নিরপেক্ষ রেখা (Indifference Curve):
যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ করে তাকে নিরপেক্ষ রেখা বলে। নিরপেক্ষ রেখা হল এমন বক্ররেখা যার বিভিন্ন বিন্দু নির্দেশিত দুই বা ততোধিক দ্রব্যের বিভিন্ন সমন্বয় ভোগকারীর নিকট সমভাবে পছন্দসই হয়। এই রেখা বরাবর ভোক্তা প্রতিটি দ্রব্যের ক্ষেত্রেই সমান সন্তুষ্ট থাকে। অর্থাৎ ঐ বক্ররেখার কোন বিন্দুতে ভোক্তার কোন নির্দিষ্ট দ্রব্যের প্রতি বিশেষ আকর্ষণ থাকে না। এই বক্ররেখার প্রত্যেকটি বিন্দুতে ভোক্তার উপযোগ সমান থাকে। এজওয়ার্ড প্যরোটো, হিকস, অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদ ভোক্তার আচরণ এবং চাহিদার প্রকৃতি ব্যাখ্যা করার জন্য এই রেখা প্রবর্তন করেন।
চাহিদা রেখা (Demand Curve):
একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে কোন দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তা যখন একটি রেখার মাধ্যমে দেখানাে হয় সে রেখাকে চাহিদা রেখা বলে । চাহিদা রেখার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ চাহিদা নির্দেশ করে । অর্থাৎ চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হল চাহিদা রেখা । চাহিদা সূচির মত চাহিদা রেখা থেকেও দ্রব্যের দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক জানা যায়।
নিরপেক্ষ ও চাহিদা রেখার মধ্যে পার্থক্যঃ
নিরপেক্ষ ও চাহিদা রেখার মধ্যে কিছু কিছু বিষয়ে অনেকাংশে মিল থাকলেও। অনেক বিষয়ে অমিল রয়েছে। নিরপেক্ষ ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ করে তাকে নিরপেক্ষ রেখা বলে। অন্যদিকে, একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে কোন দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তা যখন একটি রেখার মাধ্যমে দেখানাে হয় সে রেখাকে চাহিদা রেখা বলে।
২। একটি নিরপেক্ষ রেখার বিভিন্ন বিন্দু ভোক্তার সম পরিমাণ উপযোগ নির্দেশ করে। এজন্য এর সমীকরণ XY = U দ্বারা নির্দেশ করা যায়। অন্যদিকে, দ্রব্যের চাহিদা রেখা সম পরাবৃত্ত হবে এমন কোন কথা নেই। একমাত্র চাহিদার স্থিতিস্থাপকতা প্রতিটি বিন্দুতে ১ হলে চাহিদা রেখা সমপরাবৃত্ত হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই চাহিদা রেখা সম পরাবৃত্ত নয়।
৩। নিরপেক্ষ রেখার ঢাল দুটো দ্রব্যের MRS নির্দেশ করে। এটি দুটো দ্রব্যের আপেক্ষিক যোগান মূল্য প্রকাশ করে। অন্যদিকে, চাহিদা রেখা দ্রব্যের অনপেক্ষ মূল্য নির্দেশ করে।
৪। নিরপেক্ষ রেখা এক বিন্দু হতে অন্য বিন্দুতে মোট উপযোগ অপরিবর্তিত থাকে। অন্যদিকে, চাহিদা রেখাতে তা অপরিবর্তিত থাকে।
৫। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য অনুসারে এটি ডানদিকে নিম্নগামী এবং মূলবিন্দুর দিকে উত্তল হয়। অন্যদিকে, চাহিদা রেখা সরলরৈখিক, উত্তল বা অবতল যে কোন আকৃতির হতে পারে।