Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

শহর ও নগরের মধ্যে পার্থক্য

শহর ও নগরের

শহর (City):

শহর হল অপেক্ষাকৃত বড় এবং স্থায়ী নিবাস। কিভাবে একে অর্থের দিক দিয়ে নগর থেকে আলাদা করা হয়, সে বিষয়ে ভিন্নমত রয়েছে। তবে অনেক শহরের নিজস্ব প্রশাসন, ইতিহাস এবং আইন রয়েছে।

সাধারণত শহরের নিজস্ব বিভিন্ন ব্যবস্থা থাকে, যেমন: পয়োঃনিষ্কাশন, মাটির ব্যবহার, বাড়িঘর, পরিবহন ইত্যাদি। শহরের উন্নতি মানুষ এবং ব্যবসার প্রসার ঘটাতে সহায়তা করে। শহর প্রায়শই গ্রাম দ্বারা পরিবেষ্টিত থাকে। এখানে চাকরির সুযোগ-সুবিধাও বেশি থাকে।

নগর (Town):

নগর (ইংরেজি: Town) হল গ্রামের চাইতে বড় অথচ পুরোপুরি শহর হিসেবে গড়ে ওঠেনি এমন জনপদ। সুপ্রাচীনকালে মানুষ তাদের খাদ্য সংগ্রহ করতো প্রকৃতি থেকে। এ সময় যাযাবর মানুষ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম চালিয়েছে। খাদ্য সরবরাহের প্রক্রিয়া যখন নিয়ন্ত্রনে আনলো, তখন তারা বাস করার জন্য নিরাপদ আশ্রয় খোঁজা শুরু করলো। এভাবেই মানুষ স্থিতিশীল জনগোষ্ঠিতে পরিণত হয় এবং সৃষ্টি হলো গ্রামীন বসতির।

গ্রামীন বসতিতে বসবাসকারী মানুষ অপেক্ষাকৃত উন্নত স্থানে নিজেদের স্থানান্তরিত করতে থাকে। শিল্প বিপ্লবের পরে যে সকল স্থানে খনি উত্তোলন হতো সে স্থানকে ঘিরে নতুন নতুন নগর সমাজের সৃস্টি হয়। নগরায়নের ফলে মূলত কোনো নগর এলাকার জনংখ্যার বৃদ্ধি ঘটে এবং সাংস্কৃতিক ও সামাজিক পরিবেশের পরিবর্তন ঘটে।

শহর ও নগরের মধ্যে পার্থক্যঃ

শহর ও নগরের মধ্যে কিছু বিষয় মিল থাকলেও এদের মধ্যে অনেক অনেক বিষয়ের মধ্যে অমিল রয়েছে। তাই শহর ও নগরের মধ্যে পার্থক্য নিম্নে দেখানো হলো-

১। শহরে জনসংখ্যা এক লক্ষ বা তার কম। অন্যদিকে নগরের জনসংখ্যা এক লক্ষের বেশি।

২।নগর গড়ে ওঠার পূর্ববর্তী পর্যায়। অন্যদিকে শহরের আয়তন বৃদ্ধি পাবার পরবর্তী পর্যায়।

৩। শহর আয়তনে ছােট হয়। অন্যদিকে নগর আয়তনে বড় হয়।

৪। শহরে কর্মসংস্থানের সুযােগ কম। অন্যদিকে নগরে কর্মসংস্থানের সুযােগ তুলনামূলকভাবে বেশি।

৫। শহরের প্রশাসনিক কাঠামাে ছােট ও কম জটিলতা। অন্যদিকে নগরের প্রশাসনিক কাঠামাে বড় ও অধিক জটিলতা রয়েছে।

৬। শহরের পৌর জীবনের বিভিন্ন সুযােগসুবিধা কম। অন্যদিকে নগরের পৌর জীবনের বিভিন্ন সুযােগসুবিধা বেশি।

৭। শহরের পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা কম উন্নত। অন্যদিকে নগরের পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা অধিক উন্নত।

৮। শহরের পরবর্তী পর্যায় হল নগর। অন্যদিকে নগরে পরবর্তী পর্যায় হল মহানগর।


লাইফস্টাইল সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Lifestyle

আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যকার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্যসম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্যতথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যগণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য

Exit mobile version