গিরিখাত ও ক্যানিয়ন -এর মধ্যে পার্থক্য

গিরিখাত:

আর্দ্র পার্বত্য অঞ্চলে নদীর ব্যাপক নিম্ন ক্ষয়ের ফলে যে সংকীর্ণ ‘V’ আকৃতির গভীর উপত্যকা সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। আর্দ্র ও আর্দ্রপ্রায় অঞ্চলে নদীতে জলের পরিমাণ বেশি থাকায় এবং উচ্চ বা পার্বত্য প্রবাহে ভূমির ঢাল অধিক থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্ন করে।

অথাৎ পার্বত্য অঞ্চলে ব্যাপক নিম্নক্ষয়ের ফলে যে সংকীর্ন ও গভীর নদী উপত্যকার সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। সিন্ধু, গঙ্গা ও শতদ্রু প্রভৃতি নদী তাদের পার্বত্য প্রবাহে বহু গিরিখাতের সৃষ্টি করেছে।

ক্যানিয়ন:

শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে নদীর পাড় বিশেষ ক্ষয়প্রাপ্ত হয় না ফলে গিরিখাতের আকৃতি ইংরেজি ‘I’ অক্ষরের মতো হয়। শুষ্ক অঞ্চলের এই গিরিখাত গুলি ক্যানিয়ন নামে পরিচিত। গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে।

এর বেশিরভাগ অংশই গ্রান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক এর ভেতর পরেছে যা যুক্তরাষ্ট্রের প্রথমদিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল এবং ১৮ মাইল পর্যন্ত এবং প্রায় ১৮০০ মিটার গভীর। প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই গিরিখাতের সংরক্ষণে একটি বড় ভূমিকা পালন করেন। তিনি প্রায়ই এখানে শিকার এবং ভ্রমণের উদ্দেশ্যে আসতেন।

গিরিখাত ও ক্যানিয়ন-এর মধ্যে পার্থক্যঃ

গিরিখাত ও ক্যানিয উভয়ই অত্যন্ত সুগভীর ও সংকীর্ণ হয় এবং উভয়ই নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হয়। গিরিখাত ও ক্যানিয়ন-এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। গিরিখাত সৃষ্টি হয় নদীর উচ্চগতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে। অন্যদিকে ক্যানিয়ন সৃষ্টি হয় বৃষ্টিহীন শুষ্ক বা মরুপ্রায় উচ্চভূমি অঞ্চলে।

২। গিরিখাত খুব গভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজি অক্ষর ‘V’ আকৃতির হয়। অন্যদিকে ক্যানিয়ন অত্যন্ত সুগভীর এবং খুব বেশি সংকীর্ণ হয় বলে ইংরেজি অক্ষর ‘I’ আকৃতির হয়।

৩। গিরিখাত নদীতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। অন্যদিকে ক্যানিয়নে বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় প্রায় হয়ই না, নিম্নক্ষয় সর্বাধিক হয়।

৪। নেপালের কালি নদীর গিরিখাত একটি আদর্শ গিরিখাতের উদাহরণ। অন্যদিকে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন একটি আদর্শ ক্যানিয়নের উদাহরণ।


পার্থক্য ফেসবুক পেজ
ভূগোল সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Geography

আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যকার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্যসম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্যতথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যগণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য