লোকসংস্কৃতি ও শিষ্ট সংস্কৃতির মধ্যে পার্থক্য

লোকসংস্কৃতি:

যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারন অর্থে তাই লোকসংস্কৃতি । লোকসংস্কৃতির বিশেষত্ব নিহিত আছে ‘লোক’ কথাটির মধ্যে। লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে , তাদের চিন্তায় ও কর্মে। ঐতিহ্যনুসারে বৃহত্তর গ্রামীণ জনগোষ্টীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান, জীবন-যাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠা সংস্কৃতিকে সহজ ভাষায় লোকসংস্কৃতি বলা হয়।

আদিকাল থেকেই বাঙালীরা লোক সংস্কৃতি লালন করে আসছে। বাংলাদেশের লোক সংস্কৃতি এদেশের কৃষিকে ঘিরে গড়ে উঠেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি বিরাজমান রয়েছে, তবে কালের পরিক্রমায় অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। লোকসমাজে ভুতের ভয় থেকে তৈরি হয়েছে বিভিন্ন কাল্পনিক চরিত্র, যেমনঃ শাঁখচুন্নি, মামদো ভুত ইত্যাদি। এছারা ভূত তাড়ানোর পেশা যেমনঃওঝা প্রভৃতিও তৈরি হয়েছে। লোকসংস্কৃতির প্রধান উপাদানগুলোকে দুইটি প্রধান ধারায় ভাগ করা হয়। যেমন:

১.বস্তুগত

২.অবস্তুগত

শিষ্ট সংস্কৃতি:

শিষ্ট সংস্কৃতির উদ্ভব স্থা্ন হলো সমাজ পরিবেশ। শিক্ষাভিত্তিক নাগরিক সমাজ উচ্চতর সাংস্কৃতিক ভিত্তিক হলো শিষ্ট সংস্কৃতিক। শিষ্ট সংস্কৃতির উদ্ভব হয়েছে শিক্ষিত জনসাধারনের মেধার বিকাশের মাধ্যমে। আড়ম্বরপূর্ণ জটিলতাময় নগরকেন্দ্রিক সমাজ জীবন শিষ্ট সংস্কৃতির অবলম্বন। দিনের পর দিন আধুনিকতার স্পর্শে বিকাশিত হচ্ছে আর নতুন ধারায়। ভদ্রজনোচিত মার্জিত সৌন্দয্যের শিষ্ট সংস্কৃতি পরিমন্ডিত।

লোকসংস্কৃতি ও শিষ্ট সংস্কৃতির মধ্যে পার্থক্য:

যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারন অর্থে তাই লোকসংস্কৃতি । লোকসংস্কৃতি ও শিষ্ট সংস্কৃতির মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে-

১। লোকসংস্কৃতির উদ্ভব স্থল হলো লোকসমাজ। অন্যদিকে, শিষ্ট সংস্কৃতির উদ্ভব স্থা্ন হলো সমাজ পরিবেশ।

২। গ্রাম্য সহজ সরল অনাম্বরপূর্ণ পল্লিকেন্দ্রিক লোকসমাজ জীবন লোকসংস্কৃতির অবলম্বন। অন্যদিকে, আড়ম্বরপূর্ণ জটিলতাময় নগরকেন্দ্রিক সমাজ জীবন শিষ্ট সংস্কৃতির অবলম্বন।

৩। কৃষিকাজ, ক্ষুদ্র গ্রামীনশিল্প, সমান্য পশুপালণ ভিত্তিক সমাজ পরিবেশ লোকসংস্কৃতির ভিত্তিস্থল। অন্যদিকে শিক্ষাভিত্তিক নাগরিক সমাজ উচ্চতর সাংস্কৃতিক ভিত্তিক শিষ্ট সংস্কৃতিক।

৪। লোকসংস্কৃতির যাবতীয় উপাদানের উদ্ভাবক ও পরিপোষক সংহত সমাজের সমষ্টিগত জনসাধারন। অন্যদিকে, শিষ্ট সংস্কৃতিক পরিমন্ডলের উপাদান সমূহের উদ্ভাবক ব্যক্তি, প্রতিভা।

৫। লোকসংস্কৃতির উদ্ভাবক ও পরিপোষক প্রায় সকলেই নিরক্ষর। অন্যদিকে শিষ্ট সংস্কৃতিক পরিমন্ডলের উদ্ভাবক সকলেই শিক্ষিত।

৬। লোকসংস্কৃতি লোকসাধারণের স্বভাবসিদ্ধ সৌন্দয্যমণ্ডিত। অন্যদিকে ভদ্রজনোচিত মার্জিত সৌন্দয্যের শিষ্ট সংস্কৃতি পরিমন্ডিত।