দ্বিবীজপত্রী কাণ্ড:
দ্বিবিজপত্রী কান্ডর শাখা প্রশাখা হয় l কান্ড টি দৃঢ হয় যেমন বট গাছ, আম গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি আবার লতানে বৃক্ষের ক্ষেত্রে যেমন শশা, কুমড়ো, লাউ, পটল এ সব কিন্তু দ্বিবিজপত্রী l অঙ্কুরোদ্গমর সময় দুটি পাতা কটলিডন থেকে সৃষ্টি হয় ।
একবীজপত্রী কাণ্ড:
একবীজপত্রীর কান্ড তে কোন শাখা প্রশাখা থাকেনা যেমন ধান, গম, বাজরা, ভুট্টা, আখ ইত্যাদি । এগুলি প্রায় কম উচ্চতা বিশিষ্ঠ তৃণ কিংবা হার্ব (herb) হয় । একবীজপত্রী কান্ডের ত্বকে কিউটিকল থাকে , এন্ডোডার্মিস অনুপস্থিত , পেরিসাইকল অনুপস্থিত, ভাস্কুলার বান্ডল সংযুক্ত ও বদ্ধসমপার্শ্বীয়, জাইলেম এন্ডার্ক।
দ্বিবীজপত্রী ও একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য:
একবীজপত্রীর কান্ড তে কোন শাখা প্রশাখা থাকেনা যেমন ধান, গম, বাজরা, ভুট্টা, আখ ইত্যাদি। দ্বিবীজপত্রী ও একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য নিম্নরূপ-
১। দ্বিবীজপত্রী কাণ্ডে ভিত্তি কলা স্পষ্টভাবে কর্টেক্স ও স্টিলিতে বিভক্ত। অন্যদিকে একবীজপত্রী কাণ্ডে ভিত্তি কলা সাধারণত কর্টেক্স ও স্টিলিতে বিভক্ত থাকে না।
২। দ্বিবীজপত্রী কাণ্ডে হাইপােডার্মিস কোলেনকাইমা কোষে গঠিত। অন্যদিকে একবীজপত্রী কাণ্ডে হাইপােডার্মিস থাকলে ফ্লেরেনকাইমা কোষে গঠিত হয়।
৩। দ্বিবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বাণ্ডিল সংখ্যায় কম এবং বলয়ে সজ্জি থাকে। অন্যদিকে একবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বাণ্ডিল সংখ্যায় অধিক এবং বিক্ষিপ্তভাবে ভিত্তি কলায় ছড়ানাে থাকে।
৪। দ্বিবীজপত্রী কাণ্ডে বাণ্ডিলগুলাে সংযুক্ত, মুক্ত, সমপার্শ্বীয় বা সমদ্বিপার্শ্বীয়। অন্যদিকে একবীজপত্রী কাণ্ডে বাণ্ডিলগুলাে সংযুক্ত এবং বদ্ধ সমপার্শ্বীয়।
৫। দ্বিবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বাণ্ডিল স্লেরেনকাইমা কোষের আবরণী দ্বারা পরিবৃত থাকে না। অন্যদিকে একবীজপত্রী কাণ্ডে সাধারণত প্রতিটি ভাস্কার বাণ্ডিল স্লেরেনকাইমা কোষের আবরণী দ্বারা পরিবৃত থাকে।
৬। দ্বিবীজপত্রী কাণ্ডে এণ্ডোডার্মিস ও পেরিসাইকেল থাকে। অন্যদিকে একবীজপত্রী কাণ্ডে এণ্ডোডার্মিস ও পেরিসাইকেল থাকে না।
৭। দ্বিবীজপত্রী কাণ্ডে মজ্জা ও মজ্জারশ্মি থাকে। অন্যদিকে একবীজপত্রী কাণ্ডে মজ্জা ও মজ্জারশ্মি থাকে না।
৮। দ্বিবীজপত্রী কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েমে সকল প্রকার কোষ উপাদান থাকে। অন্যদিকে একবীজপত্রী কাণ্ডে ফ্লোয়েমে প্যারেনকাইমা থাকে না এবং জাইলেমে কখনাে কখনাে ট্রাকিড থাকে না।
৯। দ্বিবীজপত্রী কাণ্ডে ভেসেল চেইনের ন্যায় একাধিক সারিতে সজ্জিত থাকে। অন্যদিকে একবীজপত্রী কাণ্ডে ভেসেল V বা Y অক্ষরের ন্যায় সজ্জিত থাকে।
১০। দ্বিবীজপত্রী কাণ্ডে ত্বকে সাধারণত বহুকোষী রােম থাকে। একবীজপত্রী কাণ্ডে ত্বকে সাধারণত রােম থাকে না।