Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

ডাল্টনের পারমাণবিক তত্ত্ব এবং আধুনিক অটোমিক তত্ত্বের মধ্যে পার্থক্য

ডাল্টনের পারমাণবিক তত্ত্ব এবং আধুনিক অটোমিক তত্ত্বের

ডাল্টনের পারমাণবিক তত্ত্ব:

1803 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরমাণুর ধর্ম ও ভর এবং বিভিন্ন মৌলের পরমাণু সমূহের পরস্পরের মধ্যে সংযোগ দ্বারা যৌগ গঠনের অবস্থা সম্পর্কে একটি মতবাদ প্রকাশ করেন। যা ডালটনের পরমাণুবাদ নামে পরিচিত। প্রত্যেক মৌলিক পদার্থ অসংখ্য অবিভাজ্য ও অতিক্ষুদ্র নিরেট কলা দিয়ে গঠিত। এই ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে।পরমাণু গুলো এত ছোট যে এদের আয়তন কল্পনাও করা যায় না। একটি হাইড্রোজেন পরমাণুর ওজন 1.67×10-24 গ্রাম।

একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাস 12×10-9 সেন্টিমিটার। পরমাণুগুলোকে রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ভাঙা যায় না, সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। কোন প্রক্রিয়া দ্বারা পরমাণুগুলির আকার, ওজন বা ধর্মের পরিবর্তন করা যায় না। পরমাণু অবিভাজ্য এবং অবিনশ্বর।
একই মৌলিক পদার্থের পরমাণুর ভর ও ধর্ম অভিন্ন হয়। এই তথ্য অনুযায়ী হাইড্রোজেনের সমস্ত পরমাণুর ওজন ও ধর্ম সর্বতোভাবে একরকম হবে। ঠিক তেমনি কপার এর প্রত্যেকটি পরমাণুর ধর্ম ও ভর একই রকম হবে।

বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ভর এবং ধর্ম আলাদা। ভিন্ন ভিন্ন মৌল যেমন হাইড্রোজেন পরমাণুর ভর এবং ধর্ম যা হবে, অক্সিজেন পরমাণু গুলির ওজন ও ধর্ম তা হবে না,– ভিন্ন হবে। বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু গুলি পূর্ণ সংখ্যার অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যৌগিক পদার্থ উৎপন্ন করে। পরমাণু অবিভাজ্য বলে কখনও ভগ্নাংশে যুক্ত হয় না।

আধুনিক অটোমিক তত্ত্বে:

পারমাণবিক তত্ত্ব হল পারমাণবিক ও পদার্থের প্রকৃতির বৈজ্ঞানিক বিবরণ যা পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতের উপাদানগুলিকে একত্রিত করে। আধুনিক তত্ত্ব অনুসারে, পদার্থগুলি পরমাণু নামক ক্ষুদ্র কণাগুলি দ্বারা তৈরী।পারমাণবিক তত্ত্ব হল পারমাণবিক ও পদার্থের প্রকৃতির বৈজ্ঞানিক বিবরণ যা পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতের উপাদানগুলিকে একত্রিত করে। আধুনিক তত্ত্ব অনুসারে, পদার্থগুলি পরমাণু নামক ক্ষুদ্র কণাগুলি দ্বারা তৈরি হয়, যা ঘুরে দেখা যায় সাবোটমিক কণা দ্বারা গঠিত। প্রদত্ত উপাদানের পরমাণুগুলি অনেক দিক থেকে অভিন্ন এবং অন্যান্য উপাদানগুলির পরমাণু থেকে পৃথক। পরমাণুগুলি অন্যান্য পরমাণুর সাথে স্থির অনুপাতে একত্রিত হয়ে অণু এবং যৌগিক গঠন করে।

পরবর্তীতে উনিশ শতকের প্রথমভাগে এই ধারণা বিজ্ঞানের মূল ধারায় প্রবেশ করে। বৈজ্ঞানিকগণ এই ধারণাকে পূর্ণতা দানে সক্ষম হন। পরমাণুর ইংরেজি প্রতিশব্দ “Atom” প্রাচীন গ্রিক বিশেষণ “Atoms” থেকে এসেছে যার অর্থ অবিভাজ্য, যাকে আর ভাগ করা যায় না।[১] ঊনবিংশ শতকের রসায়ণবিদগন পদার্থের এই অবিভাজ্য অংশকে Atom বা অবিভাজ্য নামে ডাকলেও পরবর্তীকালে বিংশ শতকে তড়িৎচুম্বকীয় পদ্ধতি, তেজস্ক্রিয় পদ্ধতি ইত্যাদির সাহায্যে প্রমাণিত হয় যে পরমাণুকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজন করা যায়। নতুন এই ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নামে পরিচিতি লাভ করে।

ডাল্টনের পারমাণবিক তত্ত্ব এবং আধুনিক অটোমিক তত্ত্বের মধ্যে পার্থক্যঃ

প্রত্যেক মৌলিক পদার্থ অসংখ্য অবিভাজ্য ও অতিক্ষুদ্র নিরেট কলা দিয়ে গঠিত। ডাল্টনের পারমাণবিক তত্ত্ব এবং আধুনিক অটোমিক তত্ত্বের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। ডাল্টনের পারমাণবিক তত্ত্ব হল অবিভাজ্য কণা সম্পর্কে একটি তত্ত্ব যাকে পরমাণু বলা হয় যা সমস্ত পদার্থের ক্ষুদ্রতম কণা। অন্যদিকে আধুনিক পরমাণু তত্ত্ব হল একটি তত্ত্ব যা একটি পরমাণুর সম্পূর্ণ বিশদ গঠন ব্যাখ্যা করে।

২। ডল্টনের পারমাণবিক তত্ত্ব অনুসারে, পরমাণুগুলি অস্তিত্বহীন কণা। অন্যদিকে আধুনিক পরমাণু তত্ত্ব বলে যে পরমাণুগুলো উপাত্তিক কণাগুলির সমন্বয়ে গঠিত; প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন।

৩। ডল্টনের তত্ত্বটি আইসোটোপ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে না। এটি বলে যে একই উপাদানের সমস্ত পরমাণু একরকম। অন্যদিকে আধুনিক পরমাণু তত্ত্বটি বিভিন্ন সংখ্যক নিউট্রন এবং প্রোটনের একই সংখ্যাযুক্ত আইসোটোপ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে।

৪। ডল্টন ইলেকট্রনের বিশদ বিবরণ দিতে পারেনি। অন্যদিকে আধুনিক পারমাণবিক তত্ত্ব ইলেকট্রনের অবস্থান, প্রতিক্রিয়া এবং আচরণ ব্যাখ্যা করে।

৫ । ডাল্টন এর পারমাণবিক তত্ত্ব ব্যাখ্যা করে যে পরমাণুর ক্ষুদ্রতম কণাটি প্রতিক্রিয়াগুলির সাথে যুক্ত হতে পারে। অন্যদিকে আধুনিক পারমাণবিক তত্ত্ব বলে যে উপাত্তিক কণা প্রতিক্রিয়াগুলিতে অংশগ্রহণ করতে পারে।

Exit mobile version