আয়না ও লেন্সের মধ্যে পার্থক্য

আয়না (Mirror): 
দর্পণ বা আয়না হল এমন একটি মসৃণ তল, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। দর্পণে প্রতিফলন ঘটার কারণ হচ্ছে দর্পণের একপাশে ধাতুর প্রলেপ দেয়া হয়। আর ধাতুর এই চকচকে প্রলেপ দেবার কারণেই দর্পণে আলোর প্রতিফলন ঘটে। আলো ধাতুর প্রলেপ ভেদ করে প্রতিসরণ ঘটাতে পারেনা। উদাহরণঃ গাড়ীর লুকিং মিরর,সমতল দর্পন, সেলুনে ব্যবহৃত আয়না ইত্যাদি। অর্থাৎ যেগুলোর একপাশে প্রলেপ আছে, একপাশ থেকে আরেকপাশ দেখা যায়না।

লেন্স (Lens):
লেন্স এক ধরনের সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যম, যার মধ্য দিয়ে আলোর প্রতিসরণ ঘটে। লেন্সে দর্পণের মত একপাশে প্রলেপ দেয়া থাকেনা। যেহেতু লেন্স স্বচ্ছ এবং কোনো পাশে ধাতুর প্রলেপ দেয়া থাকেনা তাই লেন্সে আলোর প্রতিসরণ ঘটে। উদাহরণ- চশমা,ম্যাগনেফাই গ্লাস অর্থাৎ যেগুলোর কোনো পাশে প্রলেপ দেয়া নেই, একপাশ থেকে আরেকপাশ দেখা যায়।

আয়না ও লেন্সের মধ্যে পার্থক্যঃ

দর্পণ বা আয়না হল এমন একটি মসৃণ তল, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। দর্পন ও লেন্সের মধ্যে পার্থক্য নিচে দেখানো হয়েছে-

১। আয়না একটি যন্ত্র প্রতিফলনের নীতির উপর ভিত্তি করে।  অন্যদিকে, লেন্স প্রতিসরণের নীতির উপর ভিত্তি করে।

২। আয়না কাচ বা পরিষ্কার প্লাস্টিক ছাড়া অন্যান্য উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়। অন্যদিকে, লেন্স কাচ বা পরিষ্কার প্লাস্টিকের তৈরি উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়।

৩। একটি আদর্শ দর্পন 100% আলো প্রতিফলিত করে। অন্যদিকে, একটি আদর্শ লেন্স ১০০% আলো প্রতিসরণ করে।

৪। ঘর, অটোমোবাইল, সৌর যন্ত্রপাতি ইত্যাদিতে দর্পনের ব্যবহার দেখা যায়। অন্যদিকে, লেন্সের ব্যবহার জ্যোতির্বিজ্ঞান এবং বৈজ্ঞানিক শিল্প, চিকিৎসা ও গবেষণার উদ্দেশ্যে ইত্যাদি দেখা যায়।

৫। আয়না দুটি প্রকার রয়েছে। যথা- অবতল এবং উত্তল। অন্যদিকে, লেন্স ছয় ধরনের আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *