লেখালেখির অন্য কোনো সফটওয়্যারকে ব্যবহার করে বাংলা লেখার কাজটি করে দেয় এ প্রোগ্রাম।শুরু থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে বিজয়। একটা সময় বাংলা টাইপ যাঁরা করতেন, তাঁদের মুনীর লে-আউট মুখস্থ ছিল। এখন পেশাদার কাজের প্রায় শতভাগ ক্ষেত্রেই বিজয় লে-আউট ব্যবহার করা হয়ে থাকে।

২৫ বছরে বিজয় যেমন জনপ্রিয়তা ধরে রেখেছে, তেমনি প্রযুক্তির পরিবর্তন ও উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে হালনাগাদও করা হয়েছে এই সফটওয়্যারের। ‘সব সময় একটা দল কাজ করে বিজয়ের উন্নয়নে।

অভ্র সফটওয়্যার (Avro software) :
অভ্র কিবোর্ড হল ওমিক্রনল্যাব কর্তৃক বিকশিত মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য মুক্ত ও উন্মুক্ত উৎসের একটি গ্রাফিক্যাল কী-বোর্ড সফটওয়্যার। এটি উইন্ডোজের জন্য প্রথম বিনামূল্যের ইউনিকোড এবং আনসি যুক্ত বাংলা কীবোর্ড ইন্টারফেস যা ২৬ মার্চ ২০০৩ সালে মুক্তি পায়। এটা সাহায্যে বাংলা লিপি ব্যবহার করে এমন সব ভাষাতেই টাইপ করা যায়। এ ধরনের ভাষার মধ্যে অসমীয়া ভাষা অন্যতম।

মেহদী হাসান খান নামে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন ছাত্র ২০০৩ সালে অভ্র কীবোর্ড তৈরির কাজ শুরু করেন। তিনি এটি সর্বপ্রথম তৈরি করেছিলেন ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ভাষা দিয়ে, পরবর্তীতে তিনি তা ডেলফিতে ভাষান্তর করেন। এই সফটওয়্যারটির লিনাক্স সংস্করণ লেখা হয়েছে সি++ প্রোগ্রামিং ভাষায়। পরবর্তীতে রিফাত-উন-নবী, তানবিন ইসলাম সিয়াম, রাইয়ান কামাল, শাবাব মুস্তফা এবং নিপুন হক এই সফটওয়্যারের উন্নয়নের সাথে যুক্ত হন। ২০০৭ সালে ‘অভ্র কীবোর্ড পোর্টেবল এডিশন’ বিনামূল্যে ব্যবহারের জন্যে উন্মুক্ত করা হয়।

বিজয় ও অভ্র সফটওয়্যারের মধ্যে পার্থক্যঃ
‘সব ধরনের কম্পিউটার যন্ত্রে, সব অপারেটিং সিস্টেমে বিজয় দিয়ে বাংলা লেখা যাবে। বিজয় ও অভ্র সফটওয়্যারের মধ্যে পার্থক্য নিচে দেখানো হয়েছে-

১। বিজয় কিবোর্ড হল মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্সের জন্য একটি গ্রাফিক্যাল লেআউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার সফটওয়্যার।

অন্যদিকে, অভ্র কিবোর্ড হল ওমিক্রনল্যাব কর্তৃক বিকশিত মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য মুক্ত ও উন্মুক্ত উৎসের একটি গ্রাফিক্যাল কী-বোর্ড সফটওয়্যার।

২। নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে বিজয়। অন্যদিকে, ২০০৭ সালে প্রবর্তিত বাংলা লেখার ফ্রি সফটওয়্যার।

৩। বিজয় বাংলা লিখতে বাংলা কি-বোর্ডের লে-আউটের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে, অভ্র সফটওয়্যারটি ফোনেটিক টাইপ হওয়ায় জন্য ইংরেজি কি-বোর্ডের লে-আউটেই বাংলা লেখা যায়।

৪। বিজয় SutonnyMJ ফন্ট নির্বাচন করতে হয়। অন্যদিকে, অভ্র সফটওয়্যারে NikoshBAN ফন্ট নির্বাচন করতে হয়।

৫। বিজয় সফটওয়্যারে ইন্টারনেটে বাংলা লেখার তেমন একটা সুবিধা নেই। অন্যদিকে, অভ্র ইন্টারনেটে খুব সহজেই বাংলা লেখা যায় এ সফটওয়্যারের মাধ্যমে।

৬। বিজয়ে ওয়ার্ড প্রসেসরে বাংলা লেখার জন্য Ctrl + Alt + B চাপতে হয়। অন্যদিকে, অভ্র -তে ওয়ার্ড প্রসেসরে বাংলা লেখার জন্য F12 চাপতে হয়।

Exit mobile version