Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

ফিন্যান্স ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য

ফিন্যান্স ও ব্যাংকিং

ফিন্যান্স (Finance):

Finance শব্দটির বংলা অর্থ হচ্ছে অর্থায়ন বা অর্থসংস্থান। তাই সাধারণ অর্থে Finance বলতে অর্থ সংগ্রহ করাকে বুঝায়। আর ব্যাপক অর্থে অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যাবলিকে অর্থয়ন বলা হয়ে থাকে। অর্থাৎ একটি ব্যবসায়- প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার জন্য কি পরিমাণ মুলধন প্রয়োজন, মূলধন সংগ্রহের জন্যে সুবিধাজনক উৎস চিহ্নিত করণ ও উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থ লাভজনক খাতে বিনিয়োগ নিশ্চিত করণ ও অর্থের আগমন নির্গমন নিয়ন্ত্রের মাধ্যমে অর্থের ব্যবহার নিশ্চিত করে ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সামগ্রিক প্রচেষ্ঠাকে অর্থায়ন বা ফিন্যান্স (Finance) বলে।

According to L. G Gitman, Finance is the art and Science ao managing money” অর্থাৎ অর্থ ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান হলো অর্থায়ন।“

According to John J. Hampton, The term finance can be defined as the management of flows of money through an organization, whether it be a corporation, school, bank or government agency. অর্থাৎ কোন প্রতিষ্ঠানের নগদ অর্থের প্রবাহের ব্যবস্থাপনাকে অর্থায়ন হিসাবে সংজ্ঞায়িত করা যায় হোক সেটি কপোরেশন, ব্যাংক, স্কুল কলেজ বা সরকারি এজেন্সি।

ব্যাংকিং (Banking):

ব্যাংকিং (Banking) শব্দের আভিধানিক অর্থ হলো ব্যাংকের কারবার বা ব্যাংকের কার্যাবলী। অর্থাৎ ব্যাংকের টাকা জমা গ্রহণ ও ঋণ দেওয়ার কাজকেই ইংরেজিতে ব্যাংকিং (Banking) বলা হয়। চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাবে অর্থ গ্রহণ করা, গ্রাহকদের চেক গ্রহণ করা, দাবি পরিশোধ করা, ঋণ দেওয়া, বিলবাট্টা করা, গ্রাহকদের অর্থ একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরে সাহায্য করা ইত্যাদি ব্যাংকের কাজ। এ সকল কাজই সমষ্টিগতভাবে ব্যাংকিং নামে পরিচিত।

জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করা এবং চাহিবামাত্র বা অন্য কোন অবস্থায় তা উত্তোলনের সুযোগ প্রদান করাই হলো ব্যাংকিং (Banking means the accepting, for the purpose of lending or investment of deposits or money from the public, re-payable on demand or otherwise, and withdrawable by cheque, draft, order or otherwise)|

ফিন্যান্স ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্যঃ

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় দুটি অর্থ সংক্রান্ত হলেও এদের মধ্যে অনেক বিষয়ে পার্থক্য বিদ্যমান। তাই ফিন্যান্স ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো-

১। ফিন্যান্স শুধু অর্থ সংগ্রহই নয় বরং অর্থের উৎস নির্বাচন, আর্থিক নীতি নির্ধারণ, মুলধন বাজার, অর্থ বিনিয়োগ, বিভিন্ন প্রকল্প বিশ্লেষন সহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ কে ফিন্যান্স বা অর্থায়ন বলা হয়। অন্যদিকে, জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করা এবং চাহিবামাত্র বা অন্য কোন অবস্থায় তা উত্তোলনের সুযোগ প্রদান করাই হলো ব্যাংকিং।

২। সাধারণত ফিন্যান্স বলতে বুঝি, অর্থায়ন বা অর্থসংস্থান যার মানে অর্থ সংগ্রহ করা। অন্যদিকে, ব্যাংকিং হলো ব্যাংকের সকল কার্যক্রমকে পরিচালনা করা।

৩। অর্থায়ন একটি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি। অন্যদিকে, ব্যাংকিং ব্যাংকের সকল কার্যক্রমকে পরিচালনা পদ্ধতি।

৪। অর্থায়ন হলো অর্থ সংগ্রহ ও সংগৃহীত অর্থের ব্যবহার সংক্রান্ত ব্যবস্থাপকীয় কলা কৌশল। অন্যদিকে, সুষ্টুভাবে কার্যসম্পাদনই ব্যাংকি-এর মুল উদ্দেশ্য।

৫। ফাইন্যান্স কোম্পানিগুলি ব্যাংকিং প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি সেবা প্রদান করে থাকে, যা সম্পদ পরিচালন পরিষেবা, বীমা পরিষেবা, আর্থিক গবেষণা ইত্যাদির অন্তর্ভুক্ত। অন্যদিকে, ব্যাংকিং শিল্পের অধীন প্রতিষ্ঠানগুলো আর্থিক পরিষেবা সংস্থাগুলির তুলনায় অনেক বেশি কঠোর নিয়মের অধীনে রয়েছে।

Exit mobile version