Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

কলয়েড ও সাসপেনশন এর মধ্যে পার্থক্য

কলয়েড ও সাসপেনশন

কলয়েড এবং সাসপেনশন দুটি ভিন্ন ধরণের মিশ্রণ। কলয়েড ও সাসপেনশন এর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। নিচে কলয়েড ও সাসপেনশন এর মধ্যে পার্থক্য দেখানো হয়েছে-

কলয়েড (Colloid) :
কলয়েড হলো যে সকল তরল পদার্থের মধ্যে অদ্রবণীয় পদার্থের ক্ষুদ্র কণাসমূহ প্রায় সর্বএ বিরাজ করে সেই দ্রবনকে কলয়েড দ্রবণ বলে। সাধারণত তরল পদার্থে অদ্রবণীয় পদার্থসমূহ মিশ্রণ তৈরির একটু পরেই নিচে অথবা উপরে চলে যায়। কিন্তু কলয়েড এর ক্ষেত্রে এটার বিপরীত কাজ করে। ক্ষুদ্র অদ্রবণীয় পদার্থ গুলো মিশ্রণের সবএই একই পরিমানে থাকে। যে ধর্মের কারণে এমনটা হয় সেই ধর্মই কলয়েট ধর্ম।

উদাহরণঃ- দুধ। দুধের মধ্যে পানি এবং চর্বি বিদ্যমান আমরা জানি পানিতে চর্বি অদ্রবণীয় সুতরাং মিশ্রণের পর চর্বি ভেসে উঠার কথা। ভেসে না উঠে সর্বত্র সমভাবে বিরাজ করছে। এই মিশ্রণটিই কলয়েড মিশ্রণ। কলয়েড মিশ্রণে অদ্রবণীয় পদার্থের আকার ২nm থেকে 500 nm পর্যন্ত। এর বেশি হলে সেটা কলয়েড হবে না।

সাসপেনশন (Suspension) :
একটি পদার্থ অপর একটি পদার্থের মধ্যে 10^-5 cm অধিক ব্যাসার্ধবিশিষ্ট কণারূপে বিভাজিত হয়ে বিস্তৃত থাকলে যে অসমসত্ত্ব এবং অস্থায়ী মিশ্রণ উৎপন্ন হয়, তাকে সাসপেনশন বলে। সাসপেনশনে কণাগুলোকে খালি চোখে দেখা যেতেও পারে বা নাও পারে, তবে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অবশ্যই দেখা যায়। এই মিশ্রণের কণাগুলো সাধারণ ফিল্টার কাগজ বা পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না এবং এরূপ মিশ্রণকে স্থিরভাবে রেখে দিলে বিস্তৃত কণাগুলো আস্তে আস্তে পাত্রের তলদেশে থিতিয়ে পড়ে। এক্ষেত্রে কণার আকার (>500nm)

কলয়েড ও সাসপেনশন এর মধ্যে পার্থক্যঃ
১। কলয়েড হচ্ছে এক ধরনের অসমত্ত্ব মিশ্রণ যেখানে কঠিন উপাদানের আনুবীক্ষণিক কণা গুলো অন্য একটি উপদানের মধ্যে ছড়িয়ে থাকে। অন্যদিকে, সাসপেনশন হচ্ছে এক ধরনের অসমত্ত্ব মিশ্রণ যেখানে কঠিন উপাদানের কণা গুলো তরল উপদানের মধ্যে ছড়িয়ে থাকে।

২। কলয়েডের কণার ব্যাসার্ধ ১ ন্যানো মিটার থেকে ১ মাইক্রো মিটারের মধ্যে হয়। ফলে কণা গুলোকে খালি চোখে দেখা যায় না। অন্যদিকে, সাসপেনশনের কণার ব্যাসার্ধ অবশ্যই ১ মাইক্রো মিটারের বেশি হতে হবে।

৩। কলয়েডের কণা গুলোকে খালি চোখে দেখা যায় না। অন্যদিকে, সাসপেনশনের কণা গুলোকে খালি চোখে দেখা যায়।

৪। দীর্ঘ সময় স্থিরভাবে রেখে দিলে কলয়েডের কণা গুলো অধঃক্ষিপ্ত হয় না। অন্যদিকে, দীর্ঘ সময় স্থিরভাবে রেখে দিলে সাসপেনশনের কণা গুলো অধঃক্ষিপ্ত হয়।

৫। কলয়েডের কণা গুলো কঠিন, তরল বা গ্যাসীয় দশায় ছড়িয়ে থাকতে পারে। অন্যদিকে, সাসপেনশনের কণা শুধুমাত্র তরল দশায় ছড়িয়ে থাকে।

৬। কলয়েড এর উদাহরণ- মেঘ, কুয়াশা ও সেভিং ফোম। অন্যদিকে, সাসপেনশন এর উদাহরণ- বালি ও পানির মিশ্রণ, কাদা ও পানির মিশ্রণ, আটা ও পানির মিশ্রণ।

Exit mobile version