অমাধ্যম অনুমান (Immediate Inference):
যে অবরোহ অনুমানের ক্ষেত্রে কেবল একটা আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন-
সকল মানুষ হয় প্রাণী। A বাক্য
∴ কিছু প্রাণী হয় মানুষ। I বাক্য
আবার সকল মানুষ হয় প্রাণী। A বাক্য
∴ কোন মানুষ নয় অপ্রাণী। E বাক্য
উল্লিখিত উদাহরণ দুটি লক্ষ্য করলে দেখা যায়, প্রত্যেক ক্ষেত্রেই একটা আশ্রয় বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য মাধ্যম হিসাবে কোন অতিরিক্ত বাক্য ব্যবহার করা হয়নি। বরং সরাসরি সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে একটা আশ্রয়বাক্য থেকে। তাই এ ধরনের অনুমানকে অমাধ্যম অনুমান বলা হয়।
মাধ্যম অনুমান (Mediate Inference):
যে অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং এ সিদ্ধান্তটি কখনো আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপকতর হয় না, তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানের ক্ষেত্রে পূর্বেই একটি আশ্রয়বাক্য থাকে এবং শেষে পরবর্তী একটি যুক্তিবাক্য থাকে যার নাম সিদ্ধান্ত। পূর্ববর্তী আশ্রয়বাক্য পরবর্তী যুক্তিবাক্যের পরম্পরা রক্ষার জন্য মাঝখানে এক বা একাধিক আশ্রয়বাক্য থাকে। যেমন-
সকল মানুষ হয় মরণশীলসকল
রাজা হয় মানুষ
সকল রাজা হয় মরণশীল
প্রদত্ত উদাহরণটিতে দু’টিআশ্রয়বাক্য ‘সকল মানুষ হয় মরণশীল’ এবং ‘সকল রাজা হয় মানুষ’ রয়েছে। আশ্রয়বাক্য দু’টি পরস্পর সম্পর্কযুক্ত এবং এ সম্পর্কের ভিত্তিতে ‘সকল রাজা হয় মরণশীল’ সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। সুতরাং এটি হলো একটি মাধ্যম অনুমানের দৃষ্টান্ত।
অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্যঃ
সংজ্ঞা, প্রকৃতি ও উদাহরণ বিশ্লেষণ করলে আমরা এ দুই ধরনের অনুমানের মধ্যে কয়েকটি পার্থক্য দেখতে পাই। অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১. মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। অন্যদিকে, অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়।
২. মাধ্যম অনুমানে দুইয়ের অধিক যুক্তিবাক্য ব্যবহার করা হয়। অন্যদিকে, অমাধ্যম অনুমানে কেবল দু’টি যুক্তিবাক্য ব্যবহার করা হয়।
৩. মাধ্যম অনুমানের সিদ্ধান্তে যেমন- নতুন যুক্তিবাক্য পাওয়া যায় তেমনি নতুন তথ্যও পাওয়া যায়। অন্যদিকে, অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত হিসেবে একটি ভিন্ন যুক্তিবাক্য পাওয়া গেলেও কোনো নতুন তথ্য পাওয়া যায় না।
৪. মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ব্যবহৃত পদ অপরিবর্তিত অবস্থায় সিদ্ধান্তে ব্যবহৃত হয়। অন্যদিকে, মাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের পদ দু’টিকখনো কখনো পরিবর্তিত হয়ে সিদ্ধান্তে ব্যবহৃত হয়।