প্রাকৃতিক ভূগোলের ভাষায় পাহাড় হল – ” সমুদ্র সমতল হতে উচ্চে অবস্থিত ঢাল বিশিষ্ট শিলাস্তুপকে বলে পাহাড় । অপেক্ষাকৃত কম উচুঁ মাটির স্তুপকে বলে পাহাড় । সাধারণত ৬০০ থেকে ১০০০ মিটার উঁচু স্বল্প বিস্তৃত (কম এলাকা জুড়ে অবস্থিত) শিলাস্তূপ পাহাড় নামে পরিচিত আর “সমুদ্র সমতল হতে অতিউচ্চে অবস্থিত খাড়াঢাল বিশিষ্ঠ্য শিলাস্তুপকে বলা হয় পর্বত” সমুদ্রতল থেকে অন্তত ১০০০ মিটারের বেশি উঁচু সুবস্তৃত (বড় এলাকা জুড়ে অবস্থিত) ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত নামে পরিচিত। পাহাড়ের চূড়া থাকেনা আর ঢাল টাও কম কিন্তু পর্বতের চূড়া অনেক উঁচু হয় আর খাড়া ঢাল থাকে। যেমন হিমালয় পর্বত বলা হয়, কেউ পাহাড় বলেনা, আবার কুমিল্লার লাল মাই পাহাড় বলে কেউ পর্বত বলেনা। কিন্তু তাজিংডং,কেওকেড়াডাং এগুলি পর্বত।