Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য

মুনাফা শব্দের অর্থ লাভ। লাভ হলো— আমি ব্যবসা করছি, আপনাকে একটা পণ্য দিলাম, তার বিনিময়ে আপনি আমাকে টাকা দিচ্ছেন। আমি যে টাকায় পণ্যটা কিনেছি, তার চেয়ে বেশি দামে বিক্রি করছি। এটা হচ্ছে মুনাফা। আর সুদ হচ্ছে টাকার বিনিময়ে টাকা। আপনাকে আমি ১০ হাজার টাকা দিয়েছি এই মর্মে যে, আপনি এক বছর পরে আমাকে ১০ হাজার টাকার বিনিময়ে ১০ হাজার ৫০০ টাকা দেবেন। এ ক্ষেত্রে ১০ হাজারের বিনিময়ে আমি ১০ হাজার ৫০০ টাকা পেলাম। এটাই সুদ। এ দুটোই অর্থ উপার্জনের ক্ষেত্র হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে । নিচে সুদ ও মুনাফার পার্থক্য দেখানো হয়েছে…

সুদ

সুদ ও মুনাফা এক নয়।সুদ হচ্ছে ঋণকৃত অর্থের উপর একটি নির্দিষ্ট সময়ে নিশ্চিত সুনির্দিষ্ট অতিরিক্ত পাওনা । অর্থাৎ সুদের সাথে ‘নিশ্চিত’ এবং ‘সুনির্দিষ্ট’ শব্দ দুটির সম্পর্ক রয়েছে । যেমন আপনি কারো নিকট হতে ২০% সুদে ১,০০০ টাকা ঋণ নিলেন । এই ঋণকৃত টাকা আপনি ব্যবসায় খাটাতে পারেন , আবার শিল্পে বিনিয়োগ করতে পারেন , আবার ভোগে ব্যয় করতে পারেন । এই ১,০০০ টাকা নিয়ে আপনি যাই করেন না কেন , বছর শেষে ঋণ প্রদানকারীকে ২০০ টাকা প্রদান করতে হবে । এক্ষেত্রে ঋণ প্রদানকারী নিশ্চিত জানে যে , বছর শেষে আপনার নিকট হতে সে নির্দিষ্ট ২০০ টাকা পাবে । এখানে ২০০ টাকা হল সুদের পরিমাণ , যা ইসলামে নিষিদ্ধ ।

মুনাফা

মুনাফা হল ব্যবসা বা শিল্পখাতে বা উৎপাদনশীল কোন খাতে বিনিয়োগকৃত অর্থের উপর একটি নির্দিষ্ট সময়ে অনিশ্চিত অনির্দিষ্ট অতিরিক্ত পাওনা । অর্থাৎ মুনাফার সাথে ‘অনিশ্চিত’ এবং ‘অনির্দিষ্ট’ শব্দ দুটির সম্পর্ক রয়েছে । ‘অনিশ্চিত’ শব্দটি থাকার কারণে অতিরিক্ত পাওনার বিষয়টি নিশ্চিত নয় । অর্থাৎ কোন কোন সময় অতিরিক্ত পাওনার পরিবর্তে ক্ষতি হতে পারে । আবার ‘অনির্দিষ্ট’ শব্দটির কারণে বলা যায় যে , অতিরিক্ত পাওনার পরিমাণটি সুনির্দিষ্ট নয় । 

সুদ ও মুনাফার মধ্যে পার্থক্যঃ

১. সময়ের সাথে ঋনের অতিরিক্ত গ্রহন করলে তা ঋণ। অপরদিকে ব্যবসায় মূলধন খাটানোর মাধ্যমে মূলধনের অতিরিক্ত আয় হলো মুনাফা।

২. সুদের উপাদান সময়, সুদের হার ও ঋণের পরিমাণ। মুনাফা নির্ভর করে ব্যয় সাশ্রয় ও অনুকুল বাজার চাহিদার উপর।

৩. সুদের উৎপত্তি ঋণ থেকে। মুনাফার উৎপত্তি ব্যবসাতে মুলধন বিনিয়োগ থেকে।

৪. সুদে ঋণদাতা ঝুঁকি বহন করে না। কিন্তু মুনাফাতে ক্ষতির ঝুঁকি থাকে।

৫. সুদের ফলাফল ঋণদাতা একা ভোগ করে। অপরদিকে মুনাফা যোগানদার ও ব্যবহারকারী উভয়ই ব্যবহার করে।

৬. সুদ পূর্ব নির্ধারিত। অপরদিকে মুনাফা অর্জিত হয় পরে।

Exit mobile version