Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য

বল প্রয়োগ ও অনুচিত প্রভাব

বল প্রয়োগ (Coercion):
উত্তর : কোন ব্যক্তিকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে কোন কাজ উদ্ধার করা বা কাজ হতে বিত রাখাকে বল প্রয়োগ বলে। অর্থাৎ সহজ কথায় জোরপূর্বক বা শক্তি প্রয়োগ দ্বারা কারো সায় আদায় করা হলে তাকে বল প্রয়োগে অর্জিত সম্মতি বলে। চুক্তি আইনের ১৫ ধারায় বল প্রয়োগের সংজ্ঞায় বলা হয়েছে কোন ব্যক্তিকে কোন সম্মতিতে রাজী করানোর উদ্দেশ্যে বাংলাদেশ দন্ডবিধি দ্বারা নিষিদ্ধ কোন কার্য সম্পাদন বা উহা সম্পাদনের জন্য ভীতি প্রদর্শন অথবা কোন ব্যক্তির স্বার্থের প্রতিকূলে কোন সম্পত্তি অবৈধভাবে আটক বা আটক করার প্রদর্শনকে বলপ্রয়োগ বলে।

অনুচিত প্রভাব (Undue unfluence):
চুক্তি আইনের ১৬(১) ধারা মতে যেখানে চুক্তি সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে এমন সম্পর্ক বিদ্যমান থাকে যে, এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সমর্থ হয় এবং সেখানে অপর পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের জন্য সেই সম্পর্কের প্রয়োগ হয়। সেক্ষেত্রে উক্ত চুক্তিকে অনুচিত প্রভাবের দ্বারা সম্পাদিত চুক্তি বলে।

অনুচিত প্রভাবের ক্ষেত্রে উভয়পক্ষ সমানাধিকারের ভিত্তিতে চুক্তির শর্ত সম্পর্কে আলোচনা করতে পারে না এবং স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে না। কোন্ কোন্ ক্ষেত্রে এরূপ অনুচিত প্রভাব বিস্তার করার আশঙ্কা রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা সম্ভব নয় । তবে কতকগুলি বিশেষ সম্পর্কের ক্ষেত্রে এরূপ প্রভাব অনুমিত হয়ে থাকে। এগুলি হচ্ছে পাওনাদার ও খাতক, অভিভাবক ও তার রক্ষণাধীন ব্যক্তি, শিক্ষক ও তার ছাত্র, আইনজীবি ও তার মক্কেল, মালিক ও তার প্রতিনিধি, চিকিৎসক ও তার রোগী, পিতা বা মাতা ও তার সন্তান, ধর্মীয় উপদেষ্টা ও তার অনুসারী,স্বামী ও স্ত্রী, কর্মকর্তা ও কর্মচারী, এ সকল বিশেষ সম্পর্কের কারণে যদি অনুচিত প্রভাব অনুমিত হয়ে থাকে।

বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্যঃ

শারীরিক বল প্রয়োগের দ্বারা বা উহার ভীতি প্রদশর্নের সাহায্যে ইচ্ছাকে প্রভাবিত করা হয়। উভয়ের মধ্যে বেশ কিছু মিল থাকলেও অনেক পার্থক্য রয়েছে। বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১. কোন ব্যক্তিকে কোন সম্মানিতে রাজী করানোর উদ্দেশ্যে বাংলাদেশ দন্ডবিধি দ্বারা নিষিদ্ধ কোন কার্য সম্পাদন বা উহা সম্পাদনের জন্য ভীতি প্রদর্শন বা কোন ব্যক্তি স্বার্থের প্রতিকূলে কোন সম্পত্তি অবৈধভাবে আটক রাখা বা রাখার ভীতি প্রদর্শনকে বলপ্রয়োগ বলে।

অন্যদিকে, যে ক্ষেত্রে চুক্তি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এমন সম্পর্ক বিদ্যমান যে, এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সমর্থ হয় এবং সেখানে অপর পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের জন্য সেই সম্পর্কের প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে উক্ত চুক্তিকে অনুচিত প্রভাবের দ্বারা সম্পাদিত চুক্তি বলে।

২. বলপ্রয়োগে বাংলাদেশ দন্ডবিধি দ্বারা নিষিদ্ধ কার্য করা বা করার ভীতি প্রদর্শন করা অথবা সম্পত্তি আটক রাখা বা রাখার ভীতি প্রদর্শন দ্বারা ইচ্ছাকে প্রভাবিত করা হয়। অন্যদিকে, অনুচিত প্রভাবের বিশেষ সম্পর্ক থাকে পক্ষদ্বয়ের মধ্যে এবং তা দ্বারা প্রভুত্ব বিস্তারের মাধ্যমে অপর পক্ষের ইচ্ছাকে প্রভাবিত করা হয়।

৩. শারীরিক বল প্রয়োগের দ্বারা বা উহার ভীতি প্রদশর্নের সাহায্যে ইচ্ছাকে প্রভাবিত করা হয়। অন্যদিকে, অনুচিত প্রভাবের এক্ষেত্রে মানসিক চাপের মাধ্যমে ইচ্ছাকে প্রভাবিত করা হয়।

৪. যে কোন ক্ষেত্রেই বল প্রয়োগ ঘটানো যায়। অন্যদিকে, যে ক্ষেত্রে এক পক্ষ অপর পক্ষের উপর প্রকৃত বা আপাত কর্তৃত্বের অধিকারী অথবা বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান সে ক্ষেত্রেই অনুচিত প্রভাব ঘটতে পারে।

৫. বলপ্রয়োগগের ক্ষেত্রে পূর্ব সম্পর্ক নাও থাকতে পারে। অন্যদিকে, অনুচিত প্রভাবের ক্ষেত্রে পূর্ব সম্পর্ক বিদ্যমান থাকে।

৬. বল প্রয়োগ অনেকটা বাহ্যিক রূপে সহজেই প্রমাণযোগ্য। অন্যদিকে, অনুচিত প্রভাবে পূর্ব সম্পর্ক ও ইচ্ছার উপর প্রভাব বিস্তার করে বিধায় সহজে অনুমেয় নহে এবং প্রমাণ করা তুলনামূলক জটিল।

৭. বলপ্রয়োগ ব্যক্তি বা ব্যক্তির পক্ষে কোন সম্পত্তির সাথে সম্পৃক্ত হতে পারে। অন্যদিকে, অনুচিত প্রভাব শুধু ব্যক্তির মনের সাথে সম্পৃক্ত।

৮. বলপ্রয়োগ প্রকারান্তরে চুক্তি বহির্ভূত কোন ৩য় পক্ষের উপরও প্রযুক্ত হতে পারে। অন্যদিকে, অনুচিত প্রভাবে অবশ্যই চুক্তি সংশ্লিষ্ট কোন পক্ষের উপর প্রযুক্ত হবে।

৯. বলপ্রয়োগ বাংলাদেশ দন্ডবিধি দ্বারা নিষিদ্ধ কার্য হতে সৃষ্ট হয়। অন্যদিকে, অনুচিত প্রভাবে অন্যায় প্রভাব বিস্তারের সামর্থতা থেকে সৃষ্ট হয়।

১০. বলপ্রয়োগে ক্ষতিগ্রস্থ পক্ষ চুক্তি বাতিলের সাথে সাথে ক্ষতিপূরণ দাবি করতে পারে। অন্যদিকে, অনুচিত প্রভাবে চুক্তি বাতিল করা যায় এবং ক্ষতিপূরণ দাবি করা যায় না।

Exit mobile version