Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

IPS ও UPS এর মধ্যে পার্থক্য

IPS and UPS

আইপিএস (IPS):

IPS হচ্ছে , Instant Power System যা মূলত Power Storage হিসেবে কাজ করে থাকে। IPS এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক পাওয়ার রিজার্ভ করে এবং পরবর্তীতে Main লাইন বা বিদ্যুৎ সরবরাহের বন্ধে Back Up দেয়। Back Up এর ন্যায় IPS বৈদ্যুতিক সরবরাহ বন্ধের সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে না। 1/10 Sec পরে সরবরাহ Automatically প্রদান করে থাকে। UPS অল্প সময়ের জন্য Back Up দিয়ে থাকে কিন্তু UPS এর তুলনায় IPS বহুগুণ Back Up দিয়ে থাকে। তাই IPS বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালনায় বেশি জনপ্রিয়।

বাড়ি বা অফিসের অ্যাপ্লায়েন্স যেমন: লাইট, ফ্যান, টিভি, ভিডিও প্লেয়ার, অডিও-প্লেয়ার, ফ্যাক্স, পিএবিএক্স ইত্যাদিতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বর্তমানে IPS বাড়ি, ব্যবসায়িক স্থান, অফিস, সম্মেলন কক্ষ, রেস্তোরাঁ, চিকিৎসা বিভাগ, টেস্টিং ল্যাব এবং অ্যাপার্টমেন্ট ইত্যাদি স্থানের জন্যও ব্যবহার করা উপযুক্ত।

ইউপিএস (UPS):

ইউপিএস (UPS) এর পূর্ণ নাম হলো Uninterruptible Power Supply। ইউপিএস (UPS) এমন একটি ইলেক্ট্রিক্যাল ডিভাইস (Electrical Device) যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে। এবং যেকোন মুহূর্তে কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। ইউপিএস (UPS) সাধারণত ইমার্জেন্সী পাওয়ার সিস্টেম (Emergency Power System) অথবা স্ট্যান্ডবাই জেনারেটর (Standby Generator) হতে ভিন্নতর। কেননা ইহা তাৎক্ষনিকভাবে নীরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই এটির সক্রিয় হয়ে উঠে।

ইউপিএস (UPS) -এর ব্যাটারী কিছু বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখে। ফলে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সাধারণত এক থেকে দুই মিলিসেকেন্ড (Millisecond) -এর মধ্যে ব্যাটারী হতে সঞ্চিত বিদ্যুৎ সরবরাহ করতে পারে। মূল সিস্টেম (Main System)-এ লোড (Load) সরাসরি ইনপুট পাওয়ার (Input Power)-এর সাথে সংযুক্ত থাকে। যখন মেইন পাওয়ার সাপ্লাই( Main Power Supply) সংযোগ দিতে ব্যর্থ হয়, তখন এটি তার কার্যক্রম আরম্ভ করে

IPS ও UPS এর মধ্যে পার্থক্যঃ

IPS ও UPS এর মধ্যে কিছু কিছু মিল থাকলেও এদের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। IPS ও UPS এর মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে-

১। ইউপিএস এ সাধারনত প্রথমে মেইন থেকে সরাসরি ইউপিএস এ কারেন্ট সাপ্লাই হয়। এই কারেন্ট এসি থেকে ডিসিতে কনভার্ট হয় এবং ধারাবাহিকভাবে ব্যাটারীকে চার্জ করে। চার্জিত ব্যাটারী থেকে পাওয়ার যায় সাইন ওয়েভ ইনভাটারে যেখানে ডিসি কনভার্ট হয়ে আবার এসি পাওয়া যায়। এই এসি থেকেই আমরা PC তে পাওয়ার পাই। আউটপুট পাওয়ার সম্পুন ডিসি থেকে আসে বলে এর সময় পার্থক্য কখনো পরিবর্তন হয়না। তাই সব সময় ফ্রিকোয়েন্সী অপরিবর্তিত থাকে।

অন্যদিকে, আইপিএস এ সরাসরি ইনভাটারে মেইন সাপ্লাই কারেন্ট যায়। এই মেইন সাপ্লাই একই
সময়ে আউটপুটেও যায়। অর্থাৎ একই সময়ে মেইন সাপ্লাই ব্যাটারী চার্জ করে এবং আউটপুটে পাওয়ার দেয়। আইপিএস এ একটি সেন্সর এবং রিলে মেকানিজম থাকে যেটি কিনা সব সময়ই চেক করে যে মেইন সাপ্লাই থেকে পাওয়ার আসছে কিনা। যখনই মেইন এ পাওয়ার অফ হয়ে যায় তখনই এটি ট্রিগার করে ব্যাটারী থেকে চার্জ নেয়া শুরু করে।

২। সাধারনত ইউপিএস এ মেইন থেকে ব্যাটারী বাব্যাটারী থেকে মেইনে পাওয়ার যেতে সময় লাগে ৩ থেকে ৮ মিলি সেকেন্ড। এটা খুবই অল্প সময় এবং
এই সময় ব্যবহৃত সামগ্রীতে কোন প্রতিক্রিয়া ফেলতে পারে না। অন্যদিকে, আইপিএস এ লেগে যায় প্রায় ৫০০ মিলিসেকেন্ড।

৩। ইউপিএস এর পাওয়ার সাধারনত ২ কেভিএ। অন্যদিকে, আইপিএস এর পাওয়ার হয় প্রায় ১৬ কেভিএ বা এর চেয়ে বেশি এবং এটি ৩ ফেজ হয়।

৪।. ইউপিএস এ অটোমেটেড ভোল্টেজ রেগুলেশন হয় এবং এটা সাধারনত ২২০ এ সেট করা থাকে। অন্যদিকে, আইপিএস এ মেইন ভোল্টেজ এর সমান ভোল্টেজ পাওয়া য়ায়।

৫। সাধারনত মেইন সাপ্লাই কারেন্ট হয় একশত ভাগ সাইন ওয়েভ। কিন্তু ইউপিএস এর আউটপুট দেখতে কিছুটা স্কয়ার ওয়েভের মত। অন্যদিকে, আইপিএস এর আউটপুট দেখতে অনেকটা স্টেপ ওয়েভ এর মত। কোনটিরই পিওর সাইন ওয়েভ পাওয়া যায় না বলেই আইপিএস এ ইন্ডাক্টিভ লোডের ক্ষতি হয়। এই কারনে যারা আইপিএস যারা চালান তাদের ঘন ঘন রেগুলেটর নষ্ট হয় বলে শোনা যায়।

৬। ইউ পিএস এর মেকানিজম আইপিএস এর চেয়ে অনেক ব্যয় বহুল এবং জটিল।

৭।আইপিএস (IPS)= Instant Power Supply (তাৎক্ষনিক পাওয়ার সাপ্লাই)। অন্যদিকে, ইউপিএস (UPS)=Uninterruptible Power Supply (নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ)।

Exit mobile version