ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে পার্থক্য

আপনার যদি বাজেটের মধ্যে চলতে হয় তাহলে তো প্রতিটি জিনিসই অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয়। বর্তমান সময়ে একটা পার্সোনাল কম্পিউটার অনেকটা অপরিহার্য হয়ে পড়েছে, হোক সেটা লেখাপড়া, কাজকর্ম কিংবা শুধুই বিনোদনের জন্য। এক সময়কার ঢাউস আকৃতির কম্পিউটারের প্রচলন আর এখন না থাকলেও পিসির অনেক রকমের বের হয়েছে। পাশাপাশি, কে কোনটা কিনবে সেটা নিয়ে কনফিউশনও বেড়েছে।

অনেকেরই সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি হয় ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে কোনটা কিনবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে। উভয় প্রকার কম্পিউটারেরই আলাদা কিছু সুবিধা আছে। তাই সম্ভব হলে দুটোই কেনা যেতে পারে। কিন্তু আপনার যদি বাজেটের কারণে দুইটা থেকে যে কোন একটা বাছাই করতে হয় তাহলে আপনার জন্যই এই পোস্ট।

ডেক্সটপ
ডেক্সের উপর রেখে কাজ করা হয় যে কম্পিউটারে তাকে ডেক্সটপ কম্পিউটার বলে। সাধারণত পারসোনাল এবং একটু ভারি কাজের জন্য ডেক্সটপ কম্পিউটার ব্যাবহার সুবিধাজনক। বড় স্ক্রিন এবং ব্যাবহার বান্ধব বলে প্রফেশনাল কাজে ডেক্সটপ কম্পিউটারের ব্যাবহার বেশি।

ল্যাপটপ
ল্যাপ অর্থ কোল, আর টপ অর্থ উপর। অর্থাৎ কোলের উপর রেখে কাজ করার জন্য যে কম্পিউটার তৈরি করা হয়েছে তাই ল্যাপটপ কম্পিউটার। ল্যাপটপ মাঝারি সাইজের একটি বইয়ের আকারের মতো হয়ে থাকে এবং ডিজাইনটিও এমনভাবে করা হয় যে কাজ শেষে ভাজ করে ব্যাগে পুরে ফেলা যায়। একটি পরিপূর্ণ কম্পিউটারের সব সুবিধাই ল্যাপটপ কম্পিউটারে থাকে।

ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে পার্থক্যঃ
১।  কম্পিউটারের যে কোন কাজে পারফরম্যান্স এর দিক থেকে ল্যাপটপের তুলনায় ডেক্সটপে দ্বিগুণ পরিমাণ পারফরম্যান্স পাওয়া যাবে ।

২। ডেক্সটপে যেকোনো ধরনের ভারী কাজ করতে পারবেন । পক্ষান্তরে ল্যাপটপে যেকোনো ভারী কাজ করা ‍যায় না করলে ল্যাপটপ Slow বা হ্যাং করতে পারে।

৩। ডেক্সটপের বড় সমস্যা হল বিদ্যুৎ ছাড়া ব্যবহার করা সম্ভব না ।পক্ষান্তরে ল্যাপটপের বড় সুবিধা হল বিদ্যুৎ ছাড়া ব্যবহার করা যায় ।

৪। ডেক্সটপ যেকোনো জায়গায় বহন করা অনেক কষ্টকর ।পক্ষান্তরে ল্যাপটপ যেকোনো জায়গায় খুব সহজেই বহন করা যায় ।

৫। ডেক্সটপে অনেকক্ষণ ধরে কাজ করলেও কোন ধরনের গরম হয় না তাই এর কাজের পারফরম্যান্স অনেক ভালো থাকে ।পক্ষান্তরে ল্যাপটপে অনেকক্ষণ ধরে কাজ করলেও একটু গরম হয় । তাই এর কাজের পারফরম্যান্স একটু কমে যায়।

৬। ল্যাপটপের তুলনায় ডেক্সটপে কম খরচে ভাল কনফিগারেশন(Configuration) পাওয়া যায় ।পক্ষান্তরে এটি ডেক্সটপের তুলনায় ব্যয়বহুল । ভাল কনফিগারেশন(Configuration) পাওয়ার জন্য খরচ বেশি লাগে ।

৭। ডেক্সটপে এর বিভিন্ন এক্সেসরিজ সমূহ খুব সহজেই  চেঞ্জ(Change) করানো যায় যেমন: মাদারবোর্ড, প্রসেসর, র‌্যাম, হার্ডডিস্ক, মনিটর, ইত্যাদি ।পক্ষান্তরে ল্যাপটপে এর বিভিন্ন এক্সেসরিজ সমূহ খুব সহজেই  চেঞ্জ(Change) করানো যায় না । যেমন:    মাদারবোর্ড, প্রসেসর, মনিটর, ইত্যাদি ।