জিডিপি (GDP):
একটি দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণত এক বছরে ভৌগলিক সীমানার মধ্যে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন(GDP) বলে। জিডিপি শুধু দেশের অভ্যন্তরীণ উৎপাদিত পণ্য ও সেবার আর্থিক মূল্যমান। অর্থাৎ কেউ যদি বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে দেশে টাকা পাঠায় তাহলে সেই আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না বা অভ্যন্তরীণ উৎপাদন হিসেবে পরিগণিত হবে না। অর্থাৎ মােট দেশীয় উৎপাদন বলতে দেশের ভৌগােলিক সীমারেখার মধ্যে উৎপাদিত সব রকমের দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের সমষ্টিকে বুঝায় । মােট দেশীয় উৎপাদনকে সংক্ষেপে জি . ডি . পি . ( GDP ) বলে ।
অর্থাৎ – GDP = C + I + G এখানে GDP = মােট অভ্যন্তরীণ উৎপাদন , C = ভােগ , I = বিনিয়ােগ, G = সরকারি ব্যয় ।
জিএনআই (GNI) :
G.N.I হলো Gross National Income. একই সময়ে একটি দেশের যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে GNI বলে। অর্থাৎ একটি দেশে এক বছর কালের মধ্যে উৎপাদিত চাল, ডাল, যন্ত্রপাতি, দালানকোঠা ইত্যাদি দ্রব্যের আর্থিক মূল্য এবং চিকিৎসা, শিক্ষকতা ইত্যাদি সেবার আর্থিক মূল্য একত্রে যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। GNI-তে শুধু দেশীয় নাগরিকদের এবং প্রবাসীদের অবদান থাকে।
GNI-এর সূত্র : GNI=C+I+G+ (x-M)
GDP ও GNI-এর মধ্যে পার্থক্যঃ
একই সময়ে একটি দেশের যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে GNI বলে। GDP ও GNI-এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের সকল উৎপাদনের উপাদানগুলো ব্যবহারের মাধ্যমে মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বা GDP বলে। অন্যদিকে, একই সময়ে একটি দেশের যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে GNI বলে।
২। দেশে ও বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় জিএনআই-এ অন্তর্ভূক্ত হয় কিন্তু বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় জিডিপিতে অন্তর্ভূক্ত নয়। অন্যদিকে, দেশে কর্মরত বিদেশিদের আয় জিডিপি এর অন্তর্ভূক্ত হয়। কিন্তু জিএনআই এর অন্তর্ভূক্ত নয়।
৩। জিএনআই একটি বিস্তৃত ধারণা। জিডিপি সংকীর্ণ ধারণা।
৪। GDP = C + I + G এখানে GDP = মােট অভ্যন্তরীণ উৎপাদন , C = ভােগ , I = বিনিয়ােগ, G = সরকারি ব্যয়। অন্যদিকে, GNI=C+I+G+ (x-M)। C = ভােগ , I = বিনিয়ােগ, G = সরকারি ব্যয় এবং (x-M) = আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যসামগ্রী ও সেবাসমূহ।
৫।জিএনআই এর অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব তুলনামূলকভাবে কম। অন্যদিকে জিডিপি এর অর্থনৈতিক ও ব্যবহারিক গুরুত্ব তুলনামূলকভাবে বেশি।
৬। পরিমাণগত দিক থেকে জিএনআই ও জিডিপি এর মধ্যে কখনো সমতা থাকতে পারে আবার কখনো অসমতা বিরাজ করে থাকে।