Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

Free এবং Premium WordPress Theme এর মধ্যে পার্থক্য

Free এবং Premium WordPress Theme

ওয়ার্ডপ্রেস ফ্রী থিম (WordPress Free Theme):

ফ্রি থিম এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি। ওয়ার্ডপ্রেসে (WordPress) হাজার হাজার ফ্রি থিম আছে। আর এই সকল ফ্রি থিম (Free theme) যেকোন ওয়েবসাইটে ব্যবহার করা যেতে পারে। ফ্রি হওয়ায় নিয়মিত আপডেট গুলো ফ্রিতেই করা যাবে। ফ্রি থিমের আরও একটা সুবিধা হলো এইগুলো সেট করা এবং সাজানো খুব সহজ। ফ্রি থিম এর অসুবিধা হল অনেক গুরুত্বপূর্ণ ফিচার এখানে পাওয়া যাবে না। এছাড়াও কাস্টমাইজেশনের সুবিধা নেই বললেই চলে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ফিচার পাওয়া জন্য তৃতীয় পক্ষের প্লাগইন (third party plugins) ব্যবহার করার প্রয়োজন পড়ে। এছাড়াও থিম কাষ্টমাইজ বা থিমে কোনো সমস্যা থাকলে, টুকটাক সাহায্যের প্রয়োজন পড়লে তার জন্য ডেভেলপারদের সাহায্য পাবেন না।

প্রিমিয়াম ওয়েবসাইটে বা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য ফ্রি থিম মোটেও উপযোগী নয়। ফ্রি থিম দেখা তেমন সুন্দর এবং সাজানো হয় না তাই প্রিমিয়াম ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সকল ফ্রি থিম ওই সকল ওয়েবসাইটের দর্শকদের উপর বিরূপ প্রভাব ফেলে। ফ্রি থিম গুলো ডাউনলোড করার জন্য ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল থিম ডিরেক্টরি এবং সেরা মার্কেটপ্লেস হচ্ছে WordPress.org. এখানে হাজার হাজার ফ্রি থিম পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে আপনি সেগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম (WordPress Premium Theme):

প্রিমিয়াম থিমের সুবিধা হচ্ছে এটাতে অনেক এডভান্স ফিচার (Advanced feature) পাবেন। যা ওয়েবসাইটে লুক এবং ফাংশনে অনেক পরিবর্তন নিয়ে আসবে, যার ফলে ওয়েবসাইট অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির মনে হবে। প্রিমিয়াম থিমের আরো একটা সুবিধা হল- অনেক প্রয়োজনীয় প্রিমিয়াম plugins পাওয়া যাবে যা থিমের সাথে সহজে সংযুক্ত করা যাবে, তাই তৃতীয় পক্ষের কোনো plugins ব্যবহার করার প্রয়োজন হবে না। প্রিমিয়াম থিমের অসুবিধা হল এগুলো কিনে নিতে হবে। একটা প্রিমিয়াম থিমের মূল্য প্রায় ৪০ থেকে ১০০ ডলার পর্যন্ত হয়ে থাকে। প্রথম অবস্থায় এটা কেনা অনেকের কাছেই সম্ভব না। কিন্তু প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সর্বদা প্রিমিয়াম থিম ব্যবহার করা উচিত।

Free এবং Premium WordPress Theme এর মধ্যে পার্থক্যঃ

ফ্রি থিম এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি। ওয়ার্ডপ্রেসে (WordPress) হাজার হাজার ফ্রি থিম আছে। Free এবং Premium WordPress Theme এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। WordPress Free Theme ব্যবহার করে তৈরি ওয়েবসাইট টি আপডেট করলে সমস্যা দেখা দিতে পারে। এমনকি আপডেটের সময় সাইট ভেঙ্গে যাওয়ার সম্ভবনা রয়েছে। অন্যদিকে, WordPress Premium Theme-এ ওয়েবসাইট আপডেট করলে সাইট ভেঙ্গে যায় না।

২। WordPress Premium Theme -এ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এটি সহজেই কাস্টমাইজ করা যায় এবং এটি ইউজার ফ্রেন্ডলি। অন্যদিকে, WordPress Free Theme কাস্টমাইজ করতে ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে এবং বাগ থাকতে পারে।

৩। WordPress Free Theme -এর মধ্যে অনেক সময় হিডেন লিঙ্ক থাকে। যা আপনার সাইটের SEO এর জন্য মোটেও ভাল নয়। অন্যদিকে, Premium WordPress Theme গুলিতে কোনও হিডেন লিঙ্ক থাকে না। যার ফলে আপনি নিজেই আপনার ব্লগ ট্র্যাফিকের সুবিধা নিতে পারবেন।

৪। WordPress Free Theme গুলো প্লাগিন এর সাথে কনফ্লিক্ট করতে পারে। অন্যদিকে, WordPress Premium Theme প্লাগিন গুলোর সাথে ভালো কাজ করে।

৫। WordPress Free Theme গুলো যেহেতু সবাই ডাউনলোড করে ব্যবহার করতে পারে তাই Free Theme দিয়ে তৈরি ওয়েবসাইটটি ও অন্যান্য ওয়েবসাইট গুলোর মতোই দেখতে লাগে। অন্যদিকে, যদি একটি কমার্শিয়াল সাইট তৈরী করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে Premium Theme ব্যবহার করতে হবে।

Exit mobile version