গুগল এডসেন্স (Google AdSense):
গুগল এডসেন্স হলো বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার বিশ্বস্ত একটি মাধ্যম। যে কেউ চাইলে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারে। গুগল অ্যাডসেন্স থেকে ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল এর মাধ্যমে টাকা আয় করা যায়। তাছাড়া এডসেন্স থেকে বিজ্ঞাপন দেখিয়ে, ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট এর মাধ্যমে ইনকাম করা যায়। আমি যখন ইউটিউব অথবা ওয়েবসাইট এর মাধ্যমে ইনকাম করতে চাইবেন, তখন গুগল থেকে আপনাকে একটি ভার্চুয়াল একাউন্ট তৈরি করতে দেওয়া হবে।
গুগল এডসেন্স বিজ্ঞাপন দেখে ইনকাম করার পাশাপাশি, আপনি কত টাকা ইনকাম করছেন, কত ইনকাম হলো, এক মাসের ইনকাম, মোট ইনকাম, কত টাকা উত্তোলন করেছেন, ডেইলি ইনকাম কত আছে,গুগল আপনাকে কিরকম রেভিনিউ শেয়ার করছে ইত্যাদি বিষয় আপনারা গুগোল এডসেন্স একাউন্টে দেখতে পারবেন।
গুগল এডমোব (Google AdMob):
Google admob হলো গুগলের একটি অঙ্গসংগঠন। ২০০৬ সালের ১০ই এপ্রিল Omar Hamoui নামের ব্যাক্তি দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। এটি মূলত গুগোলের একটি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান যেটি বিভিন্ন মোবাইল এপের জন্য বিজ্ঞাপন প্রোভাইড করে৷ আমরা সবাইতো গুগল এডসেন্স চিনি গুগল এডসেন্স শুধু ইউটিউব ভিডিও এবং ওয়েবসাইটের জন্য বিজ্ঞাপন প্রোভাইড করে৷ আর Google Admob মোবাইল এপ্লিকেশনের জন্য বিজ্ঞাপন প্রোভাইড করে থাকে।
Google Admob থেকে তারাই আয় করতে পারবে যাদের নিজস্ব কোন এপ্লিকেশন আছে এবং যেটি গুগল প্লে স্টোরে আপলোড আছে। এপ্লিকেশন এর মালিক যদি এপ্লিকেশনটির সাথে Google Admob সংযুক্ত করে দেয় তাহলে এপের মধ্যে নানা ধরনের ব্যনার এবং ভিডিও এড শো করবে।
গুগল এডমোব এবং গুগল এডসেন্স এর মধ্যে পার্থক্যঃ
গুগল এডসেন্স হলো বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার বিশ্বস্ত একটি মাধ্যম। গুগল এডমোব এবং গুগল এডসেন্স এর মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে-
১। গুগোল এডসেন্স নিয়ে কাজ করতে হলে, অবশ্যই আপনার একটি ব্লগ/ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকতে হবে। অন্যদিকে, গুগোল এডমোব (AdMob) নিয়ে কাজ হলে, অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস থাকতে হবে।
২। Google Adsense ও গুগলের একটি online sdvertising platform, যার মাধ্যমে website owner নিজের bolg বা website গুলোতেই বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন। অন্যদিকে Mobile application গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার ক্ষেত্রে adesense কাজ করবে না।তবে সেক্ষেত্রে, ব্যবহার করা হয় Google Admob
৩। আপনি যদি গুগলের একটি online sdvertising platform, যার মাধ্যমে website owner নিজের bolg বা website প্রকাশক হিসাবে কাজ করেন তাহলে আপনাকে একটি Google Adsense একাউন্ট দেওয়া হবে। অন্যদিকে, আপনি যদি Android Apps থেকে গুগলের পাবলিশার হিসাবে কাজে করেন। তখন গুগল থেকে একটা Admob একাউন্ট দিয়ে দিবে।
৪। আমরা যদি গুগল এডসেন্স এর দিকে তাকাই তাহলে দেখতে পারবো, অ্যাডসেন্স শুধুমাত্র ইউটিউব, ব্লগ/ওয়েবসাইট এগুলোতে বিজ্ঞাপন দেখানো যায়। তবে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন গুলো অ্যাপ্লিকেশনে দেখানো যায় না। অন্যদিকে, গুগোল এডমোব শুধুমাত্র অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন দেখানোর জন্য। গুগোল এডমোব এডসেন্স এর মত ইউটিউব অথবা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে পারেনা।