মহাকর্ষীয় ধ্রুবক:
একক ভরবিশিষ্ট দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব এক একক হলে তাদের পারস্পারিক আকর্ষণ বলকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। মহাকর্ষ ধ্রুবক একটি প্রায়োগিক ভৌত ধ্রুবক যা জাগতিক বস্তুসমূহের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বলের পরিমাপে প্রয়োজন হয়। ইহা নিউটনের মহাকর্ষীয় সূত্র এবং আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের সূত্র থেকে পাওয়া যায়।
মহাকর্ষীয় বলের সূত্র অনুসারে দুইটি বস্তুর মধ্যে আকর্ষণীয় বল(F) – উহাদের ভরের (m1 ও m2) সমানুপাতিক এবং উহাদের মধ্যকার দূরত্ব (r) বর্গের ব্যস্তানুপাতিক। গানিতিকভাবে- F=G m1 m2/r^2
অভিকর্ষজ ত্বরণ:
অভিকর্ষ বলর জন্য বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণ ওপর থেকে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার। অভিকর্ষের কারণে ওপর থেকে ছেড়ে দেয়া বস্তু ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় এবং যতই ভূপৃষ্ঠের নিকটবর্তী হয় এর পতনের বেগ বৃদ্ধি পেতে থাকে। পতনকালে প্রতি সেকেণ্ডে বেগ যতটুকু বৃদ্ধি লাভ করে তা-ই ‘অভিকর্ষজ ত্বরণ’ হিসেবে পদার্থ বিজ্ঞানে অভিহিত।
অভিন্ন বস্তু তথা একই ভরের বস্তু পতনকালে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ত্বরণ পরিলক্ষিত হয়। ভূ-কেন্দ্রের নৈকট্যের কারণে ত্বরণ বৃদ্ধি পায়।পৃথিবীতে অভিকর্ষ ত্বরনের মান ৯.৮ মিটার/সেকেন্ড২। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে- g = =GM \ r^2 যেখানে, r= পৃথিবীর ব্যাসার্ধ্য।
মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে পার্থক্যঃ
মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে কিছুটা মিল থাকলেও, অনেক ক্ষেত্রে অমিল রয়েছে। তাই মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা সমীকরণ [L^3M^-1T^-2] । অন্যদিকে অভিকর্ষজ ত্বরণের মাত্রা সমীকরণ [LT^-2]
২। মহাকর্ষীয় ধ্রুবকের পরম ধ্রুবক একটি বিশ্বজনীন ধ্রুবক। অন্যদিকে অভিকর্ষজ ত্বরণের পরম ধ্রুবক পরিবর্তনশীল রাশি।
৩। এস, আই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.657*10^-11Nm^2kg^-2 । অন্যদিকে এস, আই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান 9.81ms^-2 ।
৪। মহাকর্ষীয় ধ্রুবকের মান বস্তুর ভরের উপর বা ভূ-কেন্দ্র হতে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে না। অন্যদিকে অভিকর্ষজ ত্বরণের
মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। কিন্তু ভূ-কেন্দ্র হতে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে।
৫। মহাকর্ষীয় ধ্রুবক একটি স্কেলার রাশি। অন্যদিকে অভিকর্ষজ ত্বরণ একটি ভেক্টর রাশি।
Physics সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Physics
আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্য, কার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্য, সম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্য, তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য, গণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য, অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য, ভর এবং ওজনের মধ্যে পার্থক্য