পরিবেশের উপাদানগুলোকে জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা হয়। জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড় বস্তুর ওপর নির্ভরশীল। নিচে জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্য দেওয়া হলো—
জীব
যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। যেমন: মানুষ, গুরু, ছাগল, মাছ, প্রজাপতি, গাছ ইত্যাদি। জীবের শারীরিক বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। তাছাড়া, জীব নিজেদের মতো নতুন জীবন জন্ম দিয়ে বংশ বিস্তার করতে পারে। জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রয়োজন খাদ্য, পানি, ও বায়ু ইত্যাদি।
জড় বস্তু
যাদের জীবন নেই তাদেরকে জড় বলে। যেমন: বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, গাড়ি, ঘরবাড়ি ইত্যাদি। জড়ের শারীরিক বৃদ্ধি হয় না, এগুলো খাদ্য গ্রহণ করে না, এবং বংশবিস্তার করতে পারে না বা নিজেদের মতো নতুন জীবের জন্ম দিতে পারে না।
জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্যঃ
১. জীবের প্রাণ আছে। পক্ষান্তরে জড়ের প্রাণ নেই।
২. জীব খাদ্য খায়। পক্ষান্তরে জড় খাদ্য খায় না।
৩. জীব শ্বাস-প্রশ্বাস নেয় ।পক্ষান্তরে জড় শ্বাস-প্রশ্বাস নেয় না।
৪. জীবদেহে প্রাকৃতিক বৃদ্ধি ঘটে। পক্ষান্তরে জড়ের প্রাকৃতিক বৃদ্ধি হয় না।
৫. জীব চলাচলে সক্ষম। পক্ষান্তরে জড় চলাচলে অক্ষম।
৬. জীবের অনুভূতি শক্তি আছে। পক্ষান্তরে জড়ের অনুভূতি শক্তি নেই।