দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য

দুর্যোগঃ

দুর্যোগ (Disaster) শব্দটি প্রাচীন ইতালীয় ডায়জেস্ত্রো থেকে মধ্যযুগের ফরাসী ডেজাস্ত্রে থেকে উদ্ভূত হয়েছে। গ্রীক শব্দের শাখা Disaster এর অর্থ দাঁড়ায় মন্দ তারা যা জ্যোতিষশাস্ত্রে গ্রহের অসহযোগিতামূলক অবস্থানকে ব্যাখ্যা করে। দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক বা মানব সৃষ্ট ক্ষতিকর দূর্ঘটনা বিশেষ। দুর্যোগের ফলে বাহ্যিকভাবে ক্ষতিসাধন, জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। দূর্যোগ বিভিন্নভাবে ও বিভিন্ন ধরনের হতে পারে।

তবে অধিকাংশ দূর্যোগই প্রকৃতির তাণ্ডবলীলায় সংঘটিত হয়। ভূমিকম্প, ঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের মাধ্যমে ঘটতে পারে। মানুষের জীবনহানিসহ সহায়-সম্পত্তি, ঘর-বাড়ী ধ্বংস, জমির ফসল নষ্ট হবার ফলে ব্যক্তির অর্থনৈতিক ও সামাজিক জীবনধারা, সাংস্কৃতিক পরিমণ্ডলে এর প্রভাব পড়ে মারাত্মকভাবে। দূর্যোগের ফলে অনেক সময় ব্যক্তির মানসিক দৃষ্টিভঙ্গীরও পরিবর্তন হয়ে যেতে পারে।

উন্নয়নশীল দেশগুলোই মূলত; দূর্যোগের প্রধান শিকারের পরিণত হচ্ছে। ৯৫ শতাংশেরও অধিক মৃত্যু উন্নয়নশীল দেশে দূর্যোগের মাধ্যমে সংঘটিত হয়। শিল্পোন্নত দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি’র প্রায় ২০ গুণ বেশি প্রাকৃতিক দূর্যোগে ক্ষতি হয় উন্নয়নশীল দেশসমূহে।

বিপর্যয়ঃ

বিপর্যয় হল দুর্যোগের চরম ফল বা পরিণতি। বিপর্যয় (Disaster) শব্দটি এসেছে ফরাসি শব্দ Desastre থেকে। যেখানে Des এর অর্থ Bad বা Evil বা মন্দ এবং Astre অংশের অর্থ star বা তারা। অর্থাৎ এককথায় বিপর্যয় বা Disaster হল মন্দ তারা (Bad Star) অথবা শয়তান তারা (Evil Star)। অতীতে মানুষ বিশ্বাস করত যে শয়তান তারার প্রভাবেই প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে।

প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট যে কোনাে তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদি ঘটনা, যখন কোন জীবন হানি ও সম্পদ হানি ঘটায় এবং বাইরের বা অপরের সাহায্য ছাড়া যার মােকাবিলা করা সম্ভব হয় না তাকেই বলে বিপর্যয় (Disaster)। বিপর্যয়ের মাধ্যমে একদিকে যেমন সম্পদহানি ও প্রাণহানি ঘটে অপরদিকে পরিবেশের গুণগত মানও হ্রাস পায়।

কলােরাডাে বিশ্ববিদ্যালয়ের একদল প্রাকৃতিক বিপর্যয়ের গবেষকদের প্রদত্ত বিপর্যয়ের সংজ্ঞা হল—এক মিলিয়ন ডলার ক্ষতি এবং একশাে (100) এর বেশি জীবনহানি হবে আর 100 এর বেশি মানুষ আহত হবে, এমন ঘটনা হল বিপর্যয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ভাষায় বিপর্যয় হল—এমন যে-কোনাে ঘটনা যার জন্য অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মানুষের মৃত্যু এবং স্বাস্থ্যের অবনতি ঘটে।

দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্যঃ

দুর্যোগ (Disaster) শব্দটি প্রাচীন ইতালীয় ডায়জেস্ত্রো থেকে মধ্যযুগের ফরাসী ডেজাস্ত্রে থেকে উদ্ভূত হয়েছে। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। অস্বাভাবিক পরিস্থিতি যখন হঠাৎ স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ পতন ঘটায়, তখন তাকে দুর্যোগ বলে। অন্যিদিকে দুর্যোগের প্রভাবে ব্যাপক আকারে প্রাণহানী, প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ ধ্বংস হওয়া কে বিপর্যয় বলে।

২। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পনার সাহায্যে দূর্যোগ নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে বিপর্যয় কে নিয়ন্ত্রন করা যায় না বরং উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থার সাহায্যে ক্ষয় ক্ষতির পরিমাণ কমানো যায়।

৩। দূর্যোগ জীবনযাত্রা কে রুদ্ধ না করলেও অল্প বিস্তার জীবনযাত্রা কে ব্যাহত করে। অন্যদিকে বিপর্যয় ফলে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ ভাবে রুদ্ধ হয়ে যায়।

৪। দুর্যোগ ক্ষুদ্র স্কেলে ঘটে থাকে। অন্যদিকে বিপর্যয় বৃহৎ স্কেলে সংঘটিত হয়।

৫। দুর্যোগের ফলে প্রাণহানী প্রায় হয় না বললেই চলে। অন্যদিকে বিপর্যয়ের ফলে বহুল সংখ্যক মানুষের প্রাণ হানির সম্ভাবনা থাকে।

৬। দুর্যোগের সঙ্গে বৃহদাকার ক্ষয় ক্ষতি যুক্ত থাকে না। অন্যদিকে কোন স্থানে বিপর্যয় সংঘটিত হলে প্রাকৃতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পদের ব্যাপক হারে ক্ষতি হয়।

৭। দুর্যোগের উদাহরণ হল ধ্বস, মাঝারি তীব্রতার ভূমিকম্প, খরা, শিলাবৃষ্টি প্রভৃতি। অন্যদিকে প্রবল গতিবেগ সম্পন্ন ঘূর্ণিঝড়, প্রবল তীব্রতার ভূমিকম্প, পারমাণবিক বোমা বিস্ফোরণ প্রভৃতি বিপর্যয়ের অন্তর্ভুক্ত।