পরিণত মাটি:
মৃত্তিকা গঠন প্রক্রিয়া যখন দীর্ঘ সময় ধরে কাজ করে এবং প্রক্রিয়ার কাজ প্রায় শেষ হয়ে আসে, তখন যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে পরিণত মৃত্তিকা বলে। যেমন – পডসল, ল্যাটেরাইট, চারনোজেম মৃত্তিকা। এক্ষেত্রে মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়ার কাজ প্রায় শেষ হয়ে আসে ।পরিনত মৃত্তিকা গুলি দৃঢ় ও সুসংবদ্ধ হয়। পরিণত মৃত্তিকায় আদি শিলার চিহ্ন থাকে না।
এই প্রকার মাটি গুলি সুস্পষ্ট স্তর বিশিষ্ট হয়। মাটির ভৌত ও রাসায়নিক ধর্ম গুলি প্রায় স্থিতিশীল। দীর্ঘ সময়ের ব্যবধানে অপরিণত মৃত্তিকা পরিণত অবস্থায় পৌঁছায়।
অপরিণত মাটি:
মৃত্তিকা গঠনের কাজ সম্পন্ন না হলে, সেই মৃত্তিকা গুলিকে অপরিনত মৃত্তিকা বা কঙ্কালসার মৃত্তিকা বলে। এই মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়ার কাজ অসম্পন্ন থেকে যায়। অপরিনত মৃত্তিকা ভঙ্গুর এবং আলগা হয়। এই মৃত্তিকা আদি শিলার চিহ্ন বহন করে। মৃত্তিকার স্তর গুলি সুস্পষ্ট ভাবে গড়ে ওঠে না। অপরিণত মৃত্তিকার ভৌত ও রাসায়নিক ধর্ম গুলি পরিবর্তনশীল।
পরিণত ও অপরিণত মাটি এর মধ্যে পার্থক্য:
মৃত্তিকা গঠনের কাজ সম্পন্ন না হলে, সেই মৃত্তিকাগুলিকে অপরিনত মৃত্তিকা বা কঙ্কালসার মৃত্তিকা বলে। পরিণত ও অপরিণত মাটি এর মধ্যে পার্থক্য নিম্নরুপ-
১।পরিণত মাটি গঠনকারী প্রক্রিয়ার কাজ প্রায় শেষ হয়ে আসে। অন্যদিকে অপরিণত মাটি গঠনকারী প্রক্রিয়ার কাজ অসম্পূর্ণ থাকে।
২। ।পরিণত মাটি তে আদি শিলার চিহ্ন থাকে না। অন্যদিকে অপরিণত মাটিতে আদি শিলার চিহ্ন যথেষ্ট থাকে।
৩। পরিণত মাটির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি প্রায় স্থিতিশীল। অন্যদিকে অপরিণত মাটির ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তনশীল।
৪। পরিণত মাটি দৃঢ় ও সুসংবদ্ধ হয়। অন্যদিকে অপরিণত মাটি ভঙ্গুর ও আলগা হয়।
৫। পরিণত মাটিতে সুস্পষ্ট স্তর সৃষ্টি হয় । অন্যদিকে অপরিণত মাটিতে কোনাে প্রকার সুস্পষ্ট স্তর গড়ে ওঠে না।
৬। দীর্ঘ সময়ের পর মাটি পরিণত অবস্থায় পৌঁছায় এবং এরপর মাটি ক্ষয়ের কবলে পড়ে। অন্যদিকে দীর্ঘ সময়ের পর অপরিণত মাটি পরিণত মাটিতে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
ভূগোল সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Geography
আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্য, কার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্য, সম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্য, তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য, গণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্য