Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

চেক ও প্রতিশ্রুতিপত্রের মধ্যে পার্থক্য

চেক ও প্রতিশ্রুতিপত্র

চেক (Cheque):
ব্যাংকের কোন মক্কেল কর্তৃক তার ব্যাংকের প্রতি তার হিসাব হতে নির্দিষ্ট পরিমাণ টাকা বাহককে অথবা আদিষ্ট ব্যক্তিকে প্রদান করার লিখিত আদেশকে চেক বলে। চেক হল এমন একটি হস্তান্তরযোগ্য দলিল যার মাধ্যমে ব্যাংকের আমানতকারি লিখিত ও শর্তহীনভাবে ব্যাংককে চেকের বাহককে নির্দিষ্ট পরিমান অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে থাকে। যিনি চেক লেখেন তিনি ড্রয়ার হিসাবে পরিচিত। ড্রয়ার চেকে মুদ্রার পরিমাণ, তারিখ এবং চেকের প্রাপক সহ বিভিন্ন বিবরণ লিখে তাতে স্বাক্ষর করে ব্যাংকে আদেশ দেয়, এক্ষেত্রে ব্যাংককে ড্রয়ী বলা হয়। ব্যাংক আদেশ দেয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিবৃত অর্থ পরিশোধ করে। আদেষ্টার অবশ্যই আদিষ্ট ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বাংলাদেশে বলবৎ ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ৬ ধারায় বলা হয়েছে, (A “Cheque” is a bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise than on demand.)

“A cheque is an order, written by a drawer, to a banker to pay on demand a specified sum of money to a person or persons named as payee on the cheque” – Hanson.
চেক একমাত্র ব্যাংকের উপরই কাটা যায়। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কাটা যায় না। ব্যাংকে যার আমানত আছে, সে ব্যক্তিই শুধু চেক কাটতে পারে। ব্যাংক থেকে সরবরাহ করা মুদ্রিত চেকের পাতায় চেক কাটা হয়। যে কোন কাগজে চেক লেখা যায় না। আবার এক ব্যাংকের চেক অন্য ব্যাংকের উপর কাটা যায় না।

প্রতিশ্রুতিপত্র (Promissory Note):
যে দলিলের মাধ্যমে কোন ব্যক্তি শর্তহীনভাবে প্রতিজ্ঞা করে যে, নির্দিষ্ট পরিমাণ টাকা কোন বিশেষ তারিখে উক্ত দলিলের বাহক অথবা অন্য কোন আদিষ্ট ব্যক্তিকে দেয়া হবে, সে দলিলকে প্রতিশ্রুতিপত্র বলে। প্রতিশ্রুতিপত্রে টাকা দেয়ার জন্য কোন শর্ত থাকে না। এটি একটি প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি মাত্র। এটি অঙ্গীকারপত্র নামেও পরিচিত। “ প্রতিশ্রুতিপত্র একটি লিখিত দলিল যাতে প্রস্তুতকারীর স্বাক্ষর থাকে এবং যা কোন ব্যক্তি কর্তৃক অন্য কোন ব্যক্তিকে অথবা বাহককে কিংবা তাার আদেশে অন্য কাউকে চাওয়ামাত্র কোন নির্দিষ্ট বা নির্ধারণযোগ্য তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ শর্তহীনভাবে পরিশোধ করার প্রতিজ্ঞামাত্র।”

“A Promissory Note is an unconditional promise in writing made by one person to another, signed by the maker, engaging to pay on demand or, at a fixed or determinable future time, a certain sum of money to, or to the specified person or the bearer,” (Indian Negotiable Instruments Act, 1881)

পরিশেষে আমরা বলতে পরি যে, কোন একটি লিখিত দলিলকে তখনই প্রতিশ্রুতিপত্র হিসাবে আখ্যায়িত করা যাবে যখন এতে দলিল লেখকের স্বাক্ষর থাকবে, নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করার অঙ্গীকার থাকবে, নির্দিষ্ট বা নির্ধারণযোগ্য কোন তারিখে টাকা প্রদেয় হবে, কোন নির্দিষ্ট ব্যক্তিকে বা তাার আদেশে অন্য কোন ব্যক্তিকে অথবা বাহককে টাকা প্রদান করতে হবে এবং টাকা প্রদান করার প্রতিজ্ঞা শর্তহীন হবে।

চেক ও প্রতিশ্রুতিপত্রের মধ্যে পার্থক্যঃ

ব্যাংকের কোন মক্কেল কর্তৃক তার ব্যাংকের প্রতি তার হিসাব হতে নির্দিষ্ট পরিমাণ টাকা বাহককে অথবা আদিষ্ট ব্যক্তিকে প্রদান করার লিখিত আদেশকে চেক বলে। চেক ও প্রতিশ্রুতিপত্রের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১. ব্যাংকের কোন মক্কেল কর্তৃক তার ব্যাংকের প্রতি তার হিসাব হতে নির্দিষ্ট পরিমাণ টাকা বাহককে অথবা আদিষ্ট ব্যক্তিকে প্রদান করার লিখিত আদেশকে চেক বলে। অন্যদিকে, যে দলিলের মাধ্যমে কোন ব্যক্তি শর্তহীনভাবে প্রতিজ্ঞা করে যে, নির্দিষ্ট পরিমাণ টাকা কোন বিশেষ তারিখে উক্ত দলিলের বাহক অথবা অন্য কোন আদিষ্ট ব্যক্তিকে দেয়া হবে, সে দলিলকে প্রতিশ্রুতিপত্র বলে।

২. চেক টাকা দেয়ার জন্য ব্যাংকের উপর একটি আদেশ। অন্যদিকে, প্রতিশ্রুতিপত্র টাকা দেয়ার জন্য প্রস্তুতকারীর একটি
প্রতিশ্রæতি বা প্রতিজ্ঞা।

৩. ধারে লেনদেনের জন্য এর ব্যবহার হয়। অন্যদিকে, প্রতিশ্রুতিপত্র ঋণের লেনদেনের জন্য এটি ব্যবহার করা হয়।

৪. চেকে তিনটি পক্ষ জড়িত: চেকদাতা, ব্যাংক ও প্রাপক। অন্যদিকে, প্রতিশ্রুতিপত্রে দুটি পক্ষ জড়িত: পত্র প্রস্তুতকারী ও প্রাপক।

৫. চেকদাতা কর্তৃক তার ব্যাংকের উপর চেক কাটা হয়। অন্যদিকে, প্রতিশ্রুতিপত্র তৈরি করে প্রস্তুতকারক এটিকে
পাওনাদারের নিকট পাঠিয়ে দেয়।

৬. চেকের টাকা চাওয়ামাত্র ব্যাংককে পরিশোধ করতে হয়। অন্যদিকে, প্রতিশ্রুতিপত্র প্রস্তুতকারী চাহিবামাত্র টাকা না-ও দিতে পারে যদি সে এরূপ প্রতিজ্ঞা না করে।

৭. পরিশোধের জন্য চেক ব্যাংকে হাজির করতে হয়। অন্যদিকে, প্রতিশ্রুতিপত্র নির্দিষ্ট জায়গায় পরিশোধ করার কথা না থাকলে এটি পরিশোধের জন্য হাজির করতে হয় না।

৮. চেক প্রত্যাখ্যান করা হলে চেকদাতা দায়ী হয়। অন্যদিকে, প্রতিশ্রুতিপত্র প্রস্তুতকারী সবকিছুর জন্য দায়ী থাকে।

৯. চেকে স্ট্যাম্প ডিউটির দরকার হয় না। অন্যদিকে, প্রতিশ্রুতিপত্রে মূল্যভিত্তিক স্ট্যাম্প ডিউটি প্রয়োজন।

Exit mobile version