Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে পার্থক্য

হাইড্রোজেন এবং হিলিয়ামের

হাইড্রোজেন ( Hydrogen):

হাইড্রোজেন হল প্রথম এবং সর্বনিম্ন উপাদান যা পর্যায় সারণির মধ্যে H হিসাবে চিহ্নিত হয়। এটি একটি ইলেক্ট্রন এবং একটি প্রোটন।হাইড্রোজেন বা উদজান সবচেয়ে হালকা মৌলিক পদার্থ। এটি পর্যায় সারণীর প্রথম রাসায়নিক মৌল। এর পারমাণবিক সংখ্যা ১ (এক)।

প্রাচীন গ্রিক শব্দ ইদ্রো যার অর্থ পানি ও গেনেস অর্থ উৎপাদক বা জনক থেকে এর হুদ্রোগেন (ইংরেজিতে Hydrogen) নামকরণ। ল্যাটিনে এর নাম Hydrogenium. বাংলায় হাইড্রোজেনের পরিভাষা সৃৃৃষ্টির ক্ষেত্রে সংস্কৃত ভাষাকে ব্যবহার করা হয়েছে। সংস্কৃতে উদ অর্থ জল আর জান প্রত্যয় জন্+অ যোগে গঠিত হয়েছে। হাইড্রোজেন হল পর্যায় সারণির সবচেয়ে হালকা মৌল। এটি মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন রাসায়নিক পদার্থ।

এর কারণ এটি মহাবিশ্বের সৃষ্টির সময় তৈরি হওয়া প্রথম মৌল। আদর্শ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, অধাতব এবং খুবই দাহ্য দ্বিপরমাণুক গ্যাস (H2)।

হিলিয়াম (Helium):

হিলিয়াম যা ইংরেজি (Helium), গ্রিক (হ্যালিওস্‌) এটি পর্যায় সারণির ২য় মৌল। এর প্রতীক He। পর্যায় সারণির হিলিয়াম দ্বিতীয় উপাদান, এবং এটি গ্রুপ 18 (নোবেল গ্যাস)। এটি দুটি ইলেকট্রন আছে। এটির ইলেকট্রন কনফিগারেশন 1s2 হয়। ভরের দিক দিয়ে এটি দ্বিতীয় হালকা মৌলিক পদার্থ। একমাত্র হাইড্রোজেন এর চেয়ে হালকা।

হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস। এই মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা-২। হিলিয়াম অদাহ্য বলে বেলুনে হাইড্রোজেন গ্যাসের বদলে এটি ব্যবহার করা হয়। এর উত্তোলন ক্ষমতা হাইড্রোজেনের ৯২ শতাংশ, তবে এটি হাইড্রোজেন অপেক্ষা দ্বিগুণ ভারী।

হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে পার্থক্যঃ

হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে কিছুটা মিল থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে অমিল রয়েছে। হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। হাইড্রোজেন হল প্রথম এবং সর্বনিম্ন উপাদান যা পর্যায় সারণির মধ্যে H হিসাবে চিহ্নিত হয়। অন্যদিকে হিলিয়াম যা ইংরেজি (Helium), গ্রিক (হ্যালিওস্‌) এটি পর্যায় সারণির ২য় মৌল। এর প্রতীক He।

২। হাইড্রোজেন একটি diatomic গ্যাস। অন্যদিকে হিলিয়াম একটি monatomic গ্যাস হয়।

৩। হিলিয়াম একটি সম্পূর্ণ ভরাট কক্ষপথ আছে। অন্যদিকে হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র এক ইলেক্ট্রন আছে।

৪। হিলিয়াম বায়ু তুলনায় হালকা। অন্যদিকে হাইড্রোজেন বায়ু তুলনায় একটু ভারী।

৫। হাইড্রোজেন হিলিয়াম তুলনায় প্রতিক্রিয়াশীল তাই হাইড্রোজেন ফর্ম অনেক রাসায়নিক যৌগ। অন্যদিকে হিলিয়াম তা নয়।

৬। হাইড্রোজেন অত্যন্ত জ্বলজ্বলযুক্ত। অন্যদিকে হিলিয়াম জ্বলন্ত নয়।

৭। হিলিয়ামের তুলনায় হাইড্রোজেনের উচ্চতর উজ্জ্বলতা রয়েছে। অন্যদিকে হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের উজ্জ্বলতা কম।

৮। হাইড্রোজেনের জন্য তিনটি প্রাকৃতিকভাবে আইসোটোপ রয়েছে। অন্যদিকে হিলিয়ামের সাতটি আইসোটোপ রয়েছে।


রাসায়ন সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Chemistry

আরোও পার্থক্য পড়ুনঃ যোগান রেখা ও সূচির মধ্যে পার্থক্যস্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্যএকমাত্রিক ও দ্বিঘাত অপেক্ষকের মধ্যে পার্থক্যমুদ্রাস্ফীতি এবং অপসারণের মধ্যে পার্থক্যসংকীর্ণ মুদ্রা ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্যমোট, গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্যস্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্যদামের স্থিতিস্থাপকতা এবং চাহিদার আয়ের স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য

Exit mobile version