Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

H2 এবং 2H -এর মধ্যে পার্থক্য

H2 এবং 2H

H2:

আদর্শ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, অধাতব এবং খুবই দাহ্য দ্বিপরমাণুক গ্যাস (H2)। আর H2 দ্বারা এর 2 পরমানুর 1 আয়তনকে বুঝায়। যেহেতু H একটি ধাতু + দ্বারা তার positive আয়ন বা ধনাত্বক আয়ন বা ধনাত্বক চার্জ প্রকাশ করে। মোট কথা H2 দ্বারা 1টি মোল এবং 1টি হাইড্রোজেন অনুকে বুঝানো হয়েছে।

2H:

এখানে 2H দ্বারা 2মোল বা 2টি হাইড্রোজেনের পরমাণুকে বুঝান হয়েছে। অন্যভাবে বলা যায়; 2H বলতে হাইড্রোজেনের ২ আয়তনকে বোঝানো হয়। যেহেতু হাইড্রোজেন দ্বিপরমাণু মৌল, 2H দ্বারা এর একটি পরমানুর ২ আয়তনকে বোঝায়।

H2 এবং 2H -এর মধ্যে পার্থক্যঃ

H2 এবং 2H দুটির মধ্যে কিছু মিল থাকলেও । তাদের মধ্যে কিছু সংখ্যক বিষয়ে অমিল রয়েছে। তাই H2 এবং 2H -এর মধ্যে পার্থক্য সমূহ নিচে আলোচনা করা হয়েছে-

১। আদর্শ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, অধাতব এবং খুবই দাহ্য দ্বিপরমাণুক গ্যাস (H2)। অন্যদিকে, 2H বলতে 2মোল বা 2টি হাইড্রোজেনের পরমাণুকে বুঝান হয়েছে।

২। 2H মৌলিক পদার্থ। অন্যদিকে, H2 যৌগিক পদার্থ।

৩। 2H হাইড্রোজেনের দুটি অণু। অন্যদিকে, H2 হাইড্রোজেনের এটি অণু।

৪। 2H হাইড্রোজেনের দুটি বিচ্ছিন্ন পরমাণু। অন্যদিকে, H2 হাইড্রোজেনের একটি অণু।

Exit mobile version