অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য

অক্ষাংশ (Latitude):

ভূগোলে, অক্ষাংশকে বিষুবকের উত্তর বা দক্ষিণের যে কোনও বিন্দুর কৌণিক দূরত্ব হিসাবে সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ এটি একটি সমন্বিত ব্যবস্থা, যা পৃথিবীতে স্থানগুলি সনাক্ত করতে রেফারেন্স পয়েন্ট হিসাবে ব্যবহৃত হয়। এ অক্ষরেখার উত্তর-প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ-প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা।

পৃথিবীর গোলীয় আকৃতির জন্য এ রেখা বৃত্তাকার, তাই এ রেখাকে নিরক্ষবৃত্তও বলা হয়। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের পৃথিবীর অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলা হয়। নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দুরত্ব স্থির করা হয়, নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দুরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দুরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। উদাহরণস্বরূপ, ঢাকার অক্ষাংশ ২৩°৪২′০″ উত্তর।

অক্ষরেখা:

ভূপৃষ্ঠের যেসব স্থানের অক্ষাংশ সমান বা একই সেই সব স্থানকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। অন্যভাবে বললে পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত নিরক্ষরেখার উভয় দিকে পরস্পরের সমান্তরালে বিস্তৃত কাল্পনিক রেখা গুলিকে অক্ষরেখা বলে। নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরাল ভাবে প্রতি 1° অন্তর মোট 178 টি কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে ঘিরে আছে। এই প্রত্যেকটি রেখাকে বলা হয় অক্ষরেখা। পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা, কর্কটক্রান্তি, মকরক্রান্তি, সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত রেখা।

অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্যঃ

ভূগোলে, অক্ষাংশকে বিষুবকের উত্তর বা দক্ষিণের যে কোনও বিন্দুর কৌণিক দূরত্ব হিসাবে সংজ্ঞায়িত করা হয় । নিচে অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য দেখানো হলো-

১। নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দুরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। অন্যদিকে ভূপৃষ্ঠের যেসব স্থানের অক্ষাংশ সমান বা একই সেই সব স্থানকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে।

২। পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তল থেকে উত্তরে বা দক্ষিণে কোনাে স্থানের কৌণিক দূরত্ব হল অক্ষাংশ। অন্যদিকে সমঅক্ষাংশ যুক্তকারী পূর্ব-পশ্চিমে পূর্ণবৃত্তরেখা হল অক্ষরেখা।

৩। অক্ষাংশ হল কৌণিক মাপ। অন্যদিকে অক্ষরেখা হল পূর্ণবৃত্ত রেখা।


পার্থক্য ফেসবুক পেজ
ভূগোল সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Geography


আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যকার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্যসম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্যতথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যগণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য