ক্যাটায়ন (Cation):
ধনাত্মক চার্জযুক্ত পরমাণুসমূহ কে ক্যাটায়ন বলে। অর্থাৎ যখন পরমাণুতে ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন থাকে এবং ইতিবাচকভাবে চার্জ হয় তাকে ক্যাটায়ন বলে। যেসব পরমাণুর শেষ কক্ষপথে 1, 2 বা 3 টি ইলেকট্রন থাকে, সে সকল পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ ক্যাটায়ন গঠন করে। তারা এক বা একাধিক ইলেকট্রন হারাবে এবং কোনও প্রোটন হারাবে না। অতএব তারা নেট পজিটিভ চার্জের অধিকারী। ক্যাটায়ন এর উদাহরণ হল Calcium (Ca2+ ), Hydronium (H3O+ ), Ammonium (NH 4+), Silver (Ag+ ) etc.
অ্যানায়ন (Anion):
ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু সমূহকে অ্যানায়ন বলে। অর্থাৎ যখন পরমাণুতে প্রোটনের চেয়ে বেশি ইলেকট্রন থাকে এবং নেতিবাচকভাবে চার্জ করা হয় তাকে অ্যানায়ন বলে। তারা এক বা একাধিক ইলেকট্রন অর্জন করে এবং কোনও প্রোটন হারাবে না। সুতরাং তারা নেট নেতিবাচক চার্জের অধিকারী। যেসব পরমাণুর শেষ কক্ষপথে 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে সে সব পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ অ্যানায়ন গঠন করে। অ্যানায়ন হলো ক্লোরিন (Cl–), হাইড্রোক্সাইড (OH–). অ্যানিয়ন এর উদাহরণঃ Fluoride (F-), Hydroxide anion (OHˉ), Chloride (Cl-) etc.
ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে পার্থক্যঃ
ধনাত্মক চার্জযুক্ত পরমাণুসমূহ কে ক্যাটায়ন বলে। অর্থাৎ যখন পরমাণুতে ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন থাকে। ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। যখন পরমাণুতে ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন থাকে এবং ইতিবাচকভাবে চার্জ হয় তাকে ক্যাটায়ন বলে। অন্যদিকে, যখন পরমাণুতে প্রোটনের চেয়ে বেশি ইলেকট্রন থাকে এবং নেতিবাচকভাবে চার্জ করা হয় তাকে অ্যানায়ন বলে।
২। ধনাত্মক চার্জযুক্ত পরমাণুসমূহ ক্যাটায়ন। অন্যদিকে, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু সমূহ অ্যানায়ন।
৩। যেসব পরমাণুর শেষ কক্ষপথে 1, 2 বা 3 টি ইলেকট্রন থাকে, সে সকল পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ ক্যাটায়ন গঠন করে। অন্যদিকে, যেসব পরমাণুর শেষ কক্ষপথে 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে সে সব পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ অ্যানায়ন গঠন করে।
৪। ক্যাটায়ন ধাতু । অন্যদিকে, অ্যানায়ন অধাতু।
৫। ক্যাটায়নে, ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে কম হয়। অন্যদিকে, অ্যানিয়নে, প্রোটনের সংখ্যার চেয়ে ইলেক্ট্রনের সংখ্যা বেশি।
৬। ক্যাটায়ন এর উদাহরণঃ Calcium (Ca2+ ), Hydronium (H3O+ ), Ammonium (NH 4+), Silver (Ag+ ) etc. অন্যদিকে, অ্যানিয়ন এর উদাহরণঃ Fluoride (F-), Hydroxide anion (OHˉ), Chloride (Cl-) etc.