হেবা (Heba):
হেবা বা দান হচ্ছে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে দামের বিনিময় ছাড়া সম্পত্তির তাৎক্ষণিক হস্তান্তর যা অপর ব্যক্তি বা তার পক্ষে কেউ গ্রহন করে। একজন সম্পত্তির মালিক তার ওয়ারিশ কিংবা অন্য কাউকে দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করতে পারে। আইনত ইহা বৈধ। অনেকে দানকে হেবার সাথে মিলিয়ে পেলেন। যেকোন ধর্মের লোকই তার সম্পত্তি দান করতে পারে কিন্তু হেবা শুধু মুসলমানদের জন্যে প্রযোজ্য। দান বা হেবা করতে হয় নিঃশর্তভাবে।
হেবা করার জন্য তিনটি শর্ত পূরণ করতে হয়। প্রথমত, হেবাকারীকে হেবার ঘোষণা দিতে হবে অথবা পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা করেও ঘোষণা দিতে পারেন। দ্বিতীয়ত, যাকে হেবা বা দান করা হচ্ছে, তার দ্বারা গ্রহণ। আর তৃতীয়ত, হেবা করা সম্পত্তির দখল গ্রহণ। হেবা কিংবা দান করা সম্পত্তির দখল হস্তান্তর করা বাধ্যতামূলক এবং অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে।
উইল (Will):
উইল হচ্ছে নিজের অবর্তমানে কাউকে সম্পত্তি দিয়ে যাওয়ার ব্যবস্থা। তবে কোনো মুসলমান তাঁর দাফন-কাফনের ব্যয় ও দেনা পরিশোধের পর সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি উইল করতে পারবে না। অর্থাৎ উইলের ক্ষেত্রে পুরো সম্পত্তি দিয়ে যেতে পারবেন না। যদি এক-তৃতীয়াংশের বেশি উইল করা হয়, তাহলে সে উইল কার্যকর করা যাবে না। তবে সম্পত্তির উইলের ক্ষেত্রে অন্য ওয়ারিশদের অনুমতি নিয়ে এর বেশিও উইল করা যাবে। দান সঙ্গে সঙ্গে হস্তান্তর করতে হয়। উইল কার্যকর হয় মৃত্যুর পর। তবে নাবালক সন্তান থাকলে দানের ক্ষেত্রে সন্তান সাবালক হওয়ার সঙ্গে সঙ্গে হস্তান্তর করতে হবে।
একজন হিন্দু ব্যক্তিও তাঁর সম্পত্তি উইল করতে পারেন। এ ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। একজন হিন্দু ব্যক্তি তাঁর সমুদয় সম্পত্তি উইল করতে পারেন। হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে জেলা জজ আদালত থেকে উইলকারীর মৃত্যুর পর উইল প্রবেট করতে হয়। প্রবেট হচ্ছে আদালতের মাধ্যমে উইলের প্রমাণ। যেকোনো হেবা বা দান লিখিত আকারে হতে হবে তা রেজিস্ট্রি করে নিতে হবে।
হেবা এবং উইলের মধ্যে পার্থক্যঃ
১। ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্বেচ্ছায় কোনো মূল্য বা বিনিময় ব্যতিরেকে অন্যকে দেওয়াকে হেবা বলে। অন্যদিকে, উইল ইংরেজি শব্দ, যার অর্থ ভবিষ্যৎ ইচ্ছা। মৃত্যুর আগে কোনো ব্যক্তি তাঁর সম্পত্তির যে বিলিব্যবস্থা করে যান, আইনের ভাষায় তা-ই উইল।
২। হেবা বা দান হচ্ছে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে দামের বিনিময় ছাড়া সম্পত্তির তাৎক্ষণিক হস্তান্তর যা অপর ব্যক্তি বা তার পক্ষে কেউ গ্রহন করে। একজন সম্পত্তির মালিক তার ওয়ারিশ কিংবা অন্য কাউকে দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করতে পারে। অন্যদিকে, উইল হচ্ছে নিজের অবর্তমানে কাউকে সম্পত্তি দিয়ে যাওয়ার ব্যবস্থা। তবে কোনো মুসলমান তাঁর দাফন-কাফনের ব্যয় ও দেনা পরিশোধের পর সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি উইল করতে পারবে না। অর্থাৎ উইলের ক্ষেত্রে পুরো সম্পত্তি দিয়ে যেতে পারবেন না।
৩। হেবা বা দান হচ্ছে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে দামের বিনিময় ছাড়া সম্পত্তির তাৎক্ষণিক হস্তান্তর যা অপর ব্যক্তি বা তার পক্ষে কেউ গ্রহন করে। অন্যদিকে, উইলকে ভবিষ্যৎ দান বলা যেতে পারে, যা দাতার মৃতু্যর পর কার্যকর হয়।
৪। হেবা বা দানকারী তার সকল সম্পত্তি দান করতে পারবে। অন্যদিকে, কোনো মুসলমান তাঁর দাফন-কাফনের ব্যয় ও দেনা পরিশোধের পর সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি উইল করতে পারবে না।
৫। যেকোন ধর্মের লোকই তার সম্পত্তি হেবা করতে পারে কিন্তু হেবা শুধু মুসলমানদের জন্যে প্রযোজ্য। অন্যদিকে, যেকোন ধর্মের ব্যক্তিকে উইল করে দিতে পারবে।