যুত পলিমার (Homo Polymer):
একই ধরনের একাধিক মনোমারের সমন্বয়ে যে পলিমার গঠিত হয় তাকে যুত পলিমার বলে। অন্যভাবে বলা যায় যে, কোনো নির্দিষ্ট শর্তে যখন কোনো পদার্থের অণু বহুলীভবন দ্বারা যুক্ত হয়ে উচ্চ আণবিক ভর সম্পন্ন যৌগ গঠন করে, কিন্তু বিক্রিয়ার আগে ও পরে ভরের কোনো তারতম্য হয় না তাকে যুত পলিমার বিক্রিয়া বলে । এ জাতীয় পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে মনোমার অণুসমূহ কোন পদার্থের অপসারণ ব্যতীত পরস্পরের সাথে যুক্ত হয়। একই কার্যকরী মূলক যুক্ত মনোমার যেমন, অ্যালকিন, প্রতিস্থাপিত অ্যালকিন, ভিনাইল যৌগ, অ্যালকাইন, অ্যালডিহাইড প্রভৃতি সংযোজন পলিমারকরণ বিক্রিয়া প্রদর্শন করে থাকে।
ঘনীভূত পলিমার (Condensed Polymer):
ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে দুই বা ততোধিক পদার্থের মনোমার গুলো মিথস্ক্রিয়ার ফলে NH3, HCl ও H2O প্রভৃতি সরল অণু দূরীভূত হয়ে যে পলিমার উৎপন্ন হয় তাকে ঘনীভূত পলিমার বলে। পলিমারের আণবিক ওজন পলিমারাইগ্রেশন ডিগ্রি এবং পুনরাবৃত্তি ইউনিটের আণবিক ওজনের পণ্য হবে। ঘনত্বের ফলে প্রাপ্ত পলিমারগুলি পলিমারাইজেশন বলা হয় ঘনীভবন পলিমার । বেকলাইট, নাইলন এবং পলিয়েস্টার ঘনীভবন পলিমারগুলির কয়েকটি সাধারণ উদাহরণ।
যুত পলিমার ও ঘনীভবন পলিমারের মধ্যে পার্থক্য:
একই ধরনের একাধিক মনোমারের সমন্বয়ে যে পলিমার গঠিত হয় তাকে যুত পলিমার বলে। যুত পলিমার ও ঘনীভবন পলিমারের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অনুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্ষুদ্র অনু HO, CO ইত্যাদি অপসারণ করে তাকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে। অন্যদিকে যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অনুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তাকে যুত পলিমারকরণ বিক্রিয়া বলে।
২। যুত পলিমারকরণ বিক্রিয়া কোন উপজাত তৈরি হয় না। অন্যদিকে ঘনীভবন পলিমারকরন বিক্রিয়ায় উপজাত ইত্যাদি তৈরি হয়।
৩। সাধারণত দ্বিবন্ধন যুক্ত যৌগে যুত পলিমারকরন বিক্রিয়া ঘটে। অন্যদিকে সাধারণত দুটি কার্যকারীমুলক বিশিষ্ট একই বা ভিন্ন মোনোমারের মধ্যে ঘনীভবন পলিমারকরন বিক্রিয়া ঘটে।
৪। পলিথিন, পিভিসি, পলিপ্রপিলিন ইত্যাদি যুত পলিমারকরণের উদাহরণ। অন্যদিকে নাইলন 6,নাইলন 6:6 ইত্যাদি ঘনীভবন পলিমারকরণের উদাহরণ।