সেরেব্রাম:
দুটি বড়, কুন্ডলী পাকানো ও খাজঁ বিশিষ্ট খন্ড নিয়ে সেরেব্রাম (cerebrum) গঠিত। খন্ড দুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে। খন্ড দুটি ভেতরের দিকে কর্পাস ক্যালোসাম নামে চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত। পৃষ্টতল নানা স্থানে ভাজঁ হয়ে উচুঁ নিচু অবস্থায় থাকে।
উচুঁ জায়গাকে জাইরাস এবং নিচু জায়গাকে ফিসার বলে। সেরিব্রামে দুটি ধরণের নার্ভ টিস্যু ধূসর পদার্থ এবং সাদা পদার্থ। ধূসর পদার্থটি সেরিব্রামের বাইরের অংশে ঘটে এবং তাকে সেরিব্রাল কর্টেক্স বলা হয়। এটি কোষের দেহ এবং সেরিব্রামে নিউরনের ডেনড্রাইট রয়েছে।
সেরেবেলাম :
মানুষের মস্তিষ্কে অবস্থিত পনসের পৃষ্ঠীয় ভাগে অবস্থিত খণ্ডাংশটিকে বলা হয় সেরেবেলাম। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ ও ভেতরের দিকে শ্বেত পদার্থ থাকে। সেরিবেলাম , পশ্চাৎ মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আজ্ঞাবাহী কাজ করে থাকে। এছাড়াও এটি মনোযোগ,ভাষা এর মত সূক্ষ্ম কাজের সাথেও জড়িত।
রাগ,আবেগ প্রকাশে নিয়ন্ত্রকের কাজ করলেও এর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন(movement) সংশ্লিষ্ট কাজই সবচেয়ে গুরুত্ববহন করে। মেরুরজ্জু (Spinal Cord) এবং মস্তিষ্ক (Brain) এর অন্যান্য অংশ থেকে সংবেদী সংকেত গ্রহণ করে সেগুলোকে একত্র করে সূক্ষ্ম মুভমেন্টে পরিণত করে। সেরেবেলামে আঘাত সরাসরি প্যারালাইসিস করে না,বরং সূক্ষ্ম মুভমেন্টে সমস্যা করে যেমন ভারসাম্য রক্ষা।
সেরেব্রাম ও সেরেবেলামের মধ্যে পার্থক্য:
সেরিব্রামে দুটি ধরণের নার্ভ টিস্যু ধূসর পদার্থ এবং সাদা পদার্থ। সেরেব্রাম ও সেরেবেলামের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে-
১। সেরেব্রাম অগ্রমস্তিকের অংশ। অন্যদিকে সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কের অংশ।
২। সেরেব্রামএর মস্তিকের অংশ গুলোর মধ্যে বড় ও পাঁচটি লোব বা খণ্ড আছে। অন্যদিকে সেরেবেলামের পশ্চাৎ মস্তিষ্কের বড় অংশ কোন লোব বা খণ্ড নেই।
৩।সেরেব্রাম যোজক কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত। অন্যদিকে সেরেবেলাম ভারমিস দিয়ে যুক্ত ।
৪। সেরেব্রাম ঘ্রাণ, শ্রবণ ,দৃষ্টি , কথন ,স্মৃতি ,বুদ্ধি, ইচ্ছাশক্তি, কর্মপ্রেরনা ইত্যাদির কেন্দ্রবিন্দু । অন্যদিকে সেরেবেলাম ভারসাম্য ,মাথা ও চোখের সঞ্চালন ,পেশি টান,দেহভঙ্গি ও স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
Biology সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Biology
আরোও পার্থক্য পড়ুনঃ যোগান রেখা ও সূচির মধ্যে পার্থক্য, স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য, একমাত্রিক ও দ্বিঘাত অপেক্ষকের মধ্যে পার্থক্য,