গুগল একাউন্ট (Google Account) :
গুগল একাউন্ট হলো গুগল সম্পর্কিত বিভিন্ন সেবা, যেমনঃ জিমেইল, হ্যাংআউট, ড্রাইভ, ইত্যাদি ব্যবহার করার জন্য একাউন্ট। আর উল্লেখিত সেবাগুলোর মধ্যে গুগল এর একটি সেবা হলো গুগল মেইল বা জিমেইল। জিমেইল একাউন্ট তৈরী করতে প্রথমে গুগল একাউন্ট তৈরী করতে হয়। বেশ সহজে গুগল একাউন্ট তৈরী করা যায়। নাম, ফোন নাম্বার, ইত্যাদি তথ্য প্রদান করে কিছু সময়ের মধ্যে গুগল একাউন্ট খোলা যায়।
গুগল একাউন্ট ব্যবহার করে অন্য গুগল অধিভুক্ত সেবাগুলোও ব্যবহার করা যায়। যেমনঃ ইউটিউবে ভিডিও লাইক করা, প্লেলিস্ট তৈরী করা কিংবা ভিডিওতে কমেন্ট করা, অথবা ইউটিউব চ্যানেল খোলা, সকল ক্ষেত্রে গুগল একাউন্ট প্রয়োজন হয়৷ আবার অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর, প্লে স্টোর ব্যবহার করতে গুগল একাউন্টের প্রয়োজন হয়।
জিমেইল একাউন্ট (Gmail Account) :
জিমেইল (Gmail) একটি বিনামূল্যে ওয়েবমেইল, যার সার্ভিস দেয় গুগল। জিমেইল এ POP3 এবং IMAP সুবিধা রয়েছে। যুক্তরাজ্য এবং জার্মানিতে এটি গুগলমেইল নামেই পরিচিত। মূলত জিমেইলের পরীক্ষামূলক সংস্করণ চালু হয় ১লা এপ্রিল ২০০৪ এ বেটা সংস্করণ আকারে এবং সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত হয় ৭ই ফেব্রুয়ারি ২০০৭ এ। পরবর্তীতে ৭ই জুলাই ২০০৯ পরিপূর্ণ সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়।
ইমেইল হলো ইন্টারনেট ব্যবহার করে মুহুর্তের মধ্যে ডিজিটাল মেসেজ আদান-প্রদান এর অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি। অগণিত ইমেইল সেবা থাকলেও জিমেইল এর জনপ্রিয়তা খুব কম ইমেইল ক্লায়েন্ট অর্জন করতে পেরেছে। গুগল প্রদত্ত এই ফ্রি ইমেইল সেবা ব্যবহার করা যায় প্রায় যেকোনো ইন্টারনেটে যুক্ত ডিভাইসে৷ জিমেইল এর সেবা ব্যবহার করতে জিমেইল একাউন্টের প্রয়োজন হয়। আবার গুগল একাউন্ট থাকলে আলাদা করে জিমেইল একাউন্টের প্রয়োজন হয়না। সরাসরি জিমেইল ব্যবহার করা যায় গুগল একাউন্টের ইন্ট্রিগ্রেশন ফিচারের সুবাদে। অন্য সকল ইমেইল ক্লায়েন্ট, যেমনঃ হটমেইল বা ইয়াহু এর চেয়ে জিমেইল অনেক অনেক বেশি জনপ্রিয়।
গুগল ও জিমেইল একাউন্টের মধ্যে পার্থক্যঃ
জিমেইল একাউন্ট হল একটি গুগল একাউন্ট যা একটি জিমেইল ঠিকানা ব্যবহার করে। গুগল একাউন্ট ও জিমেইল একাউন্টের মধ্যে পার্থক্য নিচে দেখানো হয়েছে-
১। গুগল একাউন্ট হল গুগল এর সকল সেবা ব্যবহার করার জন্য একটি প্রয়োজনীয় পরিচয়। অন্যদিকে, জিমেইল হল গুগল এর একটি ইমেল সেবা, যা একটি গুগল একাউন্টের সাথে সংযুক্ত।
২। গুগল একাউন্ট হল একটি পরিচয়, যা আপনাকে গুগল এর সকল সেবা ব্যবহার করতে দেয়। অন্যদিকে, জিমেইল একাউন্ট হল একটি গুগল একাউন্ট যা একটি জিমেইল ঠিকানা ব্যবহার করে।
৩। গুগল একাউন্ট ব্যবহার করে অন্য গুগল অধিভুক্ত সেবাগুলোও ব্যবহার করা যায়। অন্যদিকে, জিমেইল এ POP3 এবং IMAP সুবিধা রয়েছে।
৪। গুগল একাউন্ট ব্যবহার হয় গুগল এর বিভিন্ন সেবা ব্যবহার করতে। গুগল ওয়ার্কস্পেস থেকে শুরু করে গুগল মিট পর্যন্ত, গুগল এর সকল সেবা ব্যবহার করা যায় একটি গুগল একাউন্টের মাধ্যমে। অন্যদিকে, জিমেইল হলো গুগল এর অসংখ্য সেবার মধ্যে একটি, যার একাউন্ট ইমেইল ম্যানেজ করতে ও যোগাযোগের কাজে ব্যবহৃত হয়।
৫। গুগল একাউন্ট ব্যবহার করে একজন ব্যবহারকারী গুগলের সকল সেবা ব্যবহার করতে পারেন। অন্যদিকে, জিমেইল একাউন্ট তৈরী করতে হলে প্রথমে একটি গুগল একাউন্ট থাকা আবশ্যক। অর্থাৎ জিমেইল ব্যবহার করতে চাইলে গুগল একাউন্ট খুলতে হবে প্রথমে।