Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য

অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের

অনুদৈর্ঘ্য তরঙ্গ (Longitudinal waves):

যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সঙ্গে সমান্তরালে অগ্রসর হয়, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সেটাই দীঘল তরঙ্গ/অনুদৈর্ঘ্য তরঙ্গ। বায়ু মাধ্যমে প্রবাহিত শব্দ তরঙ্গ দীঘল তরঙ্গ/অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ।

এ ধরনের কোন মাধ্যমে সংকোচন ও প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। একটি সংকোচন ও একটি প্রসারণ নিয়ে এর তরঙ্গ দৈর্ঘ্য। এ ধরনের তরঙ্গে সমবর্তন ঘটে না।

অনুপ্রস্থ তরঙ্গ (Transverse waves):

যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। যেমন: পানির উপরিতলে সৃষ্ট তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো একবার উপরে আরেকবার নিচে স্পন্দিত হয়; ফলে কণার অবস্থান পরিবর্তিত না হয়েই তরঙ্গ সামনে আগায়।
কণা যখন সাম্যাবস্থা থেকে উপরে/নিচে যায় সে আবার কিসের টানে সাম্যাবস্থায় ফিরে আসে, সাম্যাবস্থায় আসার দরকারই বা কি? আসলে পদার্থের স্থিতিস্থাপক গুণের কারণেই কণা আবার আগের জায়গায় ফিরে আসে।

অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্যঃ

কণা যখন সাম্যাবস্থা থেকে উপরে/নিচে যায় সে আবার কিসের টানে সাম্যাবস্থায় ফিরে আসে। অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১।যে তরঙ্গের সঞ্চালনের দিক মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে থাকে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয় অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গে তরঙ্গ সঞ্চালনের দিক মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরালে থাকে।

২। অনুদৈর্ঘ্য তরঙ্গ সংকোচন ও প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হয়। অন্যদিকে মাধ্যমে তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ উৎপন্ন করে সঞ্চালিত হয়।

৩। একটি সংকোচন ও একটি প্রসারণ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত। অন্যদিকে একটি তরঙ্গশীর্ষ ও একটি তরঙ্গপাদ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত।

৪। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ—স্প্রিং তরঙ্গ, শব্দ তরঙ্গ ইত্যাদি। অন্যদিকে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ—পানির তরঙ্গ, আলোক তরঙ্গ ইত্যাদি।


পার্থক্য ফেসবুক পেজ
Physics সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Physics

আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যকার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্যসম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্যতথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যগণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য

Exit mobile version