Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

ভোগ্য পণ্য ও শিল্প পণ্যের মধ্যে পার্থক্য

ভোগ্য পণ্য ও শিল্প পণ্যের

ভোগ্য পণ্য (Consumer Goods):

যে সব পণ্য পুনবিক্রয় বা কোন রকম প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সরাসরি ভোগ বা ব্যবহার করা যায় যে গুলোকে আমরা ভোগ্য পণ্য বলতে পারি। ভোক্তা বা ব্যবহারকারীই এই পণ্য ক্রয় করে সরাসরি ভোগ করে থাকে। যেমন- চাল, ডাল, টুথপেষ্ট, সাবান, টেলিভিশন ইত্যাদি।

শিল্প পণ্য (Industrial Goods):

যেসব পণ ̈ সরাসরি ভোগ না করে পুন বিক্রয় বা পুন উন্নয়নের উদ্দেশ্য ক্রয় করা হয় বা যে সকল পণ্য প্রধানত ভোগ্য পণ্য তৈরীর কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ব্যবহৃত হয় তাকে শিল্প পণ্য বলে। শিল্প পণ্য সাধারণত ভোগের উপযোগি থাকে না। ভোক্তা বা ব্যবহারকারীরা শিল্প পণ্য ক্রয় করে না বরং শিল্প উদ্যোক্তারাই এই পণ্য ক্রয় করে থাকে। যেমন- কাঁচামাল, যন্ত্রপাতি, ̄স্থাপনা, আধা প্রস্তুত পণ্য ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ইত্যাদি।

ভোগ্য পণ্য ও শিল্প পণ্যের মধ্যে পার্থক্য:

ভোগ্য পণ্য ও শিল্প পণ্যের মধ্যে পার্থক্য মূলত ব্যবহারগত কারণেই সৃষ্টি হয়। নিম্নে ছকের সাহায্যে দেখানো হলো-

Exit mobile version