লোকাচার (Folkways) :
প্রকৃতপক্ষে লোকাচার হিতার্থে যে আচার তাই লোকাচার অর্থ্যাৎ মানুষের কল্যাণে জন্য যে ধরনের আচারণ বিধি সমাজে প্রতিষ্টিত তাই লোকাচার। সমাজ সম্পর্কিত আলোচনায় একটি বহুলব্যবহৃত এবং প্রচলিত ধারণা হলো লোকাচার। সমাজবিজ্ঞানী সামনারের মাধ্যমে ‘লোকাচার’ শব্দটি জনপ্রিয়তা লাভ করে। মানুষের জীবন ধারণের ক্ষেত্রে বিভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন- খাদ্য গ্রহণ, বাসস্থান, বিবাহ ও পোশাক-পরিচ্ছেদ ইত্যাদি যা নানামুখী আচারণের মাধ্যমে গড়ে ওঠে। এ অভ্যাস এবং আচরণ বংশানুক্রমে চলতে থাকে। আর এভাবেই গড়ে ওঠে একটি সমাজের লোকাচার।
লোকাচার হলো সমাজ মানুষের আচরণের জন্য স্বীকৃত ও গৃহীত প্রন্থা যা পালন না করলে শস্তির কোন বিধান নাই তবে তাদের প্রতি নিন্দা বা ঘৃণা প্রকাশ করা হয়। যেকোনো সমাজের ঐতিহ্য, চালচলন, পোশাক পরিচ্ছেদ, আদব-কায়দা, রীতিনীতি কেউ পালন না করলে শাস্তি দেওয়া হয় না তবে তাদের প্রতি নিন্দা প্রকাশ করা হয়।
অবশ্য পালনীয় লোকরীতি (Mores) :
অবশ্য পালনীয় লোকরীতি হলো সামাজিক আদর্শ বা মানসম্পন্ন আচরণ যা সমাজের সদস্যদের জন্য পালন করা বাধ্যতামূলক। এ ধরনের আদর্শ আচরণনীতি কেউ পালন না করলে শাস্তির বিধান রয়েছে এবং শাস্তি পেতে হয়। আদিম সমাজে যেমন অলিখিত বিধি বিধান ছিল তেমনি আধুনিক সমাজে বিভিন্ন আইন কানুন রয়েছে যা আবশ্যিক পালনীয় তা হলো লোকরীতির প্রকৃষ্ট উদাহরণ।
জিসবার্টের মতে, “ অবশ্য পালনীয় লোকরীতি হলো ব্যবহারবিধি নিয়ন্ত্রণকারী লোকাচার।”
ম্যাকাইভার এবং পেজের মতে, “ অবশ্য পালনীয় লোকরীতি হলো ব্যবহার নিয়ন্ত্রক।”
সামনার বলেন, “অবশ্য পালনীয় লোকরীতি হচ্ছে আবশ্যিক পালনীয় লোকাচার।”
লোকাচার ও অবশ্য পালনীয় লোকরীতির মধ্যে পার্থক্য :
লোকাচার ও অবশ্য পালনীয় লোকরীতির মধ্যে কিছুটা মিল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে অমিল রয়েছে। নিচে লোকাচার ও লোকরীতির মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। লোকাচারের সঙ্গে সমাজের ন্যায়-অন্যায় ও ভালো- মন্দ ধারণা যুক্ত নয়। অন্যদিকে, অবশ্য পালনীয় লোকরীতির সঙ্গে সমাজের ন্যায়-অন্যায় ও ভালো-মন্দের ধারণা যুক্ত।
২। অতীতের লোকরীতি বর্তমানের লোকাচারে পরিণত হয়। অন্যদিকে, অবশ্য পালনীয় লোকরীতির ক্ষেত্রে এমন ধারণা কম লক্ষ করা যায়।
৩। লোকাচার অধিক ব্যাপক ও সাধারণ প্রকৃতির। অন্যদিকে, অবশ্য পালনীয় লোকরীতির পরিধি লোকাচারের ন্যায় বিস্তৃত নয়।
৪। লোকাচার অপেক্ষাকৃত অস্থায়ী প্রকৃতির। অন্যদিকে, অবশ্য পালনীয় লোকরীতি অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির।
৫। লোকাচার পালনে চাপ প্রয়োগ করা হয় না। অন্যদিকে, অবশ্য পালনীয় লোকরীতি পালনে চাপ প্রয়োগ করা হয়।
৬। লোকাচার পালনে ব্যর্থ হলে শাস্তি পেতে হয় না। অন্যদিকে, লোকরীতি পালনে ব্যর্থ হলে শাস্তি পেতে হয়।
৭। লোকাচার লঙ্ঘিত হলে তাকে সামাজিক সমস্যা বিবেচনা করা হয় না। অন্যদিকে, অবশ্য পালনীয় লোকরীতি লঙ্ঘিত হলে তাকে সামাজিক সমস্যা বিবেচনা করা হয়।
৮। লোকাচার আবশ্যিক পালনীয় নয়। অন্যদিকে, অবশ্য পালনীয় লোকরীতি আবশ্যিক পালনীয়।