Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য

প্রেম ও ভালোবাসা

প্রেমঃ

প্রেম পুরোপুরি মানসিক বিষয়। এটি মানুষের মনে তৈরি হয়। আপনি ইচ্ছা করলেই কারো প্রেমে পড়তে পারবেন না যদি আপনার মন সেটিকে মেনে না নেয়। প্রেম এমন একটি শক্তি যা আপনার সবকিছুকেই নিয়ন্ত্রণে নিয়ে যাবে। আর তখন আপনার মনের নির্দেশনা আপনি শুনতে বাধ্য হয়ে যাবেন। এটি আপনাকে বিষ্মিত করে দেবে। প্রেম কখন যে হয়ে যাবে আপনি তা বুঝতেও পারবেন না। কারণ এটি অনেক দ্রুত হয়। সবার অজান্তে হয়।

প্রেম (বিশেষ্য) = প্রণয় / প্রেম / অনুরাগ / প্রীতি / সদ্ভাব / বন্ধুত্ব / স্নেহ / শ্রদ্ধা / ভক্তি / আসক্তি / আকর্ষণ / টান / পছন্দ !
প্রিয় (বিশেষ্য) = ভালবাসা বা প্রনয়ের পাত্র / স্বামী / বন্ধু / সুহৃদ / ভাল লাগে এমন ব্যক্তি বা বিষয়।

ইমন্ = তদ্ধিত প্রত্যয় (secondary suffix) সাধারনত আত্ম হেতু ব্যবহৃত।

তদ্ধিত প্রত্যয় (secondary suffix)= শাব্দিক অর্থ -তাহার জন্য হিতকর। কিন্তু ব্যাকরণে এটি একটি প্রত্যয় হিসাবে ব্যবহৃত হয়। বাংলা ব্যকরণে পাঁচটি প্রত্যয়ের একটি হলো তদ্ধিত প্রত্যয়। যে প্রত্যয় শব্দমূলের শেষে যুক্ত হয়ে নূতন শব্দ তৈরি করে, তাকে তদ্ধিত-প্রত্যয় বলে।

প্রেম হল প্রানের আরাম, মনের শান্তি, প্রেমটা অবশ্যই দু’পক্ষের হতে হবে। শুধু এক পক্ষ থেকে প্রেম হয়না। সাধারনত আত্মহিত, আত্মসন্তুষ্টি, আত্মশুদ্ধি, আত্মতুষ্টি ইত্যাদি কারনেই প্রেমের জন্ম বা ব্যাপ্তি। প্রেমাষ্পদের প্রতি আসক্তি ছাড়া প্রেম আসেনা, প্রেমাষ্পদের প্রতি আসক্তি সাধারনত সম্মতি বা সহযোগ থেকেই আসে, না হলে সে প্রেমে ব্যাঘাৎ ঘটতে পারে।

ভালবাসাঃ

ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। অবশ্য ভালোবাসার সংজ্ঞাটা আরো ব্যাপক, এটা যে কোন ঘটনা, ব্যক্তি, প্রাণী, স্মৃতি, বিষয় ইত্যাদির ব্যাপারেও হতে পারে। বিশেষ কোন “সাবজেক্ট”-এর ব্যাপারে মানুষের বিশেষ অনুভূতির নামই ভালোবাসা। সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো, ভালোবাসা সাধারণত এক-তরফা হয়, তবে দু’তরফাও হতে পারে।

ভালবাসা (ক্রিয়া) = ভাল (বিশেষণ) + বাসা (ক্রিয়া)

বাংলা ব্যাকরণে ভালবাসা সাধারনত ২ প্রকার-

১. ভালবাসা (ক্রিয়া)
২. ভালবাসা (বিশেষ্য)

ভালবাসা (ক্রিয়া) = প্রণয়যুক্ত বা প্রেমযুক্ত হওয়া / প্রীতিভাবাপন্ন হওয়া / স্নেহ করা / শ্রদ্ধা করা / ভক্তি করা / আসক্ত হওয়া বা আকৃষ্ট হওয়া / পছন্দ করা ।

ভালবাসা (বিশেষ্য) = প্রণয় / প্রেম / অনুরাগ / প্রীতি / সদ্ভাব / বন্ধুত্ব / স্নেহ / শ্রদ্ধা / ভক্তি / আসক্তি / আকর্ষণ / টান / পছন্দ ।

ভালবাসা (বিশেষ্য) আর প্রেম (বিশেষ্য) প্রায় কাছাকাছি, সমার্থক হলেও ভালবাসার (ক্রিয়া) ব্যাপ্তি এখানেই শেষ নয়। ভালবাসার প্রকৃতি বা ব্যাপ্তি শুধুমাত্র অনুভবে জানা সম্ভব, গুটিকয় শব্দ দ্বারা ভালবাসার ভাব প্রকাশ করা সম্ভব নয়।

বাংলা ব্যাকরণে ‘ভাল’ সাধারনত ৩ প্রকার-

১. ভাল (বিশেষ্য)
২. ভাল (বিশেষণ)
৩. ভাল (অব্যয়)

১. ভাল (বিশেষ্য) = শুভ / হিত / মঙ্গল / উপকার / কল্যান / ভাগ্য / ললাট বা কপাল (”শুভ্রভালে সিন্দুরবিন্দু” -রবীন্দ্রনাথ)।

২. ভাল (বিশেষণ) = উত্তম / শুভ / হিতকর / কল্যান / নীরোগ / সুস্থ / সৎ / নিরীহ / সুন্দর / দক্ষ / পটু ।

৩. ভাল (অব্যয়) = বেশ / আচ্ছা (ভাল, তাহাই হউক)।

বাংলা ব্যাকরণে ‘বাসা’ সাধারনত ২ প্রকার-

১. বাসা (বিশেষ্য)
২. বাসা (ক্রিয়া)

১. বাসা (বিশেষ্য) = বাসকগাছ বিশেষ / বাসস্থান / কূলায় / নীড় / কীটপতঙ্গ-পশুপাখি দের বাসস্থান।

২. বাসা (ক্রিয়া) = বাসনা করা বা কামনা করা

প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্যঃ

ভালোবাসা ও প্রেম শব্দ দুটির ইংরেজি হল Love. একদিক থেকে এই দুটি শব্দের অর্থ একই। কিন্তু এই দুটি শব্দের মাঝে রয়েছে সূক্ষ্ম পার্থক্য তা নিচে দেখানো হলো-

১। কারো প্রতি প্রেমে পড়া বলতে বোঝায়, কারো মায়ায় পড়া, কাউকে নিজের করে কাছে পাওয়ার অনুভূতি এবং তাকে নিজের কাছে পাওয়ার এক আকাঙ্ক্ষা তৈরি হওয়া। অন্যদিকে কাউকে ভালোবাসা মানে শারীরিক সম্পর্ক উপেক্ষা করে কাছে পাওয়ার অনুভূতি।

২। প্রেম আত্মহিত-কেন্দ্রিক। অন্যদিকে ভালোবাসা পরহিত-কেন্দ্রিক।

৩। প্রেম ভালোবাসার একটা রুপ। অন্যদিকে ভালোবাসা স্বতন্ত্র।

৪। প্রেমের ক্ষেত্র সংকীর্ণ। অন্যদিকে ভালোবাসার ক্ষেত্র ব্যাপক ও সার্বজনীন।

৫। দুপক্ষের সম্মতিতে প্রেম হয়। অন্যদিকে ভালোবাসায় অপরপক্ষের সম্মতি মুখ্য নয়।

৬। ভালোবাসা হয় এক পক্ষ থেকে আর প্রেম হয় উভয় পক্ষ থেকে। অন্যদিকে ভালবাসার জন্য প্রেম আবশ্যক নয় কিন্তু প্রেমের জন্য ভালবাসা অপরিহার্য ।

৭। প্রেম হল আত্মসুখের জন্য প্রেমাষ্পদকে আপন করে নেওয়ার প্রবল আকাঙ্ক্ষা। অন্যদিকে ভালবাসা হল প্রেমাষ্পদের সুখের জন্য নিজেকে বিলীন করে দেওয়া ।

Exit mobile version