Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য

অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার

অন্তর্জাত প্রক্রিয়া (Exogenous Process):

যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে যে সকল প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত কাজ করে চলেছে সেগুলিকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। অর্থাৎ পৃথিবীর ভিতরে গুরুমণ্ডলে উৎপন্ন পরিচলন স্রোতের প্রভাবে ভূত্বকে সংকোচন, প্রসারণ, উত্থান, অবনমন ইত্যাদির মধ্য দিয়ে যে ভূমিরূপের পরিবর্তন ঘটে তা হল অন্তর্জাত প্রক্রিয়া। পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন ধরনের অর্ধতরল পদার্থ রয়েছে। মূলত চাপ ও তাপের কারণে এসব পদার্থের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এর ফলে ভূঅভ্যন্তর থেকে এক অন্তর্জাত শক্তির সৃষ্টি হয় (Endogenic Force)। তার প্রভাব ভূত্বকের ওপর পড়ে এবং বিভিন্ন পদ্ধতিতে আকস্মিক বা ধীর ভাবে ভূত্বকের পরিবর্তন ঘটায়। এসব পদ্ধতিকে একত্রে অন্তর্জাত প্রক্রিয়া (Endogenic Process)।

বহির্জাত প্রক্রিয়া (Exogenic Process):

বহির্জাত প্রাকৃতিক শক্তিসমূহ যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠকে ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে নগ্ন বা পরিবর্তন ঘটিয়ে ভূমিরূপ গঠন করে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর থেকে আসা শক্তি দ্বারা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি সৃষ্টি হয়েছে । আর এই মালভূমি ,সমভূমি ,পাহাড়, পর্বত প্রভৃতি বাইরের অনেক শক্তি এদের উপর সক্রিয় হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় । আর যে শক্তি বা প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে ও বিবর্তন ঘটে সেটাই হলো বহির্জাত প্রক্রিয়া।

অন্যভাবে বলা যায় যে,আবহবিকার, নদী, হিমবাহ, ভৌমজল প্রভৃতি প্রাকৃতিক শক্তিসমূহ ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশকে সর্বদা ক্ষয়, পরিবহণ ও সঞ্চয় কাজের দ্বারা নগ্ন করে দিচ্ছে, ফলে ভূপৃষ্ঠে নানা ধরনের ভূমিরূপ গড়ে উঠেছে। প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠ কিংবা উপপৃষ্ঠীয় অংশের নগ্নীভবন পদ্ধতিকে বহির্জাত প্রক্রিয়া (Exogenic Process)।

অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্যঃ

যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে যে সকল প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত কাজ করে চলেছে সেগুলিকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১. ভূ-অভ্যন্তরীণ শক্তিসমূহ প্রাথমিক ভূমিরূপ গঠনে যে যে পদ্ধতিতে কাজ করে সেগুলিই অন্তর্জাত প্রক্রিয়া। অন্যদিকে, ভূপৃষ্ঠে ও উপপৃষ্ঠীয় অংশে বাইরের শক্তিসমূহ যে যে পদ্ধতিতে নগ্নীভবন ঘটায় সেগুলিই বহির্জাত প্রক্রিয়া।

২. ভূ-অভ্যন্তরে গুরমণ্ডলের অন্তর্গত স্থিতিস্থাপক পদার্থের ভৌতধর্মের ও রাসায়নিক ধর্মের পরিবর্তনে সৃষ্ট অন্তর্জাত শক্তি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই শক্তিকে ভূগাঠনিক শক্তি বলে। অন্যদিকে, ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তিসমূহ, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজল, আবহবিকার প্রভৃতি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এইসব শক্তিকে ভূমিরূপ গঠনকারী শক্তি বলে।

৩. অন্তর্জাত প্রক্রিয়া ভূত্বকে যেমন আকস্মিকভাবে কাজ করে তেমনি দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে কাজ করে। অন্যদিকে, বহির্জাত প্রক্রিয়া সুদীর্ঘ সময় ধরে কেবল ধীরভাবে কাজ করে থাকে।

৪. অন্তর্জাত প্রক্রিয়ায় ভূত্বকের আপেক্ষিক স্থানান্তর ঘটে এবং প্রধান ভূপ্রকৃতি রূপে মহাদেশ ও মহাসাগর কিংবা পর্বত, মালভূমি ও সমভূমি গঠিত হয়। অন্যদিকে, বহির্জাত প্রক্রিয়ায় প্রধান ভূমিরূপের ওপর খােদাই কাজ চলে এবং নানা ধরনের ছােটো ও সুক্ষ্ম সূক্ষ্ম ভূমিরূপ তৈরি হয় এবং প্রাকৃতিক ভূদৃশ্যবলি গড়ে তােলে।

Exit mobile version