It শব্দের অর্থ ’ইহা’ বা ’এটা’। Personal Pronoun Lesson -এ আমরা দেখেছি ’It’ শব্দটি Third Person হিসাবে Noun-এর পরিবর্তে বা Noun-কে বুঝানোর জন্য Pronoun হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। বাক্যে ‘ইহা’ বা ’এইটা’ উল্লেখ না থাকা সত্ত্বেও বাক্যের প্রথমে “It” বসিয়ে বাক্য শুরু করতে হয়। এটাকে Impersonal “It” বলে। এই “It” শব্দটি Pronoun হিসাবে ব্যবহার হওয়াসহ Pronoun-এর সাথে সম্পর্কিত নয়, এমন অনেক ব্যবহার আছে।
It’s এর বাংলা অর্থ- এর, উহার, তাহার, ইহার। It’s-এর পূর্ণরূপ It is অথবা It has.এটাকে কন্ট্যাকশন্(Contraction) বলে।
It’s হচ্ছে Pronoun+verb. এখন কোনটি ব্যবহৃত হচ্ছে আপনাকে বাক্য (Sentence) দেখে বুঝে নিতে হবে।উদাহরণে খেঁয়াল করলে সহজেই বুঝা যায় কোথায় কী হবে-
It’s nice to see you after so long(এখানে বুঝতেই পারছেন It is বোঝাচ্ছে;It has নয়)
It’s been raining since yesterday (এখানে has বোঝাচ্ছে যেহেতু It’s-এর পর past participle(v3) আছে)
It এবং It’s -এর মধ্যে পার্থক্যঃ
It’s এর বাংলা অর্থ- এর, উহার, তাহার, ইহার। It’s-এর পূর্ণরূপ It is অথবা It has.এটাকে Contraction বলে। It এবং It’s -এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। It শব্দের অর্থ ’ইহা’ বা ’এটা’। অন্যদিকে It’s এর বাংলা অর্থ- এর, উহার, তাহার, ইহার।
২। কোন বস্তু, পদার্থ, পশু-পাখি ইত্যাদিকে বুঝাতে Pronoun হিসাবে We use ‘it’. অন্যদিকে It’s-এর পূর্ণরূপ It is অথবা It has.এটাকে কন্ট্যাকশন্(Contraction) বলে।
৩। গুনবাচক noun শব্দের জন্য ও যেসকল জিনিষপত্র গণনা করা যায় না, তাদের জন্য Pronoun হিসাবে use of ‘It.’ অন্যদিকে It’s হচ্ছে Pronoun+verb (এখন কখন কোনটা ব্যবহৃত হচ্ছে আপনাকে বাক্য(Sentence) দেখে বুঝে নিতে হবে)।
৪। Collective Noun-কে বুঝাইতে We use ‘it’.অন্যদিকে t’s এই (‘) বস্তুটাকে বলে লোপচিহ্ন বা ইলেক । ইংরেজিতে বলে apostrophe.
৫। Seem (মনে হওয়া), appear (মনে হওয়া) , feel (অনুভূত হওয়া), look (দেখে মনে হওয়া) ইত্যাদি verb-এর কর্তা হিসাবে We use ‘it’. অন্যদিকে It’s হল it is/it has এর সংক্ষিপ্ত রূপ। কোন অক্ষর বাদ দিলে ( ’ ) ব্য়বহার করা হয়।
৬। কোন বিষয়ে কোন মতামত (opinion) ব্যক্ত করতে It+ Be verb+ Adjective + to-verb-এভাবে বাক্য গঠন করতে হয়। অন্যদিকে It’s মানে হলো It এর পর একখানা finite verb, বাংলায় যাকে বলে সমাপিকা ক্রিয়া । যেকোনো verb নয় কিন্তু, is, was, has .
পার্থক্য ফেসবুক পেজ
English Grammar সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ English Grammar
আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্য, কার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্য, সম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্য, তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য, গণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য