ফুলকা ও ফুসফুসের মধ্যে পার্থক্য

ফুলকা:

কর্ডাটা পর্বের প্রাণীদের গলবিল অঞ্চলের উভয় পার্শ্বে দেহ প্রাচীরের কিছু ছিদ্র বা রন্ধ্রের অবস্থান দেখা যায়। এই ছিদ্রগুলো গলবিলের ভেতরের ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করে। এরা ফুলকা রন্ধ্র নামে পরিচিত। একেক প্রাণীতে এদের একেক ক্রিয়া রয়েছে। ল্যান্সেলেট প্রাণীসমূহে ফুলকা রন্ধ্রের প্রধান কাজ ফিল্টার ফিডিং এ সহায়তা করা। ফিল্টার ফিডিং এমন একটি পদ্ধতি যেখানে জলজ উদ্ভিদ পানি হতে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণা ভক্ষণ করে।

মৎস্য প্রজাতিতে ফুলকা রন্ধ্র ফুলকাকে ধারণ করে ও কয়েক লাইনবিশিষ্ট রন্ধ্র থাকে তাতে। টেট্রাপড ভার্টিব্রাটা প্রাণীতে এদের উপস্থিতি দেখা যায় না। (এম্ফিবিয়ানরা এর ব্যতিক্রম।) ফুলকা রন্ধ্রের উপস্থিতি কর্ডাটা পর্বের প্রাণীর একটি বৈশিষ্ট্য নির্দেশ করে। তবে যেসব প্রাণী স্থলজ, তাদের শুধু ভ্রূণীয় দশায় ফুলকা রন্ধ্র থাকে।

ফুসফুস:

ফুসফুস মেরুদণ্ডী প্রাণীর একটি অঙ্গ যা শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়। এই শ্বাসযন্ত্রটির প্রধান কাজ হলো বাতাস থেকে অক্সিজেনকে রক্তপ্রবাহে নেওয়া এবং রক্তপ্রবাহ হতে কার্বন ডাই-অক্সাইডকে বাতাসে নিষ্কাশন করা। এই গ্যাস আদান-প্রদান করা হয় বিশেষায়িত কোষ দ্বারা তৈরী, খুবই পাতলা দেয়াল বিশিষ্ট লক্ষাধিক বায়ু থলির দ্বারা যাকে অ্যালভিওলাই বলে। এর শ্বাসকার্য ছাড়া অন্য কাজও আছে।

ফুলকা ও ফুসফুসের মধ্যে পার্থক্য:

কর্ডাটা পর্বের প্রাণীদের গলবিল অঞ্চলের উভয় পার্শ্বে দেহ প্রাচীরের কিছু ছিদ্র বা রন্ধ্রের অবস্থান দেখা যায়। ফুলকা ও ফুসফুসের মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো-

১। ফুলকা মাছসহ বহু জলচর প্রাণীর শ্বসন অঙ্গ। অন্যদিকে ফুসফুস প্রধানত স্থলচর মেরুদন্ডী প্রাণীর শ্বসন অঙ্গ ।

২। ফুলকা গুলো চাপা ও খণ্ডিত। অন্যদিকে ফুসফুস দেখতে বেলুনের মতো ।

৩। নির্দিষ্ট ফুলকা প্রকোষ্ঠে নিহিত থাকে। অন্যদিকে ফুসফুস বক্ষ গহ্বরে অবস্থান করে ।

৪। প্রতিটি ফুলকা দুসারি ফুলকা সুত্রক দিয়ে গঠিত এবং প্রচুর রক্তজালক সমৃদ্ধ। অন্যদিকে প্রতিটি ফুসফুস অসংখ্য বুদবুদের মতো অ্যালভিওলাই নিয়ে গঠিত এবং প্রতিটি অ্যালভিওলাসের প্রাচীর কৈশিকনালি সমৃদ্ধ।

৫। ফুলকায় রক্ত জালক সমৃদ্ধ হওয়ায় সহজেই পানিতে দ্রবীভুত অক্সিজেন গ্রহণ করতে পারে। অন্যদিকে ফুসফুসের আভিওলাই এর কৈশিক নালির মাধ্যমে বায়ু থেকে গৃহীত অক্সিজেন রক্তে প্রবেশ করে


Biology সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Biology

আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যকার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্যসম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্যতথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যগণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য