Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

নিট এবং ওভেন ফ্যাব্রিকের মধ্যে পার্থক্য

নিট এবং ওভেন ফ্যাব্রিক

আমাদের পোশাকগুলি বেশিরভাগ নিট কাপড় বা ওভেন কাপড় থেকে তৈরি। যে পোশাকগুলি নিট কাপড় থেকে তৈরি হয় সেগুলি নিট পোশাক হিসাবে পরিচিত এবং পোশাকগুলি ওভেন কাপড় থেকে তৈরি ওভেন পোশাক হিসাবে পরিচিত। নিট পোশাকগুলির উদাহরণ হল- টি-শার্ট, পোলো শার্ট, ব্রিফ, প্যান্টি, ব্রা, সোয়েটার এবং হুডি জাতীয় অন্তর্বাস। ওভেন পোশাকের উদাহরণ হল- ফর্মাল শার্ট, ট্রাউজার্স, ডেনিম জিন্স, স্যুট, শিফন এবং জর্জেট পোশাক।

নিট এবং ওভেন ফ্যাব্রিকের মধ্যে পার্থক্যঃ

একটি নিট এবং ওভেন পোশাক শনাক্ত করতে, নিট এবং ওভেন ফ্যাব্রিকের মধ্যে মূল পার্থক্য জানতে হবে। নিচে নিট এবং ওভেন ফ্যাব্রিকের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে-

১। নিট ফ্যাব্রিক নিডেলের সাহায্যে লুপ তৈরি করে এবং একটি লুপ আর একটি লুপের সাথে ইন্টারমেশিং করে এ কাপড় বোনা হয়। অন্যদিকে, ওভেন দুই সেট সুতার ইন্টারলেসমেন্টের মাধ্যমে অর্থাৎ এবং ওয়ার্প এবং ওয়েফট সুতার বন্ধনীর মাধ্যমে এ কাপড় তৈরি করা হয়।

২। নিট ফ্যাব্রিক বাল্কি এবং ইলাস্টিক গুণসম্পন্ন হয়ে থাকে। লুপ স্ট্রাকচারের গঠন বাল্কি হওয়ার ফলে সহজে বাতাস প্রবেশ করতে পারে না। অন্যদিকে, ওভেন বননকৃত কাপড়ে একই রকম গুনাগুন থাকে না।

৩। নিটেড নিট ফ্যাব্রিকে কোন ভাঁজ পড়ে না। অন্যদিকে, বিশেষ ধরনের সুতা ব্যবহারের ফলে ওভেন ফ্যাব্রিককে ভাঁজ পড়ে।

৪। নিটেড নিট ফ্যাব্রিকে ফাউন্ডেশন এবং ফিল্টার ক্লথ হিসেবে ব্যবহার করা যায় না। অন্যদিকে, ওভেন ফ্যাব্রিককে ফাউন্ডেশন এবং ফিল্টার ক্লথ হিসেবে ব্যবহার করা যায়।

৫। নিটেড নিট ফ্যাব্রিক বডি শেপের তৈরি করা যায়। অন্যদিকে, ওভেন ফ্যাব্রিক বডি শেপের তৈরি করা যায় না।

৬। নিটের ক্ষেত্রে সুতায় কোন মাড় দেয়া হয় না। অন্যদিকে, ওভেনের ক্ষেত্রে টানা সুতায় মাড় দেয়া হয়।

৭। নিটিং ইন্ডাস্ট্রিতে অপচয় কম হয়। অন্যদিকে, উইভিং ইন্ডাস্ট্রিতে অপচয় বেশি হয়।

৮। নিটিং মেশিনের উৎপাদন ক্ষমতা বেশি। অন্যদিকে, উইভিং এর উৎপাদন ক্ষমতা তুলনামূলক কম।

৯। নিটিং এর উৎপাদন খরচ কম। অন্যদিকে, উইভিং এর উৎপাদন খরচ বেশি।

১০ নিটিং ফ্যাব্রিককে আয়রনিং বা ইস্ত্রি করার প্রয়োজন হয় না বললেই চলে। অন্যদিকে, ওভেন ফ্যাব্রিককে আয়রনিং বা ইস্ত্রি করার প্রয়োজন হয়।

Exit mobile version