Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্য

পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম কণা। যদিও এখন এর থেকেও ক্ষুদ্র কণা পাওয়া যায় পদার্থে। একটা পদার্থকে ভাংলে পাওয়া যায় তার অণু। এই অণুকে ভাংলে পাওয়া যায় তার পরমাণু। সুতরাং, অণু আসলে পরমাণু দিয়ে গঠিত। সহজভাবে বলা যায় যে, পরমাণু হল অণুর ক্ষুদ্রতম একক। আবার পরমাণুকে ভাংলে কণিকা পাওয়া যাবে যেগুলা পরমাণু থেকেও ছোট।

অণু
অণু শব্দের অর্থ ক্ষুদ্র। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ঐ পদার্থের ধর্মাবলী অক্ষুন্ন রেখে     স্বাধীনভাবে অবস্থান করতে পারে তাকে অণু বলে।

পরমাণু
‘পরম’ শব্দের অর্থ অত্যন্ত আর অণু শব্দের অর্থ ক্ষুদ্র। পরমাণু শব্দের অর্থ অত্যন্ত ক্ষুদ্র। মৌলিক পদার্থের যে     ক্ষুদ্রতম কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে এবং যার মধ্যে মৌলিক পদার্থটির সকল ভৌত ও     রাসায়নিক ধর্ম বর্তমান থাকে তাকে পরমাণু বলে।

অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্যঃ

১। অণু মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট রক্ষাকারী ক্ষুদ্রতম কণা।রক্ষাকারী অত্যন্ত ক্ষুদ্রতম    কণা।
পক্ষান্তরে পরমাণু মৌলিক পদার্থের বৈশিষ্ট

২। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে  না। পক্ষান্তরে পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে।

৩। অণুর স্বাধীন সত্তা আছে। পক্ষান্তরে অধিকাংশ পরমাণুর স্বধীন সত্তা নেই।
৪। অণুকে বিশ্লেষণ করলে একই বা ভিন্ন প্রকারের   পরমাণু পাওয়া যায়। পক্ষান্তরে পরমাণুকে অধিক বিভক্ত করলে  মৌলের  নিজস্ব স্বাতন্ত্র্য লোপ পায়।

৫। অণু স্থায়ী। পক্ষান্তরে পরমাণু অস্থায়ী

Exit mobile version